ফারুকের আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের তফসিল ১ জুন ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের সময়সূচি নির্ধারিত হয়েছে। নির্বাচন কমিশন সচিব এলে আগামী ১ জুন হয়তো এটি ঘোষণা করা হবে।
আজ মঙ্গলবার (৩০মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।


প্রসঙ্গত, গত ১৫ মে ঢাকা-১৭ আসনের সংসদের সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যান। এতে আসনটি শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। ফারুক আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে একাদশ সংসদ নির্বাচনে অংশ নেন। এই আসনে সম্ভাব্য প্রার্থীরা উপ নির্বাচনের প্রস্তুতি নিয়ে রেখেছেন।