বিএনপির জন্মই আজন্মের পাপ: ডা. মুরাদ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, মে ২২, ২০২৩

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কতৃক আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ীতে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ মে) বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশার নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিলটি বের হয়।মিছিলটি পৌর এলাকার শিমলা বাজার, বাসস্ট্যান্ড, থানা মোড় হয়ে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ ডা: মুরাদ হাসান এমপি, জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ, আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন পাঠান,সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য খোরশেদ আলম ভিপি, সাবেক পৌর কাউন্সিলর কাঁলাচান পাল, উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সুমন চাকলাদার, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কেএম সোহেল রানা, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, মহিলা আওয়ামী লীগের সভাপতি জহুরা লতিফ, যুব মহিলা লীগের সভাপতি অনুপমা সুত্রধর প্রমুখ।

এসময় এমপি মুরাদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাত্তরের খুনি দালাল, রাজাকারদের বিচার করে বাংলাদেশকে স্বাধীনতার চেতনায় প্রতিষ্ঠিত করেছেন। স্বাধীনতার চেতনার প্রশ্নে, স্বাধীনতা বিরোধী রাজাকারদের প্রশ্নে, পাকিস্তানের দালাল বিএনপি জামাতের প্রশ্নে আওয়ামী লীগ আপসহীন যোদ্ধা। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ায় দুঃসাহস দেখিয়েছে।

রাজশাহী জেলা বিএনপির সভাপতি বেজন্মা পাকিস্তানের দালাল আবু সাঈদ চাঁদ তোর বুকের পাটা কত বড়, তোর কত হিম্মত, বুকে কত রক্ত আমি মুরাদ দেখতাম যদি ময়মনসিংহ, জামালপুর, সরিষাবাড়ী এসে বলতিস। এই বেজন্মা চাঁদকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দিতে হবে।

Nagad