উড়িয়ে দেওয়া হলো খেরসনের বাঁধ, পাল্টাপাল্টি অভিযোগ
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় নোভা কাখোভকা বাঁধ উড়িয়ে দেওয়া হয়েছে। ফলে আশপাশের বিশাল এলাকায় বন্যার আশঙ্কা করা হচ্ছে।
রুশ বাহিনীর নিয়ন্ত্রিত খেরসন অঞ্চলে অবস্থিত গুরুত্বপূর্ণ এই বাঁধটিতে হামলার বিষয়ে রাশিয়া ও ইউক্রেনের পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে।


কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’র এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
মঙ্গলবার (০৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড বলেছে, কাখোভকা (জলাধার) উড়িয়ে দিয়েছে রুশ দখলদার বাহিনী। ধ্বংসযজ্ঞের মাত্রা, পানির গতি ও পরিমাণ এবং সম্ভাব্য প্লাবিত এলাকাগুলো চিহ্নিত করা হচ্ছে।
এদিকে, রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ নভোস্তি নোভা কাখোভকায় মস্কো নিযুক্ত মেয়রের উদ্ধৃতি দিয়ে বলেছে, বাঁধটি বেশ কয়েকটি গোলা আঘাত করেছে এবং এর জন্য ইউক্রেন দায়ী।
বাঁধটি ধ্বংসের পর দিনিপ্রো নদীর পানির উচ্চতা ক্রমেই বাড়ছে। এই কারণে নদীর ডান তীরের বেশ কয়েকটি গ্রাম থেকে লোকজনকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে খেরসন অঞ্চলের ইউক্রেনীয় প্রশাসন।
সারাদিন/০৬ জুন/এমবি