আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
পেন্টাগনে বিস্ফোরণের ভুয়া ছবি ভাইরাল
মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে বিস্ফোরণের একটি ভুয়া ছবি ভাইরাল হয়েছে।
গতকাল সোমবার এ ঘটনা ঘটে। ভুয়া ছবিটি ভাইরাল হওয়ার প্রভাব শেয়ারবাজারে পর্যন্ত পড়ে।
অনেক পর্যবেক্ষকের সন্দেহ, ভুয়া ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি করা হয়েছে।
জেনারেটিভ এআই প্রযুক্তি কয়েক মুহূর্তের মধ্যে এ ধরনের বিশ্বাসযোগ্য ছবি তৈরি করতে পারে। ছবিটি বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল।ঘটনাটির জেরে জেনারেটিভ এআই প্রযুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বলা হচ্ছে, জেনারেটিভ এআই সমাজের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে।ছবিটি ছড়িয়ে পড়লে এ বিষয়ে মন্তব্য করতে বাধ্য হয় পেন্টাগন। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তরের পক্ষ থেকে বলা হয়, এমন কোনো বিস্ফোরণের ঘটনা পেন্টাগনে ঘটেনি।পেন্টাগনের এক মুখপাত্র বলেন, ‘আমরা নিশ্চিত করতে পারি যে এটা একটা মিথ্যা খবর। পেন্টাগনে হামলা হয়নি।’ সূত্র: প্রথম আলো


ইউক্রেনের পাল্টা আক্রমণ রুখতে প্রস্তুতি রাশিয়ার
ইউক্রেনের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ভূখণ্ডের দখল ধরে রাখতে দীর্ঘ প্রতিরক্ষামূলক প্রস্তুতি নিয়েছে রাশিয়া। এই বসন্তে ইউক্রেনের পাল্টা আক্রমণের জল্পনার মধ্যে দখল করা বিভিন্ন অঞ্চলে রুশ সেনাদের শক্ত অবস্থান নিতে দেখা গেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে গতকাল সোমবার যুদ্ধক্ষেত্রে রুশ অবস্থানের বিশদ চিত্র তুলে ধরেছে। বিবিসির বিশেষ আয়োজনটিতে একজন নিরাপত্তাবিষয়ক প্রতিবেদক জানান, ইউক্রেনের দিক বড় পদক্ষেপ কৌশলগত ব্যবস্থা গ্রহণ করতে চাইলে দেশটির দক্ষিণ উপকূলের দিকে রুশ সেনাদের অবস্থান করা এলাকা বিভক্ত করতে হবে।রাশিয়া এ ঘটনা রোধ করতে আট মাস ধরে ১২০ কিলোমিটার এলাকাজুড়ে নিজেদের প্রতিরক্ষা অবস্থান বিস্তৃত করেছে। অস্ত্র, কামান মোতায়েনের পাশাপাশি পশ্চিমাদের কাছ থেকে পাওয়া ট্যাংক ঠেকাতে গভীর পরিখা খনন, মাইনফিল্ড তৈরি এবং রাস্তায় কংক্রিটের বিশেষ ড্রাগন দাঁত বসানো হয়েছে।ম্যাক্সার টেকনোলজিস ও প্ল্যানেট ল্যাবস নামের দুটি প্রতিষ্ঠান এসব স্যাটেলাইট চিত্র সরবরাহ করেছে। স্যাটেলাইটের তথ্য-উপাত্ত বিশ্লেষণকারী বিশেষজ্ঞরা এসব তথ্য যাচাই-বাছাই করেছেন। সূত্র: কালের কণ্ঠ
কোন চুক্তি ছাড়াই শেষ হলো বাইডেন-ম্যাককার্থির ঋণসীমা বৃদ্ধি বৈঠক
কোন ধরনের সমাধান ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের সীমা বৃদ্ধির বিষয়ে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে হাউস অব রিপ্রেজেনটেটিভের স্পিকার কেভিন ম্যাককার্থির বৈঠক। যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের সীমা বৃদ্ধির বিষয়ে কোন ঐকমত্যে পৌঁছাতে পারেননি তারা। স্থানীয় সময় সোমবার এই গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন তারা। খবর রয়টার্সের-দেশটির ঋণ বেড়ে আগের নির্ধারণ করা সীমার কাছে পৌঁছে গেছে। সুতরাং জাতীয় ঋণের সীমা বৃদ্ধি না করলে ফেডারেল সরকার ঋণ গ্রহণ করতে পারে না; ফলে জুন মাসের শুরুতেই তারা খেলাপি হয়ে পড়তে পারে। এই পরিস্থিতিতে হোয়াইট হাউসের সঙ্গে রিপাবলিকান দলের ঐকমত্য জরুরি। যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি তথা অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেনের ভাষ্য, মার্কিন কোষাগারে আর মাত্র দিন দশেক সরকারি ব্যয় মেটানোর অর্থ রয়েছে। ফলে এই সময়ের মধ্যে বর্তমান ঋণ গ্রহণ সীমা ৩১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার থেকে না বাড়ানো হলে দেশটির কোষাগার শূন্য হয়ে যাবে। ফলে দেশটি দেউলিয়া হয়ে যাবে। সূত্র; সমকাল
মেসেজ পাঠানোর পরেও এডিট করা যাবে হোয়াটসঅ্যাপে!
