আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
কিডনি থেকে সবচেয়ে বড় পাথর অপসারণ করে বিশ্ব রেকর্ড
অস্ত্রোপচারের মাধ্যমে এক ব্যক্তির কিডনি থেকে সবচেয়ে বড় পাথর অপসারণ করে বিশ্ব রেকর্ড গড়েছেন শ্রীলঙ্কার সেনাবাহিনীর একদল চিকিৎসক। গত মঙ্গলবার দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, চলতি মাসের শুরুতে কলম্বো আর্মি হসপিটালে অস্ত্রোপচারটি করা হয়। অস্ত্রোপচারের মাধ্যমে কিডনি থেকে পাথরটি অপসারণ করা হয়। পাথরটি ১৩ দশমিক ৩৭২ সেন্টিমিটার লম্বা, ওজন ৮০১ গ্রাম।কোনো ব্যক্তির কিডনি থেকে বৃহত্তম পাথর অপসারণের রেকর্ডটি আগে ছিল ভারতীয় চিকিৎসকদের। ২০০৪ সালে তাঁরা এই রেকর্ড করেন। এখন এই রেকর্ডটি শ্রীলঙ্কার সেনাবাহিনীর চিকিৎসকদের দখলে গেল।গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুসারে, ২০০৪ সালে ভারতীয় চিকিৎসকেরা কিডনি থেকে যে পাথরটি অপসারণ করে রেকর্ড গড়েন, সেটি লম্বায় ছিল প্রায় ১৩ সেন্টিমিটার। সূত্র: প্রথম আলো


অভিযোগের তোয়াক্কা না করে প্রচারণায় ব্যস্ত অদম্য ট্রাম্প
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গত মঙ্গলবার রাষ্ট্রীয় গোপন নথি অব্যবস্থাপনাসহ ৩৭টি অভিযোগের শুনানি হয়েছে আদালতে। আদালতে নিজেকে নির্দোষ দাবি করে আইনগত প্রক্রিয়া শেষের পরপরই অনমনীয় মনোভাব দেখান সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। আদালত থেকে বের হওয়ার পরই সমর্থকদের সঙ্গে গণসংযোগ করেন তিনি।অভিযোগের তোয়াক্কা না করে প্রচারণায় ব্যস্ত অদম্য ট্রাম্পস্থানীয় সময় মঙ্গলবার দুপুরে ফ্লোরিডার মায়ামির ফেডারেল আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন ট্রাম্প। গ্রেপ্তার দেখিয়ে তাঁকে কাঠগড়ায় তোলা হয়। এ সময় ট্রাম্পকে খুব গম্ভীর দেখায়। বিচারক জোনাথন গুডম্যান ৩৭টি অভিযোগ পড়ে শোনান। তখন নিজেকে নির্দোষ দাবি করেন ট্রাম্প। সূত্র: কালের কণ্ঠ
গ্রিসে নৌকা ডুবে ৭৯ অভিবাসন প্রত্যাশী নিহত ও নিখোঁজ শতাধিক
দক্ষিণ গ্রিসের উপকূলে নৌকা ডুবে অন্তত ৭৯ জন অভিবাসন প্রত্যাশী মারা গেছেন। শতাধিক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হলেও আরো শতাধিক নিখোঁজ রয়েছেন। খবর বিবিসি। গ্রিসের ইতিহাসে সবচেয়ে বড় অভিবাসী ট্র্যাজেডিগুলোর অন্যতম এটি। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট কাতেরিনা সাকেলারোপুলু। দেশজুড়ে ঘোষিত হয়েছে তিন দিনের শোক।কোস্টগার্ড জানায়, তাদের সাহায্য প্রত্যাখ্যান করার পর নৌকাটি পাইলোসের প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ডুবে যায়।গত ১৩ জুন গভীর রাতে ইইউ সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের একটি উড়োজাহাজ আন্তর্জাতিক জলসীমায় নৌকাটি দেখতে পায়। ওই নৌকায় কারো লাইফ জ্যাকেট ছিল না বলে জানায় কোস্টগার্ড। সূত্র: বণিক বার্তা।
৭৬ ট্রেনের সিডিউল বাতিল
