তেজগাঁওয়ে প্রাইভেটকার থেকে নারী-পুরুষের বিবস্ত্র লাশ উদ্ধার
রাজধানীর তেজগাঁওয়ে একটি প্রাইভেটকার থেকে নারীসহ দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় তাদের শরীরে কারও কাপড় ছিল না।
বুধবার (০৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে তেজগাঁওয়ের এলেনবাড়ি স্টাফ কোয়ার্টার এলাকা থেকে ওই লাশ দুটি উদ্ধার করে পুলিশ।


উদ্ধার হওয়া লাশ দুটি হলো- দেলোয়ার (৫৩) ও মৌসুমী আক্তার রানী (৪১)।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি অপূর্ব হাসান জানান, প্রাইভেটকারের ভেতরে দুটি লাশ দেখে লোকজন থানায় খবর দেয়। পরে সকাল সাড়ে ৭টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, তাদের মৃত্যু নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা না গেলেও ধারণা করা হচ্ছে যৌন উত্তেজক ওষুধ খেয়ে দুজনের মৃত্যু হয়েছে। তবে অন্য কোন কারণে তাদের মৃত্যু কি-না, তা জানার জন্য পুলিশ কাজ করছে।
আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তেজগাঁও থানার ওসি।
সারাদিন/০৭ জুন/এমবি