যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী থেকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফারুক শিকদার ওরফে রাজনকে (৩১) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)।
মঙ্গলবার (০৬ জুন) র্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে এই তথ্য জানান।


র্যাব কর্মকর্তা আরিফ জানান, ২০১৩ সালে শরিয়তপুরের ডামুড্যা থানায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফারুক শিকদার ওরফে রাজনকে (৩১) গ্রেপ্তার করা হয়। মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামিকে যাবজ্জীবন সাজা দেন।
র্যাব জানায়, রায় ঘোষণার পর থেকেই আসামি রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধের বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানায় র্যাব।
সারাদিন/০৬ জুন/এমবি