আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর
বাসাবাড়িতে কীটনাশকের যথেচ্ছ ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি
নিবন্ধিত–অনিবন্ধিত অসংখ্য প্রতিষ্ঠান বাসাবাড়িতে পোকামাকড় নিধনে কীটনাশক প্রয়োগের কাজ করছে। নেই কোনো নজরদারি।
বাসাবাড়িতে মশা-মাছি, তেলাপোকা, ছারপোকা, ইঁদুরসহ নানা পোকামাকড় নিধনে কীটনাশক ব্যবহার করা হয়ে থাকে। কেউ বালাইনাশক প্রতিষ্ঠানের মাধ্যমে, আবার কেউ দোকান বা রাস্তার পাশের হকার থেকে কীটনাশক কিনে বাসায় ব্যবহার করেন। অথচ এসব কীটনাশক বাসাবাড়িতে ব্যবহারের জন্য অনুমোদিত কি না, মানুষের স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর—সেদিকে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের নজরদারি নেই। ভোক্তা ও ব্যবসায়ীদের কাছেও কখনো বিষয়টি গুরুত্ব পায়নি। এতে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। সম্প্রতি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় কীটনাশকের বিষক্রিয়ায় একই পরিবারের দুই শিশুর মৃত্যুর পর বিষয়টি সবাইকে ভাবিয়ে তুলেছে। টনক নড়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের বালাইনাশক প্রশাসনের। তারা গণবিজ্ঞপ্তি প্রচারসহ বিভিন্ন তৎপরতা শুরু করেছে। সূত্র: প্রথম আলো


এক্সপ্রেসওয়ে যাবে হাতিরঝিল হয়ে
রাজধানীর হাতিরঝিলের সোনারগাঁও হোটেলের অংশে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওঠানামার জায়গা বা র্যাম্প তৈরির সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এর জন্য মূল নকশায় কিছুটা পরিবর্তন আনা হবে। এক্সপ্রেসওয়ে যাবে হাতিরঝিল হয়েঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল নকশা অনুযায়ী একটি র্যাম্প হাতিরঝিলের মাঝে পড়েছিল। ২০২০ সালে নকশা সংশোধন করে এটি সরিয়ে সড়কের পাশে নিয়ে আসা হয়। কিন্তু এ ঝুঁকিসহ নানা দিক নিয়ে বেশ কিছু দিন ধরে আলোচনা চলছিল।
ইস্কাটনের বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ এলাকায় হবে সোনারগাঁও লিংক নামের র্যাম্পটি। এই র্যাম্প নির্মাণে মোট ৪১টি খুঁটি বসাতে হবে। অন্তত দুজন বিশেষজ্ঞ ঝিলে এই খুঁটি বসানোর পক্ষে মত দিয়েছেন। সূত্র; কালের কণ্ঠ
যুক্তরাষ্ট্র-চীনের পালটাপালটি অবস্থান
দেশের জন্য অশনিসংকেত
কূটনৈতিক বিশ্লেষকদের অভিমত: এ প্রতিযোগিতা চলতে থাকলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে * এটা থামাতে ব্যর্থ হলে বিপদ বাড়তে পারে * চীনের বক্তব্যে সরকারের খুশি হওয়ার কিছু নেই, কারণ চীন আমেরিকার বিকল্প নয়
বাংলাদেশ নিয়ে বিশ্বশক্তিগুলোর মেরুকরণ প্রকাশ্যে চলে এসেছে। যুক্তরাষ্ট্র ও চীন পালটাপালটি মতামত দিয়েছে, যা বাংলাদেশের জন্যে অশনিসংকেত। যুগান্তরের কাছে কূটনৈতিক বিশ্লেষকরা এ মতামত দিয়েছেন। তারা বলেছেন, বড় শক্তিগুলোর প্রতিযোগিতায় বাংলাদেশকে নিয়ে টানাটানি করা বিপজ্জনক। বাংলাদেশের সমস্যা নিজেদেরই সমাধান করা প্রয়োজন। শক্তিশালী দেশগুলোরও তাদের বৈরিতায় আমাদের টানা উচিত নয়।বাধ, সুষ্ঠু নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকার প্রভৃতি ইস্যুতে যুক্তরাষ্ট্র ক্রমাগত ঢাকাকে চাপ দিচ্ছে। এতে যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ২০ ঘণ্টা জার্নি করে আটলান্টিক পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্র যাবেন না। অন্য মহাদেশের প্রতি মনোযোগী হবেন। যারা স্যাংশন দেবে তাদের কাছ থেকে কিছু কেনা হবে না।এদিকে বিশ্বের অর্থনৈতিক ও সামরিক ক্ষমতাধর দেশটির বিরুদ্ধে শেখ হাসিনার মন্তব্যকে সমর্থন জানিয়েছে চীন। চীন বলেছে, শেখ হাসিনার এমন মন্তব্য বিশ্বের অধিকাংশ দেশের মনের কথা। এভাবে দুই বিশ্বশক্তির মত প্রকাশ্যে এসেছে।যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা (স্যাংশন) নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের প্রতি চীন সমর্থন জানিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখতেও চীন সার্বিক সহায়তা করবে। সব ধরনের আধিপত্যবাদ ও শক্তির রাজনীতির বিরুদ্ধে বাংলাদেশসহ অন্য সব দেশের সঙ্গে কাজ করবে চীন। বুধবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এসব কথা বলেন। সূত্র; যুগান্তর
