মা হতে চলেছেন অভিনেত্রী স্বরা
চলতি বছরের ফেব্রুয়ারিতে সমাজবাদী পার্টির যুব নেতা ফাহাদ আহমেদের সাথে গাঁটছড়া বেঁধেছিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। বিয়ের চার মাসের মধ্যেই এবার মা হতে চলেছেন এই অভিনেত্রী।
মঙ্গলবার (০৬ জুন) দুপুরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে স্বামী ফাহাদকে সাথে নিয়েই বেবি বাম্পের ছবি পোস্ট করেন তিনি।


ক্যাপশনে অভিনেত্রী স্বরা লিখেছেন, “অনেক সময়ই আপনার প্রার্থনা পূরণ হয়। আশীর্বাদ পেয়েছি, কৃতজ্ঞ, দারুণ লাগছে। নতুন বিশ্বতে যেন পা দিয়েছি।”
কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী স্বরার অন্তঃসত্ত্বার খবর রটেছিল। এক নেটিজেনের টুইট ঘিরেই জল্পনা শুরু হয় তখন। এবার সেই গুঞ্জনই সত্যি হলো। স্বরা নিজেই এবার জানিয়ে দিলেন মা হওয়ার কথা।
অভিনেত্রী স্বরা মা হচ্ছেন এই খবরে প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেন তার তার অনুরাগী ও সতীর্থরা। সমাজবাজী পার্টির যুব নেতা ফাহাদ আহমেদের সাথে ১৬ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী স্বরা ভাস্কর।
সারাদিন/০৬ জুন/এমবি