বিকেলে গুজরাটে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ ভারত-পাকিস্তান উপকূলের দিকে ধেয়ে আসছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে ক্যাটাগরি-৩ এর ‘অতিপ্রবল ঘূর্ণিঝড় বিপর্যয়’ ভারতের গুজরাট এবং পাকিস্তানের করাচি উপকূলে আঘাত হানতে পারে বলে ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে। এর প্রভাবে উপকূলে ১২০ থেকে ১৩০ কিলোমিটারেরও বেশি বেগে বাতাস বইতে পারে। ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ এর প্রভাবে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুজরাট এবং পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য সিন্ধু উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। খবর- এনডিটিভি।ভারতের আবহাওয়া বিভাগ বলছে, সকাল ৮টা নাগাদ ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ গুজরাট উপকূল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে রয়েছে। আজ বিকেল ৪টা থেকে রাত ৮টার মধ্যে ভারতের গুজরাটের কুচ ও সৌরাষ্ট্র এবং পাকিস্তানের মান্ডভি ও করাচির মধ্যবর্তী জাখাউ বন্দর অতিক্রম করবে। এর প্রভাবে ভারতের গুজরাটের কুচ, দেবভূমি দরগা এবং জামনগরে অতিবৃষ্টি হতে পারে। এমনকি অতিবৃষ্টির কারণে কুচ জেলায় বড় ধরনের ভূমিধস হতে পারে। ভারত ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে ইতিমধ্যে গুজরাট উপকূল থেকে ৭৪ হাজার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়েছে। এ ছাড়া রাজ্যের বিভিন্ন স্থানে অরেঞ্জ ও ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। সূত্র; সমকাল
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে শেখ হাসিনার অবস্থানকে চীনের সমর্থন
র্যাব ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছে চীন। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখার জন্য সার্বিকভাবে সহায়তা করবে বলে জানিয়েছে দেশটি।বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বিভাগের উপপরিচালক ওয়াং ওয়েনবিন বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন। চীনের গণমাধ্যম গ্লোবাল টাইমসের পক্ষ থেকে র্যাবের কয়েকজন কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়। ওই সাক্ষাৎকারের চুম্বক অংশ নিজেদের ফেসবুক পেজে প্রকাশ করে ঢাকার চীনা দূতাবাস। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে প্রশ্ন ছিল– সম্প্রতি আমরা জানতে পেরেছি যে, বেশ কয়েকবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- র্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে তিনি ধাঁধার মতো দেখতে পেয়েছেন। আর নিষেধাজ্ঞা যেন একটা খেলার মতো। তিনি আরও বলেছেন, যেকোনো দেশের সরকারকে উৎখাতের ক্ষমতা তাদের (যুক্তরাষ্ট্র) আছে। নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ ভীত নয়। যেসব দেশ বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে তাদের কাছ থেকে কোনো কিছু কেনা বন্ধ করতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন তিনি। এ বিষয়ে চীনের মন্তব্য কী? সূত্র; দৈনিক বাংলা।
পাল্টা আক্রমণে হিসাবনিকাশ