লাগামহীন শিক্ষাব্যয়
কিন্ডারগার্টেন থেকে বিশ্ববিদ্যালয়
লাগামহীন শিক্ষাবাণিজ্য চলছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয়। কিন্ডারগার্টেন থেকে শুরু করে বেসরকারি স্কুল, কলেজ, ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠান, এমনকি বেসরকারি বিশ্ববিদ্যালয়- সবখানে লাগামহীন ঘোড়ার গতিতে যেন বেড়েই চলেছে শিক্ষাব্যয়। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাব্যয় এখনো সাধ্যের মধ্যে থাকলেও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এ চার্জ আদায় করা হয় অন্তত ১০ গুণ। আর পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যয় যেন প্রায় শতগুণ হয়ে যায়। ইংলিশ মিডিয়ামে শিক্ষাব্যয়েরও নেই বাঁধাধরা কোনো নিয়ম। সবই যেন চলছে ফ্রিস্টাইলে। শিক্ষার কোনো পর্যায়েই টিউশন ফি নির্ধারণ নিয়ে কোনো নীতিমালা না থাকায় ইচ্ছামতো আদায় করা হচ্ছে গলাকাটা টিউশন ফি। এমন নৈরাজ্যে শিক্ষার্থী আর অভিভাবকদের চরম আর্থিক দুরবস্থার মুখোমুখি হতে হলেও কর্তৃপক্ষের যেন টনক নড়ছে না। তথ্যমতে, ইংলিশ মিডিয়ামে এক শিশু শিক্ষার্থীকে প্লে শ্রেণিতে ভর্তি করতেই লেগে যায় আড়াই থেকে তিন লাখ টাকা। আর বার্ষিক ফি রয়েছে আরও প্রায় দুই লাখ টাকা। কেজি থেকে গ্রেড ৫ শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক টিউশন ফি নেওয়া হয় ৩১ হাজার ২০০ ডলার, এমন ইংলিশ মিডিয়াম স্কুলও রয়েছে এ দেশে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৪ লাখ। বেসরকারি বিশ্ববিদ্যালয়েও শিক্ষাব্যয় আকাশচুম্বী। চার বা পাঁচ বছরের স্নাতক কোর্সের জন্য কোনো কোনো বিশ্ববিদ্যালয় আদায় করছে ১৫ লাখ টাকা। অথচ একই বিষয়ে অন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ে হয়তো পড়তে লাগছে ৭ থেকে ৮ লাখ টাকা। সূত্র: বিডি প্রতিদিন।
ঢাকার বায়ুর মানে উন্নতি, অবস্থান ১৮তম
ঢাকার বায়ুর মানে উন্নতি হয়েছে। বিশ্বের দূষিত শহরের তালিকায় শুক্রবার শহরটির অবস্থান ১৮তম। সকাল সাড়ে ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ৮৮। বায়ুর মান মাঝারি। বৃহস্পতিবার এ তালিকায় ঢাকার অবস্থান ছিল সপ্তম। একিউআই স্কোরে শীর্ষে আছে ইন্দোনেশিয়ার জার্কাতা শহর, স্কোর ১৫৬। ১৫৩ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার বুসান, স্কোর ১৫২। চতুর্থ স্থানে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ১৪১। পঞ্চমে চীনের উহান শহর, স্কোর ১৩৩। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়। সূত্র: সমকাল
রাজধানীতে ভূমিকম্প অনুভূত
রাজধানী ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভূমিকম্প অনুভূত হওয়ার বিষয়টি জানিয়ে পোস্ট করছেন। সূত্র; দৈনিক বাংলা।
উৎপাদন খরচ বৃদ্ধির প্রভাব পড়বে কোরবানির পশুর দামে
কোরবানির ঈদ সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে পশু কেনাবেচা। দেশে এখন কোরবানিযোগ্য পশু আছে চাহিদার চেয়ে ২১ লাখেরও বেশি। এর পরও এবার পশুর দাম বাড়তির দিকে থাকবে বলে জানিয়েছেন খামারিরা। এ বিষয়ে তাদের বক্তব্য হলো পশুখাদ্যের উপকরণের মূল্যবৃদ্ধি ও সার্বিক লালন-পালনের খরচ বাড়ার কারণেই এবার দাম বাড়তির দিকে থাকতে পারে। যদিও এবার বাজারে কোরবানির পশুর তেমন একটা চাহিদা সেভাবে দেখা যাচ্ছে না। খামারিরাও জানিয়েছেন, ক্রেতাদের কাছ থেকে এবার পশুর চাহিদা মিলছে কম। এর পরও দাম বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করে পশুপালন খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, করোনার অভিঘাত ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে গত দেড় বছরে পশুখাদ্যের কিছু উপকরণের দাম বেড়ে এখন দ্বিগুণের বেশিতে। আবার ওষুধ, বিদ্যুৎ, কর্মচারীদের বেতনসহ সার্বিক উৎপাদন ব্যয় বাড়াতে হয়েছে খামারিদের। এর ধারাবাহিকতায় এবার গত বছরের তুলনায় কোরবানির পশুর দাম বাড়তে পারে অন্তত ১০-১৫ শতাংশ। সূত্র: বনিক বার্তা।
বাংলাদেশ ব্রিকসে যোগ দিচ্ছে, এখন?
