আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, মে ৩০, ২০২৩

ঐক্য আর সংহতির ডাক এরদোয়ানের
তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর জনগণের প্রতি ঐক্য আর সংহতির ডাক দিয়েছেন তুর্কি নেতা রিসেপ তাইয়িপ এরদোয়ান। দেশ আর দলীয় পতাকা উড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকা সমর্থকদের উদ্দেশে গতকাল সোমবার তিনি আরো বলেন, ‘আমরা এ আহবান (ঐক্যের) করছি অন্তরের অন্তস্তল থেকে।’ ঐক্য আর সংহতির ডাক এরদোয়ানের টানা ২০ বছর প্রায় অপ্রতিদ্বন্দ্বীভাবে শীর্ষ পদে থাকার পর এবারই প্রথম চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন এরদোয়ান। বিরোধী জোটের প্রার্থী কামাল কিলিচদারোগলু ভোটে কড়া টক্কর দিয়েছেন।এগিয়ে থাকলেও প্রথম দফায় জয় নিশ্চিত করতে পারেননি এরদোয়ান। দ্বিতীয় দফায়ও প্রত্যাশার চেয়ে ভালো করেছেন কিলিচদারোগলু। ভোটের ফল বলছে, প্রায় অর্ধেক ভোটারই (৪৮ শতাংশ) এরদোয়ানকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাননি। বিভক্ত জনগণের উদ্দেশে শুরুতেই তাই হয়তো ঐক্যের বার্তা দিলেন পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট। সূত্র: কালের কণ্ঠ

উগান্ডায় সমকামিতায় জড়ালে হতে পারে মৃত্যুদণ্ড, বাইডেনের নিন্দা

সমকামিতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা। দেশটির প্রেসিডেন্ট ইউয়ারি মুসেভিনি গত রোববার সমকামিতাবিরোধী একটি আইন কার্যকর করেছেন। নতুন এই আইনে সমকামিতার শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। আর বারবার সমকামিতায় জড়ালে হতে পারে মৃত্যুদণ্ড। নতুন এই আইনের কড়া সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশ ও মানবাধিকার সংগঠনগুলো।গতকাল সোমবার উগান্ডা সরকার নতুন এই আইনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়। প্রেসিডেন্টের দপ্তরের পক্ষ থেকে বলা হয়, রোববার প্রেসিডেন্ট ইউয়ারি মুসেভিনি ছয়টি বিলে সই করেছেন। এর মধ্যে সমকামিতাবিরোধী বিলও রয়েছে। এর নাম অ্যান্টিহোমোসেক্সুয়ালিটি বিল ২০২৩। প্রেসিডেন্টের সই করার মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হয়েছে। সূত্র: প্রথম আলো

সরবরাহ চেইন শক্তিশালী করছে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল

যুক্তরাষ্ট্র, জাপান ও আরো ১২টি ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরে এ সভা হয়। এতে আপৎকালীন গুরুত্বপূর্ণ পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত ও শক্তিশালী করার ব্যাপারে আলোচনায় অংশগ্রহণকারীরা একমত হয়েছেন। এসব জরুরি পণ্যের মধ্যে সেমিকন্ডাক্টর ও ওষুধ অন্যতম। খবর কিয়োদো এজেন্সি।গত বছরের মে মাসে ‘ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক’(আইপিইএফ) নামে যুক্তরাষ্ট্র একটি উদ্যোগ গ্রহণ করে। মন্ত্রী পর্যায়ের এ সভার মাধ্যমে প্রথমবারের মতো উদ্যোগটির একটি ফল বেরিয়ে এল। আশা করা হচ্ছে, চীনের ওপর অতিরিক্ত নির্ভরতা কমবে। এতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান দখল খর্ব হওয়ার আশঙ্কা রয়েছে। আলোচনা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জাপানের অর্থ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরা। তিনি বলেন, ‘পণ্যের সরবরাহ নিশ্চিত করার ব্যাপারে বহুপক্ষীয় চুক্তিগুলোর মধ্যে এটিই প্রথম।’সূত্র: বণিক বার্তা।

ডিজইনফরমেশন প্রতিরোধে ইইউ’র ঐচ্ছিক নিয়মাবলি থেকে সরে দাঁড়াল টুইটার

Nagad

ডিজইনফরমেশন ছড়ানো বন্ধের লড়াইয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ঐচ্ছিক নিয়মাবলি থেকে সরে দাঁড়িয়েছে টুইটার। খবর বিবিসি’র।ইইউ’র অভ্যন্তরীণ মার্কেট কমিশনার থিয়েরি ব্রেটন টুইটারে এ খবর জানিয়েছেন। তবে সতর্ক করে দিয়ে তিনি আরও জানিয়েছেন, সামনে নতুন আইনে এ নিয়মাবলি পালনে বাধ্য থাকতে হবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে।’দায়বদ্ধতা আছেই। আপনি সরে যেতে পারেন, তবে পালাতে পারবেন না,’ টুইটারে লেখেন তিনি। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