ব্যবহারকারীদের সুবিধা বিবেচনায় অবশেষে ‘মেসেজ এডিট’ ফিচার যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। এখন থেকে প্ল্যাটফর্মটিতে মেসেজিং এর সময় ভুল বার্তা পাঠিয়ে ফেললেও ব্যবহারকারীরা তা এডিট (সম্পাদনা) করতে পারবেন। খবর রয়টার্সের। তবে এক্ষেত্রে মেসেজ পাঠানোর পর তা এডিটের জন্য ব্যবহারকারী ১৫ মিনিট পর্যন্ত সময় পাবেন। ফিচারটি যুক্তের ফলে সহজেই মেসেজের বানান ভুল কিংবা অটো কারেকশানে ভুল মেসেজ যাওয়ার মতো সমস্যার সমাধান করা যাবে।ফিচারটি ব্যবহার করতে প্রথমে স্মার্টফোনের হোয়াটসঅ্যাপে প্রবেশ করে যেকোনো একটি চ্যাট এ যেতে হবে। এবার যে মেসেজটি ব্যবহারকারীরা এডিট করতে চাইছেন, সেটার উপর কিছুক্ষণ ট্যাপ করে রাখতে হবে। এরপর একটি এডিট মেসেজ অপশন আসবে, সেখানে ট্যাপ করে মেসেজের টেক্সট পরিবর্তন করা যাবে। ফিচারটির মাধ্যমে মেসেজের টেক্সট পরিবর্তনের পর প্রাপকের প্রান্ত থেকে ঐ মেসেজ বারে ‘এডিটেড’ লেখা থাকবে। তবে এক্ষেত্রে ফেসবুক পোস্টে যেমন এডিট হিস্ট্রি দেখা যায়, তেমনটা হোয়াটসঅ্যাপে থাকবে না। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পারবে আদানি গ্রুপ?
জানুয়ারিতে প্রকাশিত যুক্তরাষ্ট্রভিত্তিক হিনডেনবার্গ রিসার্চের প্রতিবেদনে আদানি গ্রুপের বিরুদ্ধে বিভিন্ন গুরুতর অভিযোগ আনা হয়েছে। ভারতের অন্যতম বড় কোম্পানির বিরুদ্ধে জালিয়াতি, শেয়ারবাজার নিয়ন্ত্রণ ও ট্যাক্স হেভেনের অবৈধ ব্যবহারের অভিযোগ উঠে আসে প্রতিবেদনটিতে। এর পরে প্রতিষ্ঠানটির ওপর বিনিয়োগকারীদের আস্থা ক্রমেই নষ্ট হতে থাকে। তবে বর্তমানে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে হিনডেনবার্গ রিসার্চে প্রকাশিত অভিযোগ খণ্ডনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে আদানি গ্রুপ। খবর দ্য ন্যাশনাল।আদানি গ্রুপের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত করছে ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (এসইবিআই)’। এ তদন্তের ফলাফলের জন্য বিনিয়োগকারীরা অপেক্ষা করছেন। মুম্বাইভিত্তিক ল্যাডারআপ ওয়েলথ ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক রাঘবেন্দ্র নাথ বলেন, ‘তদন্তের ফলাফল আদানি গ্রুপ ও শেয়ারবাজার উভয়ের ওপরই বড় প্রভাব ফেলবে। প্রভাবটি ভালো হতে পারে কিংবা বিধ্বংসীও হতে পারে। তদন্তে কী বের হয়ে আসছে, তার ওপর এটি নির্ভর করছে। আপাতত শেয়ারবাজার এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখছে।’ হিনডেনবার্গ রিসার্চের প্রতিবেদনে উত্থাপিত সব অভিযোগ অস্বীকার করেছে আদানি গ্রুপ। প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর থেকেই উদ্বিগ্ন বিনিয়োগকারীদের নিশ্চিন্ত করার সচেতন প্রচেষ্টা চালাচ্ছে প্রতিষ্ঠানটি। হিনডেনবার্গের দাবির কারণে বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে গিয়েছিল। ফলে ফেব্রুয়ারির মধ্যেই আদানি গ্রুপের মার্কেট ভ্যালু ১৫ হাজার কোটি ডলার কমে গিয়েছিল। তবে মার্চের শুরুতেই যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী কোম্পানি ‘জিকিউজি পার্টনারস’ আদানি গ্রুপের চারটি প্রতিষ্ঠানে ১৮৭ কোটি ডলার বিনিয়োগ করেছে। সূত্র: বণিক বার্তা।
মণিপুরে ফের সংঘর্ষ কারফিউ
