২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। চলতি বছর ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ও মৃত্যুর এটাই সর্বোচ্চ রেকর্ড।
শনিবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ১ হাজার ১৩৮ হাসপাতালে ভর্তি রয়েছেন। আর চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৩ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের ৪০২ জন ঢাকার বাসিন্দা এবং ঢাকার বাইরের ৭৫ জন। এছাড়া দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ৯১১ জন ঢাকার এবং ২২৭ জন ঢাকার বাইরে।
সারাদিন/১৭ জুন/এমবি