ভূরুঙ্গামারীতে বাল্য বিবাহ প্রতিরোধে উপজেলা ইয়ুথ প্লাটফর্মের কর্মশালা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাল্য বিবাহ প্রতিরোধে জাতীয় পর্যায়ের সংলাপে অবদান রাখতে ইউনিয়ন এবং উপজেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটিতে যুব সংগঠনের প্রতিনিধিদের অন্তর্ভুক্তি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ মে) উপজেলার ডাক বাংলো হল রুম কক্ষে সভার কার্যক্রম অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত হয়ে যুবদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জনাব মোঃ আলী আর রেজা। ভূরুঙ্গামারী উপজেলার ভাইস চেয়ারম্যান জালাল উদ্দীন মন্ডল, ভূরুঙ্গামারী উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী।
এছাড়া বাল্য বিবাহ প্রতিরোধে যুবদের সম্পৃক্ততা ও করণীয় সম্পর্কে আরো বক্তব্য রাখেন, মোঃ মাহমুদুল হাসান,প্রজেক্ট কো-অর্ডিনেটর এমজেএসকেএস,সিএনবি প্রকল্প, মোঃ ইলিয়াস আলী,টেকনিক্যাল অফিসার ইয়ুথ লিডারশীপ, এমজেএসকেএস সিএনবি প্রকল্প, মোঃ আবু মুসা, সাধারণ সম্পাদক জেলা ইয়ুথ প্লাটফর্ম কুড়িগ্রাম প্রমুখ।
বর্তমানে কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলায় বাল্য বিবাহ প্রতিরোধে প্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে যুবদের নিয়ে কাজ করছে আরডিআরএস এর সিএনবি প্রকল্প।