এরদোয়ানে প্রত্যাশার চাপ

২০ বছর তুরস্কের ক্ষমতায় থাকা রিসেপ তায়েপ এরদোয়ান তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় উতরে গেছেন। টানা তৃতীয়বারের মতো তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রান-অফ নির্বাচনে কেমাল কিলিচদারোগলুকে পরাজিত করে আরও পাঁচ বছর তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নিশ্চিত করেছেন তুর্কিদের এই প্রিয় নেতা। সবচেয়ে বড় পরীক্ষায় পাস করলেও এরদোয়ানের সামনে আছে আরও কয়েকটি পরীক্ষা। তৃতীয় মেয়াদে ঘরে-বাইরের এসব পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছেন আধুনিক তুরস্কের নয়া-সুলতান। মূল্যস্ফীতি, স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের পর উদ্ধার তৎপরতা নিয়ে জন-অসন্তোষ, তরুণদের দেশ ছাড়ার হিড়িক, জাতীয়তাবাদী তুর্কিদের মাথাব্যথা সিরীয় শরণার্থী এ রকম ইস্যুতে বিভক্ত তুরস্কের জনতা। এই বিভক্তিই এবার এরদোয়ানের চেয়ে তার প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগলুকে জনমত জরিপে এগিয়ে রেখেছিল। ২৮ মের ভোটাভুটিতে প্রবীণ এবং সুন্নি মুসলিমদের ভোটে এরদোয়ান বিজয় পেলেও ইস্যুগুলো কিন্তু এখনই মিটে যাচ্ছে না, বিভক্তি থেকে যাচ্ছে তুর্কিদের মাঝে। নির্বাচনের ফলাফলেও দেখা গেছে তুর্কি ভোটারদের প্রায় অর্ধেকই তার পক্ষে নেই। সূত্র: দেশ রুপান্তর

এবার কিয়েভে দিনের আলোতে হামলা
ইউক্রেনের রাজধানী কিয়েভে এবার দিনের আলোতে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। গতকালের এ হামলা চলতি মাসে কিয়েভে রুশবাহিনীর ১৬তম হামলা। তবে এই প্রথম দিনের আলোয় এমন হামলা চালানো হলো। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। সংবাদমাধ্যমটি জানায়, গতকাল ভোরে বিশাল সংখ্যায় ইরানের তৈরি ড্রোন ও ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয়। ইউক্রেনের সেনাবাহিনী ৪০টিরও বেশি লক্ষ্যবস্তু ধ্বংস করতে পেরেছে বলে জানিয়েছে। কিয়েভ শহরের কর্তৃপক্ষের সূত্র অনুযায়ী, হামলায় তেমন বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শহরের মেয়র টেলিগ্রাম চ্যানেলে এক বার্তায় ‘কিয়েভে আরও এক কঠিন রাত’-এর উল্লেখ করেন। উল্লেখ্য, রবিবার রাতের হামলায় ৩৬টি ড্রোন ধ্বংস করা সম্ভব হলেও এক ব্যক্তি নিহত ও কয়েকজন আহত হয়েছেন। ইউক্রেনীয় বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত বলেছেন, শত্রুরা ইস্কান্দার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এস-৩০০ ও এস-৪০০-এর ক্ষেপণাস্ত্রও ব্যবহার করা হয়ে থাকতে পারে। সূত্র: বিডি প্রতিদিন ।

অশান্ত মণিপুরে একের পর এক বৈঠকে অমিত শাহ

কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে পৌঁছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টানা বেশ কয়েকটি বৈঠক করেছেন। ইতোমধ্যে তিনি সহিংসতা কবলিত মণিপুরের রাজ্যপাল ও মন্ত্রীদের সঙ্গে দেখা করেছেন।
মঙ্গলবার সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, এন বীরেন সিংয়ের মন্ত্রী পরিষদ এবং রাজ্যপাল অনুসুইয়া উইকের সঙ্গে দেখা করেছেন অমিত শাহ। রাজ্যের উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তারা এ বিষয়ে পরে সংবাদ সম্মেলন করে জানাতে পারেন। অমিত শাহ আগামী কয়েকদিন সহিংসতা-বিধ্বস্ত মণিপুর রাজ্যে থাকবেন। জাতিগত সহিংসতা রোধের উপায় বের করতে তিনি শীর্ষ সেনা কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রভাবশালী সম্প্রদায়ের নেতাদের সঙ্গে দেখা করতে পারেন। সূত্র: সমকাল

