চলচ্চিত্রে দুইযুগ পূর্ণ করলেন শাকিব খান

বিনোদন ডেস্কবিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, মে ২৮, ২০২৩

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান

চলচ্চিত্র জগতে দুইযুগ পূর্ণ করলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। ১৯৯৯ সালের ‘অনন্ত ভালোবাসা’ থেকে শুরু হয়ে ২০২৩ সালে ‘লিডার আমিই বাংলাদেশ’। ১৯৯৯ সালের আজকের এই দিনে প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল শাকিব খানের। সেই হিসেবে রোববার (২৮ মে) ক্যারিয়ারের ২৪ বছর পূর্ণ করলেন তিনি।

এই দিনে নিজের নাম বদলে স্বপ্নের সিঁড়িতে পা রেখেছিলেন গোপালগঞ্জের মাসুদ রানা। সেই সিঁড়ি বেয়ে আজ তিনি দেশের অন্যতম শীর্ষ সিনে তারকা শাকিব খান। ভক্তরা যাকে ডাকেন ‘কিং খান’ বলে।

১৯৯৯ সালে সোহানুর রহমান সোহানের ‘অনন্ত ভালোবাসা’ সিনেমার হ্যাংলা-পাতলা ছেলেটাই একদিন চলচ্চিত্রে রাজ করবেন- এমনটা কেউ ভাবেননি। সাফল্য ও দর্শকপ্রিয়তার বিচারে শাকিব খানের ধারে-কাছেও কোনো নায়ককে পাওয়া যাবে না। চিত্রনায়ক মান্নার মৃত্যুর পর শাকিব খানের উত্থান। আজ ঢাকা তো কাল ভারত, মালয়েশিয়া, স্কটল্যান্ড, লন্ডন হয়ে অস্ট্রেলিয়া।

অপ্রতিরোধ্যতার অগ্রযাত্রায় অপ্রতিদ্বন্দ্বী পথচলা অভিযাত্রী শাকিব খান। দীর্ঘ ২৪ বছর ধরে চলচ্চিত্রে অভিনয় করে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দেশের শীর্ষ নায়ক শাকিব খান।

আজ নায়কের ক্যারিয়ারের ২৪ বছর পূর্ণ হলো, এদিনও সিনেমার শুটিংয়েই রয়েছেন ব্যস্ত তিনি। এই সুপারস্টার শাকিব খান বলেন, “এর চেয়ে বড় পাওয়া আর কী থাকতে পারে একজন অভিনেতার জীবনে। চলচ্চিত্রের মানুষ হিসেবে অবশ্যই আনন্দিত। চলচ্চিত্রের প্রতিটি মানুষ, আমার দর্শক, ভক্ত, সাংবাদিক সবার কাছে অনেক কৃতজ্ঞতা। তাদের সবার জন্য আজকের আমি। আসলে মানুষের ভালোবাসার ওপর আর কিছু নাই। পেছন দিকে তাকিয়ে অনেক কিছু দেখতে পাই। কিন্তু পেছনের দিনগুলো মনে রেখে সামনে এগিয়ে যেতে চাই। এই যে আজও শুটিং করছি, ব্যস্ত রয়েছি সিনেমার জন্য।”

সারাদিন/২৮ মে/এমবি

Nagad