আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর
‘অবৈধ’ আয়ে জমি–ফ্ল্যাট, দুদকের জালে স্বামী–স্ত্রী
সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মুহাম্মাদ গালীব খান ও তাঁর স্ত্রী বড় অঙ্কের অর্থসম্পদের মালিক হয়েছেন। এখন তাঁরা দুদকের জালে।
গালীব খান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদক অবৈধভাবে সম্পদ অর্জনের দায়ে আলাদা দুটি মামলা করেছে।
সংসদীয় স্থায়ী কমিটির উপকমিটিতে গালীবের দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনা হয়েছিল।
স্বামী ও স্ত্রী মিলে জমি কিনেছেন, ফ্ল্যাট কিনেছেন, গাড়ি কিনেছেন। বিনিয়োগ করেছেন শেয়ারবাজারে। ব্যাংকেও রেখেছেন বড় অঙ্কের টাকা। কিন্তু এসব টাকা তাঁদের আয়ের সঙ্গে সংগতিপূর্ণ নয়। এই দম্পতি এখন দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে। স্বামীর নাম মুহাম্মাদ গালীব খান, যিনি সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক। তাঁর স্ত্রীর নাম তানিয়া সুলতানা ওরফে রাখি। তিনি বেসরকারি একটি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। গালীব খান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদক গত ১২ অক্টোবর অবৈধভাবে সম্পদ অর্জনের দায়ে আলাদা দুটি মামলা করেছে। মামলায় তাঁদের বিরুদ্ধে মোট ৪ কোটি ৯৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। দুদক মামলা করেছে প্রাথমিক অনুসন্ধানে অবৈধ সম্পদের তথ্য পেয়ে। এখন মামলার তদন্ত চলছে। সমবায় অধিদপ্তর সূত্রের অভিযোগ, গালীব খান সমবায় সমিতিতে অনিয়মের সুযোগ দিয়ে এবং নিয়োগ-বাণিজ্য করে অবৈধ আয় করেছেন। সেই আয় দিয়ে সম্পদ অর্জন করেছেন। সূত্র: প্রথম আলো


এক দফার খসড়া চূড়ান্ত শরিকরাও মত দিচ্ছে
বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবির খসড়া তৈরি করেছে বিএনপি। খসড়ায় এক দফার সংজ্ঞা, লক্ষ্য, উদ্দেশ্যসহ বিস্তারিত পথনকশা তুলে ধরা হয়েছে। এর ভিত্তিতে আন্দোলনে যেতে শরিক দলগুলোর সঙ্গে বৈঠকও শুরু করেছে তারা।গত সোমবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দীর্ঘ আলোচনার পর এক দফা দাবির খসড়া চূড়ান্ত করা হয়।
নীতিনির্ধারণী সূত্রগুলো বলছে, শরিকদের সঙ্গে বৈঠক শেষে তাদের মতামত নিয়ে আগামীকাল শুক্রবার আবার বৈঠকে বসবে বিএনপির স্থায়ী কমিটি। সেখানে এক দফা বাস্তবায়নের পথনকশা ঠিক করার বিষয়ে আলোচনা করা হবে। স্থায়ী কমিটির একাধিক সদস্য জানান, শুক্রবারের বৈঠকে তাঁরা এক দফার কর্মকৌশল ঠিক করার চেষ্টা করবেন। তারপর রাজধানীতে বড় সমাবেশের মাধ্যমে এক দফার ভিত্তিতে নতুন কর্মসূচি দেওয়া হবে। সূত্র: কালের কণ্ঠ
নাজুক রিজার্ভ পরিস্থিতি সত্ত্বেও আমদানিনির্ভরতার পথে হাঁটছে জ্বালানি বিভাগ
বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে অত্যন্ত নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এ মুহূর্তে দেশের কোষাগারে ৩০ বিলিয়ন ডলারেরও বৈদেশিক মুদ্রার সংস্থান নেই। কেন্দ্রীয় ব্যাংকের এ রিজার্ভ হিসাবায়ন নিয়ে আপত্তি তুলেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি বলছে, নিট রিজার্ভের হিসাবায়নে রফতানি উন্নয়ন তহবিলসহ (ইডিএফ) অন্যান্য তহবিল এবং সরকারি কয়েকটি সংস্থা ও শ্রীলংকাকে দেয়া ঋণের অর্থ রিজার্ভে দেখানো যাবে না। সেক্ষেত্রে আইএমএফের হিসাব অনুযায়ী দেশে নিট রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ২১-২২ বিলিয়ন ডলারের মধ্যে। সংস্থাটির ঋণের শর্ত অনুযায়ী, চলতি মাসের মধ্যে এ নিট রিজার্ভ তুলতে হবে সাড়ে ২৪ বিলিয়ন ডলারের বেশিতে। আমদানি নিয়ন্ত্রণসহ নানা পদক্ষেপ গ্রহণের মাধ্যমেও চলতি মাসের মধ্যে এ নিট রিজার্ভের শর্ত পূরণ নিয়ে সন্দিহান খোদ কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারাও। ডলারের অভাবে প্রয়োজনীয় প্রাথমিক জ্বালানি আমদানির বিল পরিশোধ করতে হিমশিম খেতে হচ্ছে বাংলাদেশকে। এরই মধ্যে জ্বালানির বিল পরিশোধ করতে না পারায় বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার মতো বিড়ম্বনার মধ্যেও পড়তে হয়েছে। চরম এ সংকটের মুহূর্তেও আমদানিনির্ভরতার নীতি থেকে বেরিয়ে আসতে পারছে না জ্বালানি বিভাগ। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সবচেয়ে রক্ষণশীল উপায়ে হিসাব করে দেখা গেছে, চলতি ২০২৩ থেকে আগামী ২০৩০ সাল পর্যন্ত শুধু তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও কয়লা আমদানি করতেই সরকারকে অর্থ ব্যয় করতে হবে প্রায় ৪২ বিলিয়ন ডলার। সূত্র বণিক বার্তা ।
রূপপুর পারমাণবিক প্রকল্প
চীনের মাধ্যমে হচ্ছে না বকেয়া পরিশোধ
ইউক্রেনের সঙ্গে যুদ্ধের পর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞায় পড়েছে রাশিয়া। এতে দেশটির সঙ্গে অন্য দেশের লেনদেনেও দেখা দিয়েছে নানা জটিলতা। এরই ধারাবাহিকতায় রাশিয়ার অর্থায়নে পাবনায় বাস্তবায়নাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরিশোধও আটকে আছে। বকেয়া প্রায় ৩৩০ মিলিয়ন ডলার সরাসরি রাশিয়াকে না দিয়ে পিপলস ব্যাংক অব চায়নার মাধ্যমে পরিশোধের জন্য গত এপ্রিলে দুই দেশের মধ্যে একটি প্রটোকল সই হয়। তবে বাংলাদেশ থেকে চীনে অর্থ পরিশোধের বার্তা পাঠানোর একমাত্র উপায় ‘সুইফট’। এ ব্যবস্থায় অর্থ দিলেই প্রশ্নের মুখে পড়তে হতে পারে– এ কারণে আপাতত পরিশোধ হচ্ছে না বকেয়া।পরিশোধ জটিলতা নিয়ে গেল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে কয়েকটি বিভাগের মধ্যে একটি বৈঠক হয়। চীনের মাধ্যমে বকেয়া পরিশোধ করলে যে সমস্যার সৃষ্টি হতে পারে– তা ওই বৈঠকে উঠে আসে। বিষয়টি শিগগিরই সরকারকে জানানো হবে। এরপর পরিশোধের বিকল্প কী হতে পারে– নতুন করে দুই দেশের বৈঠকের পর আবার সিদ্ধান্ত হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাস্তবায়নে ২০১৬ সালের জুলাইতে রাশান ফেডারেশনের ‘এটমস্ট্রয় এক্সপোর্ট’-এর সঙ্গে বাংলাদেশের ঋণচুক্তি হয়। চুক্তিমূল্যের ৯০ শতাংশ তথা ১ হাজার ১৩৮ কোটি ডলার অর্থায়ন করছে রাশিয়া। প্রকল্পের মূল ঋণ পরিশোধ শুরু হবে ২০২৭ সালের মার্চ থেকে। তবে প্রকল্প ঋণের বাইরে প্রাথমিক কাজের জন্য দেশটি থেকে ৫০ কোটি ডলার ঋণ নেয় বাংলাদেশ। সূত্র: সমকাল