রাশিয়ার দখলে আসা এলাকাগুলো পুনর্দখল করতে কয়েক দিন হয় বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেন। রাশিয়া এই আক্রমণ শুরু থেকেই রুখে দেওয়ার দাবি করছে। অন্যদিকে ইউক্রেনের দাবি, তাদের পাল্টা আক্রমণে সফলতা আসছে। ইউক্রেনের পশ্চিমা মিত্ররাও এই পাল্টা আক্রমণের রণকৌশলের প্রশংসা করছে, আশা করছে এই আক্রমণ সফল হলে মস্কো আলোচনায় বসতে বাধ্য হবে।
তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন দাবি করেছেন, ইউক্রেনীয় বাহিনীর তথাকথিত পাল্টা আক্রমণ চরমভাবে ব্যর্থ হচ্ছে এবং তাদের অবস্থা বিপর্যয়কর। গত মঙ্গলবার সাংবাদিক ও রুশ সামরিক ব্লগারদের সঙ্গে ইউক্রেনের এ পাল্টা আক্রমণ নিয়ে বিস্তারিত কথা বলেন পুতিন। তিনি দাবি করেন, নতুন আক্রমণে ইউক্রেনের ১৬০টি ট্যাংক এবং ৩৬০টি সাঁজোয়া যান ধ্বংস হয়েছে। একদিনেই জার্মানির দেওয়া ৭টি লেপার্ড-টু ট্যাংক হারিয়েছে ইউক্রেন। যেখানে রাশিয়া হারিয়েছে মাত্র ৫৪টি ট্যাংক। ইউক্রেনের পাল্টা আক্রমণের জবাবে দেশটির রাজধানী কিয়েভ, বন্দরনগর ওদেসায় একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। গতকাল বুধবার ওদেসা ও দোনেৎস্ক অঞ্চলে একাধিক স্থাপনায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে বলে জানায় ইউক্রেনের সেনাবাহিনী ও অঞ্চলগুলোর স্থানীয় কর্মকর্তারা। অথচ গতকাল ইউক্রেনের বিমানবাহিনী দাবি করে, তারা আগের রাতে রাশিয়ার তিনটি ক্ষেপণাস্ত্র ও ৯টি ড্রোন ভূপাতিত করেছে। এদিকে ধারণা করা হচ্ছে, ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে দিক থেকে প্রতীক্ষিত আক্রমণ শুরু করেছে কিয়েভের সেনারা। গত এক সপ্তাহে দোনেৎস্কের সাতটি গ্রাম পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেনীয় সেনারা। অবশ্য বিবিসি বলছে, ‘ইউক্রেনীয় বাহিনী পূর্ব দোনেৎস্ক এবং দক্ষিণ-পূর্ব জাপোরোজিয়া অঞ্চলে কিছু অপরিচিত এবং প্রায় জনশূন্য গ্রাম পুনর্দখল করেছে।’ সূত্র: দেশ রুপান্তর
বেলারুশে পৌঁছাল রুশ পারমাণবিক অস্ত্র
বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, তার দেশ রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্রের সরবরাহ পেতে শুরু করেছে। যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৪৫ সালে হিরোশিমা এবং নাগাসাকিতে যে পারমাণবিক বোমা ফেলেছিল তার চেয়ে তিনগুণ বেশি শক্তিশালী অস্ত্রও রয়েছে। গতকাল রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল রোশিয়া-১কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন লুকাশেঙ্কো। রাশিয়ার বাইরে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, এমন স্বল্প-পাল্লার কম শক্তিশালী পারমাণবিক অস্ত্র সোভিয়েত ইউনিয়নের পতনের পর এবারই প্রথম মোতায়েন করেছে মস্কো। এসব অস্ত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হতে পারে। লুকাশেঙ্কো রাশিয়ার রাষ্ট্রীয় টিভিতে সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়ার কাছ থেকে যেসব অস্ত্র পাচ্ছি তার মধ্যে আছে ক্ষেপণাস্ত্র ও বোমা। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এর আগে জানিয়েছিলেন, বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন শুরু করছেন তিনি। তবে এর নিয়ন্ত্রণ থাকবে রাশিয়ার হাতে। এসব অস্ত্র রাখার জন্য বেলারুশে বিশেষ মজুদাগার গড়ে তোলা হয়েছে। সাক্ষাৎকারে লুকাশেঙ্কো বলেছেন, বোমাগুলো হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা বোমার চেয়েও তিনগুণ বেশি শক্তিশালী। সূত্র: বিডি প্রতিদিন।