ফের উত্তাল হয়ে উঠেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। গতকাল বিকালে মণিপুরের নিউ চেকন এলাকায় মেইতেই এবং কুকি সম্প্রদায়ের সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কয়েক দিন আগেও রাজ্যটিতে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। কয়েক দিন বিরতির পর গতকাল ফের তা শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা মোতায়েন করেছে রাজ্য সরকার। জারি করা হয়েছে কারফিউ। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।প্রতিবেদনে বলা হয়, গতকাল বিকালে রাজধানীর নিউ চেকন এলাকার একটি বাজারে সংঘর্ষের সূত্রপাত হয়। ঘটনার পরপরই ঘটনাস্থল এবং আশপাশের এলাকায় কারফিউ জারি করা হয়েছে। এক মাস ধরে বিভিন্ন কারণে মণিপুর রাজ্যে ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ চলছে। দীর্ঘদিন ধরে মণিপুরের সমতলের বাসিন্দা মেইতেই সম্প্রদায়ের সঙ্গে কুকি এবং নাগা জনগোষ্ঠীর নেতৃত্বাধীন গোষ্ঠীর বিরোধ চলছে। মেইতেই সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি তফসিলি উপজাতিদের তালিকাভুক্ত হওয়া। সম্প্রতি হাই কোর্ট মেইতেই সম্প্রদায়কে তফসিলি উপজাতিভুক্তদের তালিকায় আনা যায় কি না, তা খতিয়ে দেখতে রাজ্য সরকারকে নির্দেশ দেন। এরপরই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর-পূর্বের এ রাজ্য। সূত্র: বিডি প্রতিদিন ।
রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের হামলা
রাশিয়ার সীমান্তবর্তী গ্রেইভোরন জেলায় রাশিয়ার ভূখণ্ডে প্রবেশ করে বড় হামলা চালিয়েছে ইউক্রেনের একটি নাশকতাকারী দল এমনটাই অভিযোগ জানিয়েছে দেশটি।বেলগোরোড অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ দাবি করেন, ইউক্রেনের একটি ট্যাংক রাশিয়ার সীমান্ত এলাকায় প্রবেশ করে হামলা চালিয়েছে। রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনী, বর্ডার সার্ভিস, ন্যাশনাল গার্ড এবং ফেডারেল সিকিউরিটি সার্ভিস শত্রুদের নির্মূলের জন্য কাজ করছে।তবে হামলার বিষয়টি অস্বীকার করেছে কিয়েভ। এ ঘটনায় রাশিয়ার সশস্ত্র বাহিনী জড়িত বলে অভিযোগ ইউক্রেনের। সামরিক গোয়েন্দা সূত্রের বরাতে ইউক্রেনের সংবাদমাধ্যম হ্রোমাদস্ক জানায়, রাশিয়ার নাগরিকদের সমন্বয়ে গঠিত দুটি সশস্ত্র রুশ বিরোধী দল, লিবার্টি অফ রাশিয়া লিজিয়ন এবং রাশিয়ান ভলান্টিয়ার কর্পস (আরভিসি) বেলগোরোড অঞ্চলে হামলার জন্য দায়ী। ইউক্রেনীয় সেনাবাহিনীর সাথে তাদের সম্পর্ক নেই। সূত্র: দেশ রুপান্তর
বিবিসির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের সমন জারি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তথ্যচিত্র বানানোয় বিবিসির বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলায় সোমবার সংবাদমাধ্যমটির বিরুদ্ধে সমন জারি করেছেন দিল্লি হাইকোর্ট।
এনডিটিভি জানায়, বিবিসির তথ্যচিত্র ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’কে ঘিরে গুজরাটভিত্তিক বেসরকারি সংস্থা ‘জাস্টিস অন ট্রায়াল’ বিবিসির বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করে। মামলাটির শুনানিতে দিল্লির হাইকোর্টে বলেছেন, বিবিসির তথ্যচিত্রে ভারত ও এর বিচার ব্যবস্থা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে জাতপাতের কলঙ্কলেপন এবং সুনাম ক্ষুণ্ন করেছে। এ কারণে বিবিসির বিরুদ্ধে নোটিশ দেয়া হয়েছে। বিচারপতি শচিন দত্ত বিবিসি (যুক্তরাজ্য) এবং বিবিসি (ভারত) উভয় কর্তৃপক্ষের বিরুদ্ধেেই সমন জারি করেন। সূত্র: দৈনিক বাংলা।
পাকিস্তানে আবার সেনা-শাসন, নাকি এবারই চূড়ান্ত মীমাংসা?