চিকিৎসক দেশে নেই, অথচ তার নামেই অপারেশন
ফেসবুকে ভিডিও দেখে প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সংযুক্তা সাহার হাতে স্বাভাবিকভাবে সন্তান প্রসব করাতে চেয়েছিলেন মাহবুবা রহমান আঁখি। সে অনুযায়ী তিনি তার কাছেই চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু আঁখি কি জানতেন সেই চিকিৎসকের কাছে আসার আকুলতাই তার সন্তানকে কেড়ে নেবে, তিনিও মৃত্যুপথযাত্রী হবেন, বলছিলেন আঁখির চাচাতো ভাই শাখাওয়াত হোসেন শামীম।শামীমের সঙ্গে কথা হয় রাজধানীর ল্যাবএইড হাসপাতালের তৃতীয় তলায়। তৃতীয় তলারই সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আঁখি। চিকিৎসকরা তার আশা প্রায় ছেড়েই দিয়েছেন। ‘যেকোনো মুহূর্তে তাকে ডেথ ডিক্লেয়ার করা হবে, আমরা এখন কেবল তাদের ঘোষণার অপেক্ষায় এখানে বসে আছি’, বলছিলেন তিনি। শাখাওয়াত হোসেন শামীম দৈনিক বাংলাকে বলেন, ‘আমার বোন এখন লাইফ সাপোর্টে আছে, তার সব অর্গান ফেল করেছে, ডাক্তাররা হয়তো মৃত ঘোষণা করবেন। বাচ্চাটা তো আগেই মারা গেছে।’ শামীমের সঙ্গে যখন এ প্রতিবেদকের কথা হচ্ছিল, তখন পাশেই আঁখির স্বামী ইয়াকুব আলী সুমন একের পর এক ফোন ধরায় ব্যস্ত। পাশ থেকে শোনা যায়, তিনি বলছেন, ‘বাঁচার আশা নাই, বাচ্চাটা গেছে, বউকেও বোধহয় বাড়িতে ফিরিয়ে আনতে পারব না।’ সূত্র: দৈনিক বাংলা।
পরিকল্পনাবিদ ছাড়াই পরিকল্পনা
মফস্বল ও গ্রামীণ জনপদের পরিকল্পিত উন্নয়নের দায়িত্ব স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)। উপজেলা (মফস্বল) ও গ্রামের মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ করছে এ সংস্থা। এক পরামর্শক প্রতিষ্ঠানের পরিকল্পনা অন্য পরামর্শক প্রতিষ্ঠানকে দিয়ে তত্ত্বাবধান করিয়ে উন্নয়নকাজ বাস্তবায়ন করছে তারা। শহরের মতো বিশৃঙ্খলভাবে গ্রামীণ জনপদের উন্নয়ন করা হলে শহরাঞ্চলের মতো গ্রামাঞ্চলও ধ্বংস হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।জানা গেছে, এলজিইডির জনবল-কাঠামোয় একজন নগরপরিকল্পনাবিদের পদ থাকলেও ওই পদে কখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি। ২০২১ সালে পরিকল্পনা প্রণয়নে এলজিইডিকে সক্ষমতা বাড়ানোর পরামর্শ দেয় পরিকল্পনা কমিশন। এরপর বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) উপজেলা, জেলা, বিভাগ ও সদর দপ্তরে ১ হাজার ১১২টি পরিকল্পনাবিদের পদ সৃষ্টির প্রস্তাব করে। এসব পরামর্শ ও প্রস্তাবের তোয়াক্কা না করে নিজেদের মতো প্রকৌশলী এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীর প্রায় ছয় হাজার পদ সৃষ্টির প্রস্তাব করে এলজিইডি। ওই প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অনুমোদিত হয়ে এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এ মন্ত্রণালয়ের অনুমোদনের পর প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হবে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেলে জনবল-কাঠামো চূড়ান্ত হবে। অর্থাৎ নগর, শহর, মফস্বল ও গ্রাম উন্নয়নের দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানটি হালনাগাদ জনবল-কাঠামোতে পরিকল্পনাবিদের পদ ছাড়াই অনুমোদন পেতে চলেছে। সূত্র; দেশ রুপান্তর
মনোনয়ন মিস শঙ্কায় এমপিরা
চ্যালেঞ্জিং জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতিতে আওয়ামী লীগ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় ‘মনোনয়ন মিস’ শঙ্কায় আওয়ামী লীগের নেতা ও দলীয় সংসদ সদস্যরা। চ্যালেঞ্জিং ভোটের প্রস্তুতি হিসেবে বিতর্কিত ও অজনপ্রিয় নেতাদের এবার মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। এ কারণেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলটির কয়েকজন শীর্ষ নেতা, প্রভাবশালী মন্ত্রী ও শতাধিক সংসদ সদস্যকে দলের প্রার্থী হিসেবে দেখা যাবে না বলে একাধিক সূত্রে জানা গেছে। কোনো কোনো সূত্র বলছে, নির্বাচন ঘনিয়ে এলে এ সংখ্যা আরও বাড়তে পারে। ওই আসনগুলোয় যারা ভোট টানতে পারবেন, সাধারণ মানুষের কাছে যাদের গ্রহণযোগ্যতা ও পরিচ্ছন্ন ভাবমূর্তি আছে এমন প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে। বেশ কিছু আসনে অধিকতর যোগ্য প্রার্থীদের সুযোগ দিয়ে দলের বিজয়ের সম্ভাবনা বাড়াতেও প্রার্থী পরিবর্তন করবে আওয়ামী লীগ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচনে জয় নিশ্চিত করতেই এ পরিবর্তন আনবে ক্ষমতাসীন দলটি। দলের একাধিক সূত্র এমন তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে সংসদে থাকা অনেক সংসদ সদস্য এখনই নিশ্চিত হয়েছেন, তারা দলীয় মনোনয়ন পাচ্ছেন না। এদের কেউ কেউ ‘ঝুঁকি’ এড়াতে এলাকায় গণসংযোগ বাড়িয়েছেন। আবার কেউ কেউ এলাকায় যাওয়া-আসা ছেড়ে দিয়েছেন। সূত্র: বিডি প্রতিদিন।
গরু পালনের খরচ দ্বিগুণ, ঈদের আগে দাম নিয়ে চিন্তায় খামারিরা
জলবায়ু বিনিয়োগ নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জার্মানির ফ্রাঙ্কফুর্টে বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ডয়চের সদরদপ্তরে ব্যানার টানিয়ে দিয়েছে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিসের কর্মীরা।বুধবার ব্যাংকটির সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি ডিডব্লিউএস এর বিনিয়োগ নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তারা এমন পন্থা বেছে নেয় বলে জানিয়েছে সিএনএন।ওদিকে, ডিডব্লিউএস এর বেশিরভাগ শেয়ারও ডয়চে ব্যাংকের।ফলে বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করতে প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডারদের বার্ষিক সভার একদিন আগে এ পদক্ষেপ নেয় গ্রিনপিস কর্মীরা। বৃহস্পতিবার এ বার্ষিক সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।ডয়চে ব্যাংক বলছে, পরিবেশের জন্য টেকসই পদক্ষেপ নিতে জলবায়ু সুরক্ষাকে তারা ‘কৌশলগত অগ্রাধিকার’ দিচ্ছে। আর এ ব্যবস্থাপনা আরও সামনে এগিয়ে নিতে ডিডব্লিউএস এর পদক্ষেপকে সমর্থনও করছে তারা। সূত্র: বিডি প্রতিদিন
