প্রথম দিনে দাপট দেখালো বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয়ের দুইশোর্ধ্ব জুটি প্রথম দুই সেশনে বোলারদের ওপর দাপট দেখায় বাংলাদেশ দল। এরপর তৃতীয় সেশনে এসে দ্রুত কয়েকটি উইকেট তুলে লড়াইয়ে ফেরে আফগান বোলাররা। তবে শেষ বিকেলে আরেকটি জুটি দাঁড় করিয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজ।
বুধবার (১৪ জুন) আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৭৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৬২ রান। দিন শেষে উইকেটে রয়েছেন মুশফিকুর রহিম ৪১ রান এবং
মেহেদি মিরাজ ৪৩ রান।


এদিন রাজধানীর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ রানেই পড়ে ওপেনার জাকির হাসানের উইকেট। এরপর বাংলাদেশেরই আধিপত্য। দ্বিতীয় উইকেটে ২১২ রানের জুটি গড়ে বাংলাদেশকে চালকের আসনে বসান মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত। ৭৬ রানে জয় ফিরলে ভাঙে যায় জুটি।
চায়ের বিরতি পর্যন্তও শান্তর সেঞ্চুরিতে ২ উইকেটে ২৩৫ রান ছিলো বাংলাদেশের। তৃতীয় সেশনের শুরুতে ছন্দ হারায় টাইগারদের ইনিংস। দ্রুত সময়ে বিদায় নেন মুমিনুল (১৫), শান্ত (১৪৬)। এরপর ৯ রানে লিটন দাসের উইকেটও তুলে নিলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় সফরকারী আফগানিস্তান।
কিন্তু ৭২ রানের অবিচ্ছিন্ন জুটিতে আর কোনও বিপদ হতে দেননি মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। দুইজনের প্রতিরোধে প্রথম ইনিংসে ৫ উইকেটে ৩৬২ রান নিয়ে বাংলাদেশ আধিপত্য বিস্তার করেই প্রথম দিন শেষ করেছে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৭৯ ওভারে ৩৬২/৫।
(জয় ৭৬, জাকির ১, শান্ত ১৪৬, মুমিনুল ১৫, লিটন ৯, মুশফিক ৪১*, মিরাজ ৪৩*; ইয়ামিন ৭-১-৩২-০, মাসুদ ১৩-২-৬৭-২, করিম ১০-৩-৩২-০, জাকির ১৬-০-৯৮-১, আমির ২৪-১-৮৫-১, শাহিদি ৩-০-৯-০, রহমত ৬-১-৩০-১)।
সারাদিন/১৪ জুন/এমবি