পাকিস্তান দ্বিখণ্ডিত হয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের আগে ১৯৭১ সালের ১লা মার্চ ঢাকায় যে রাজনৈতিক বিস্ফোরণ ঘটেছিল, তার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন সেসময়ের ১৯ বছর বয়সী তরুণ ইমরান খান। পাকিস্তান ক্রিকেট দলের হয়ে তিনি সেখানে খেলতে গিয়েছিলেন।গেল সপ্তাহে সাবেক প্রধানমন্ত্রী ইমরানের খানের গ্রেফতারকে ঘিরে পাকিস্তানের রাজনীতি যখন আবার টালমাটাল, তখন জামিনে মুক্তি পেয়ে সমর্থকদের উদ্দেশে তিনি প্রথম যে ভাষণ দেন, তাতে ১৯৭১ সালের মার্চের সেই দিনটির কথা স্মরণ করিয়ে দেন।“আমি আজ আপনাদের পূর্ব পাকিস্তানের কথা মনে করিয়ে দিতে চাই। মার্চ ১৯১ এ আমি পূর্ব পাকিস্তানে গিয়েছিলাম অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেলতে। আমার এখনো মনে আছে তাদের কী তীব্র ঘৃণা ছিল পাকিস্তানের প্রতি। আজ আমাদের মনে রাখা দরকার, পূর্ব পাকিস্তানের মানুষের সঙ্গে কী অত্যাচার হয়েছে। তাদের যে দল নির্বাচনে জিতেছিল, যার প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল, তার বিরুদ্ধে সেনাবাহিনী অভিযান চালালো।” পাকিস্তানের অগ্নিগর্ভ রাজনৈতিক পরিস্থিতিতে ইমরান খান এবং দেশটির সেনাবাহিনী এখন যেরকম মুখোমুখি অবস্থানে, তার সঙ্গে তৎকালীন পূর্ব পাকিস্তানের পরিস্থিতির তুলনা এই প্রথম নয়। মাত্র ছয় মাস আগে গত বছরের নভেম্বরে এক লং মার্চে নেতৃত্ব দেয়ার সময়ও ইমরান খান অনেকটা একই ভাষায় এই একই তুলনা করেছিলেন। সূত্র: বিবিসি বাংলা।
ঋণসীমা: সমাধান ছাড়াই শেষ বাইডেন-ম্যাককার্থি বৈঠক
যুক্তরাষ্ট্র সরকারের ঋণ গ্রহণের সীমা বাড়াতে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে রিপাবলিকান নেতা কেভিন ম্যাককার্থির বৈঠক কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে।তবে প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাককার্থি বলেছেন, এ বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব বলে তিনি বিশ্বাস করেন।আর দুই পক্ষের মতপার্থক্যের জায়গাগুলো স্বীকার করে নিয়েই প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, সরকারের খেলাপি হওয়ার কোনো সম্ভাবনা আর নেই। তবে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন আবারও সতর্ক করে বলেছেন, কংগ্রেস ঋণসীমা বাড়ানোর বিষয়ে একমত হতে না পারলে জুনের শুরুতেই খেলাপি হওয়ার ঝুঁকিতে পরতে পারে যুক্তরাষ্ট্র। বিবিসি লিখেছে,সরকার তার খরচ চালাতে কত অর্থ ধার করতে পারবে, তার একটি সীমা ঠিক করে দেয় যুক্তরাষ্ট্রের কংগ্রেস। এটাকেই বলে ঋণ সীমা। সূত্র: বিডি নিউজ