‘সেন্টমার্টিন চায় যুক্তরাষ্ট্র, সংসদে রাশেদ খান মেনন’
‘সেন্টমার্টিন চায় যুক্তরাষ্ট্র’, সংসদে রাশেদ খান মেনন, দৈনিক ইত্তেফাকের শিরোনাম এটি। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি ‘রেজিম চেঞ্জের’ কৌশলের অংশ উল্লেখ করে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন দাবি করেছেন, তারা সেন্টমার্টিন চায়, কোয়াডে (কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়ালগ) বাংলাদেশকে চায়। বর্তমান সরকারকে হটানোর লক্ষ্যে তারা সব কিছু করছে। বুধবার জাতীয় সংসদে ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। একই বিষয়ে নিয়ে সমকালের খবর মার্কিনিরা সেন্টমার্টিন চায়, বর্তমান সরকারকে হটাতে সব করছে: মেনন। এতে বলা হয়েছে, নির্বাচনকে উপলক্ষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ‘রেজিম চেঞ্জের’ (ক্ষমতা বদল) কৌশলের অংশ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন। তিনি আরো বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের যারা বন্ধু, তাদের শত্রুর প্রয়োজন নেই। বেশকিছু সময় আগে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে বাগে রাখতে স্যাংশন দিয়েছে। এখন নির্বাচনকে উপলক্ষ করে ভিসা নীতি ঘোষণা করেছে। এটা কেবল দূরভিসন্ধিমূলকই নয়, তাদের ‘রেজিম চেঞ্জে’র কৌশলের অংশ। তারা সেন্টমার্টিন চায়, কোয়াডে বাংলাদেশকে চায়।”নয়া দিগন্তের শিরোনাম, শেখ হাসিনার অবস্থানকে চীনের সমর্থন। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরুদ্ধে বাংলাদেশের অবস্থানের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছে চীন। সূত্র: বিবিসি বাংলা।
প্রতারণার অভিযোগ
সেন্ট্রাল হাসপাতালে নবজাতকের মৃত্যু, মৃত্যুশয্যায় মা
ইডেন কলেজের শিক্ষার্থী মাহবুবা রহমান আঁখি (২৫)। ফেসবুকে সেন্ট্রাল হাসপাতালের গাইনি চিকিৎসক ডা. সংযুক্তা সাহার নরমাল ডেলিভারি সংক্রান্ত ভিডিও ও পরামর্শ দেখে উদ্বুদ্ধ হয়ে তার কাছে নরমাল ডেলিভারি করাতে চেয়েছিলেন। সেই চাওয়া অনুযায়ী ব্যবস্থা নিয়েছিলেন তার স্বামী। আর সেটাই যেন কাল হলো তার জন্য। জন্মের সময়ই মারা গেছে নবজাতক আর আঁখি এখন মৃত্যুশয্যায়। বুধবার (১৪ জুন) রাতে আলাপকালে আঁখির স্বজনরা জানান, গত শুক্রবার (৯ জুন) প্রসব ব্যথা ওঠায় রাত সাড়ে ১২টার দিকে সেন্ট্রাল হসপিটালে ডা. সংযুক্তা সাহার অধীনে ভর্তি করা হয় মাহবুবা রহমান আঁখিকে। তখন ডা. সংযুক্তা সাহা হাসপাতালে উপস্থিত ছিলেন না, তারপরও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তিনি আছেন এবং ওটিতে (অপারেশন থিয়েটার) কাজ করছেন। সূত্র: বাংলানিউজ