গ্রিসে ভয়াবহ নৌকাডুবি: নিহত ৭৯, মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা
গ্রিসের দক্ষিণ উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহন করা একটি মাছ ধরার নৌকা ডুবে অন্তত ৭৯ জনের মৃত্যু হয়েছে এবং একশোরো বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।তবে গ্রিক কর্মকর্তা এবং বেঁচে ফেরা ব্যক্তিরা জানিয়েছেন নৌকায় আরও কয়েকশো মানুষ ছিল।দেশটির সরকার বলছে, গ্রিসে সবচেয়ে বড় অভিবাসী ট্রাজেডিগুলোর একটি এটি।তিনদিনের শোক ঘোষণা করেছে গ্রিস। ‘ইটালিতে যেতে চাই, আর কিছুই চাই না’গ্রিসের কোস্টগার্ড বলেছে, মঙ্গলবার দিনশেষে আন্তর্জাতিক জলসীমায় নৌকাটি দেখা যায় ইইউ সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের একটি বিমান থেকে।নৌকাটিতে থাকা যাত্রীদের কেউই লাইফ জ্যাকেট পরা ছিল না এবং কোস্টগার্ড বলছে যে তারা কোনও সাহায্য নিতেও অস্বীকৃতি জানায়।দেশটির নৌপরিবহন মন্ত্রণালয়কে উদ্ধৃত করে গ্রিসের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইআরটি জানিয়েছে, স্যাটেলাইট ফোনের মাধ্যমে কর্তৃপক্ষ নৌকাটির সঙ্গে যোগাযোগ করেছিল এবং সাহায্যের প্রস্তাবও দিয়েছিল। সূত্র: বিবিসি বাংলা।
রাশিয়ার সমুদ্র থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইউক্রেনের বন্দর শহর ওডেসাতে আঘাত হেনেছে। মারা গেছে তিনজন এবং আহতের সংখ্যা ১৩।
হতাহতরা একটা দোকানের গুদামঘরের ভেতর ছিল, যেখানে ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন ধরে যায়। সেখান থেকে মানুষজনকে সরিয়ে নেয়া হচ্ছে এবং উদ্ধারকারীরা ধ্বংসস্তুপ সরিয়ে জীবিতদের উদ্ধারের কাজ করছে।রুশ মিসাইল ওডেসা শহরের কেন্দ্রে একটি ব্যবসা কেন্দ্র, একটি কলেজ, কিছু দোকানপাট, রেস্তোরাঁ এবং কিছু আবাসিক ভবনে আঘাত হেনেছে বলে ইউক্রেন জানাচ্ছে। এই হামলায় আহত হয়েছে ছয়জন।আরেকটি পৃথক ক্ষেপণাস্ত্র হামলায় পূর্ব দোনেৎস্ক এলাকার ইউক্রেন নিয়ন্ত্রিত অংশে তিনজন বেসামরিক মানুষ মারা গেছে। সূত্র: বিবিসি বাংলা।
রুশ দূতাবাসের নির্মাণকাজ বন্ধ করল অস্ট্রেলিয়া
আইন পাস করে রাশিয়ার নতুন দূতাবাস নির্মাণ নিষিদ্ধ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ক্যানবেরায় পার্লামেন্ট ভবনের কাছে এই দূতাবাস নির্মাণের কাজ চলছিল। অস্ট্রেলিয়ার জানিয়েছে, পার্লামেন্ট ভবনের কাছে রাশিয়ার দূতাবাস থাকা নিরাপদ নয়।বৃহস্পতিবার (১৫ জুন) অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্তনি আলবানিজ বলেছেন, পার্লামেন্ট ভবনের কাছে রাশিয়াকে দূতাবাস বানানোর জন্য যে জমি লিজে দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর তথ্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তিনি বলেন, পার্লামেন্টে পেশ করার দুই ঘণ্টার মধ্যেই দুটি কক্ষেই আইনটি পাস হয়। সূত্র বাংলানিউজ