এরদোগানের জয়ে দুভাগ তুরস্ক
সমর্থকদের মুখে ‘বাই বাই কামাল’ ব্যঙ্গ

তৃতীয় মেয়াদে আবার তুর্কি ‘সুলতান’ হলেও রাজপাটে আগের দিনগুলোর মতো আর একক আধিপত্য নেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানের। আধাআধি হয়ে গেছে। দৃশ্যত দুভাগ হয়ে গেছে তুরস্কের ‘প্রজা সাধারণ’। এক ভাগে কামাল কিলিচদারোগ্লু। রোববার দ্বিতীয় দফার নির্বাচনে পেয়েছেন ৪৭.৮৪% ভোট। আরেক ভাগে এরদোগান। ৫২.১৬% ভোটে ফের সিংহাসনে। অর্থাৎ প্রায় অর্ধেক দেশই এরদোগানকে চায় না! ভোটার দৌড়ে পিছিয়ে পড়া প্রতিদ্বন্দ্বী কিলিচদারোগ্লুর সমর্থকরা বলছেন, ভোট সুষ্ঠু হয়নি।
রোববার সারা রাত জেগে ঐতিহাসিক বিজয় উদযাপন করেছেন এরদোগানের সমর্থকরা। রাজধানী আঙ্কারায় নিজ বাসভবনের সামনে দাঁড়িয়ে বিজয়ী এরদোয়ান তার উল্লসিত জনতাকে বলেছেন, ‘এবিজয় তুরস্কের সাড়ে আট কোটি মানুষের।’ কিন্তু তার এ দাবি পুরোপুরি সত্য নয় বলে মনে করেন বিশ্লেষকেরা। কারণ, তার প্রতিপক্ষ কামাল কিলিচদারোগ্লু এরদোগানের জয়কে মেনে নেননি। বলেছেন, গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে অগ্রহণযোগ্য নির্বাচন হয়েছে গতকাল। বিবিসি বলেছে, দ্বিতীয় দফার নির্বাচনে এরদোগান ৫২ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এটি প্রমাণ করে, প্রায় অর্ধেক ভোটার কর্তৃত্ববাদী শাসক এরদোগানকে পছন্দ করেন না। বিজয়ী হওয়ার পর এরদোগান তার প্রতিপক্ষ কামালকে ‘বাই বাই মি. কামাল (বাই বাই বে কেমাল)’ বলে কটূক্তি করেছেন। তার সমর্থকেরাও এই স্লোগান দিয়েছিল। সূত্র: যুগান্তর

কসোভোতে সার্ব বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ২৫ নেটো সেনা আহত
সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিক সেনাবাহিনীকে সর্বোচ্চ যুদ্ধ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন।

কসোভোর উত্তরাঞ্চলে সার্ব বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে তিনটি টাউন হলের সুরক্ষার দায়িত্বে থাকা জনা পচিশেক নেটো সেনা আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিকও তার সেনাবাহিনীকে সর্বোচ্চ যুদ্ধ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন।নেটো নেতৃত্বাধীন শান্তিরক্ষা মিশন কেএফওআর কসোভোতে সোমবারের সহিংসতার নিন্দা জানিয়েছে।“বিক্ষোভকারীদের মধ্যে সবচেয়ে সহিংস অংশকে মোকাবেলা করার সময় কেএফওআর বহরে থাকা ইতালি ও হাঙ্গেরির একাধিক সেনা বিনা উসকানিতে আক্রমণের শিকার এবং চামড়া ছিলে যাওয়া, হাড়ে চিড় ধরা ও দাহ্য পদার্থের বিস্ফোরণে দগ্ধ হয়েছে,” বিবৃতিতে তারা এমনটাই বলেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হাঙ্গেরির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টফ জালে-বব্রভনিস্কি বলেছেন, বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে হাঙ্গেরির ৭ সেনা গুরুতর আহত হয়েছে, চিকিৎসা সেবা দিতে তাদেরকে হাঙ্গেরিতে নিয়ে আসা হবে। সূত্র: বিডি নিউজ

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান কেন পশ্চিমা দেশগুলোর কাছে গুরুত্বপূর্ণ

রেচেপ তাইয়েপ এরদোয়ান পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাকে অভিনন্দন জানাতে আন্তর্জাতিক নেতাদের মধ্যে যেভাবে তাড়াহুড়ো লেগে গিয়েছিল তা থেকে বিশ্বে তুরস্কের কৌশলগত গুরুত্ব সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। রবিবার দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী প্রার্থী কেমাল কুলুচদারুলুকে পরাজিত করে মি. এরদোয়ান দেশটির প্রেসিডেন্ট হিসেবে তৃতীয়বারের মতো দায়িত্ব নিতে যাচ্ছেন।তুর্কি প্রেসিডেন্ট ৬৯ বছর বয়সী এরদোয়ান দুই দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় আছেন এবং এই ক্ষমতা অব্যাহত রাখতে পারায় তাকে অনেক আগেভাগেই অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।এবিষয়ে মি. পুতিন এতোটাই উৎসাহী ছিলেন যে তিনি নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা পর্যন্তও অপেক্ষা করেন নি। সূত্র: বিবিসি বাংলা।