সদস্য সংখ্যায় সম্প্রসারিত হতে চলেছে ব্রিকস। আগামী আগস্টে এর সদস্য হওয়ার আশাও করছে বাংলাদেশ। ব্রিকসের একাংশের রয়েছে, যুক্তরাষ্ট্র ও তার মুদ্রা ডলারের আধিপত্য মোকাবিলায় নতুন বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য। এসকল প্রেক্ষাপটে ব্লকটিতে যোগদানের সুবিধা-অসুবিধা কি হবে তা নিয়ে ভাবতে শুরু করেছেন বিশ্লেষকরা।ত বুধবার (১৪ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, এই বছরের আগস্টেই ব্রিকসের সদস্য হতে পারে বাংলাদেশ।দিন জেনেভায় প্যালেস ডি নেশনসের দ্বিপক্ষীয় বৈঠককক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার মধ্যে বৈঠক হয়। এই বৈঠকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্রিফিংয়ে বলেন, ব্রিকস ব্যাংক সম্প্রতি বাংলাদেশকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিল। ভবিষ্যতে এই জোটে যোগ দেওয়ার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানাবে ব্রিকস।ব্রিকসে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা – বৈশ্বিক জিডিপিতে যাদের সম্মিলিত অবদান জি-৭ ভুক্ত ধনী দেশগুলোর চেয়েও বেশি। তাই এতে বাংলাদেশের যোগদানের সিদ্ধান্তকে বৈদেশিক সম্পর্ক ও মুদ্রা বহুমুখীকরণের উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। ব্রিকসে যোগ দিলে তাৎক্ষণিক সুবিধা কি কি পাওয়া যাবে- সেগুলো এই মুহূর্তে স্পষ্ট না হুলেও, বিশ্লেষকরা মনে করেন, জোটটি যেহেতু যুক্তরাষ্ট্র এবং মার্কিন ডলারের আধিপত্য হ্রাসের লক্ষ্যে সক্রিয়ভাবে সম্প্রসারিত হচ্ছে তাই মধ্য থেকে দীর্ঘমেয়াদি সুবিধা পাওয়া যাবে। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়াকে ব্রিকসে যোগদানের আমন্ত্রণ করা হয়েছে। আগামী আগস্ট মাসে দক্ষিণ আফ্রিকায় ব্রিকসের সম্মেলনে এসব দেশ জোটটিতে যোগ দিতে পারে। সূত্র: বিজনে স্ট্যান্ডর্ড।
সিলেটে ৫ মাত্রার ভূমিকম্প, কাঁপল ঢাকাও
মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের উত্তর-পূর্বের সিলেট অঞ্চল, যা অনুভূত হয়েছে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে। যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৯টা ৪৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল সিলেট শহর থেকে ২৩.৮ কিলোমটার দক্ষিণ-পূর্বে, মৌলভীবাজার থেকে ৪০ কিলোমিটার উত্তরপূর্বে, ভারতের আসামের করিমগঞ্জ থেকে ৩৪.৩ কিলোমিটার পশ্চিম দক্ষিণ-পশ্চিমে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ মিজানুর রহমান জানানম এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের গোলাপগঞ্জ এলাকার কাছাকাছি। ফায়ারসার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে কোন ধরনের ক্ষয়ক্ষতির তথ্য এখনো পাওয়া যায়নি। সূত্র: বিডি নিউজ
দিল্লিতে ভারত ও যুক্তরাষ্ট্রের বৈঠকে বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা
বাংলাদেশের বিষয়ে এমন পদক্ষেপ যুক্তরাষ্ট্রের নেয়া উচিত হবে না যা ভারতের স্বার্থের বিপক্ষে যায় – যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টাকে এমনটি বলেছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা। প্রথম পাতায় খবরটি ছেপেছে দৈনিক ইত্তেফাক। লেখা হয়েছে সম্প্রতি ভারতের দুইদিনের সফরে এসেছিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদীসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকে উঠে আসে ভারতে মহাসাগরে চীনের উচ্চাকাঙ্খা ইস্যু। এ সময় বাংলাদেশ ও ভারতের নির্বাচনের বিষয়টি গূরুত্ব পায় বৈঠকে। একই প্রসঙ্গে মানবজমিনের শিরোনাম – এশিয়ায় চীনের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে যুক্তরাষ্ট্র-ভারত আলোচনা- তারা বলছে ভারত মহাসাগরে চীনের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এ খবর দিয়েছে অনলাইন ইকোনমিক টাইমস। সূত্র: বিবিসি বাংলা ।