আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
মঙ্গলবার আমাকে গ্রেপ্তারের ৮০ শতাংশ সম্ভাবনা আছে: ইমরান খান
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খান আবার গ্রেপ্তার হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। গতকাল রোববার একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। সাক্ষাৎকারে ইমরান খান বলেন, তিনি কাল মঙ্গলবার ইসলামাবাদের একটি আদালতে হাজির হবেন। এ সময় তাঁকে আবার গ্রেপ্তার করা হতে পারে। পিটিআইপ্রধান বলেন, ‘কাল আমি বিভিন্ন মামলায় জামিনের জন্য ইসলামাবাদের আদালতে হাজির হতে যাচ্ছি এবং আমাকে গ্রেপ্তার করার ৮০ শতাংশ সম্ভাবনা রয়েছে।’ইমরান খানের দাবি, পাকিস্তানের বর্তমান সরকার তাঁকে রাজনীতি থেকে সরিয়ে দিতে এসব কাজ করছে। পাকিস্তানের আসন্ন সাধারণ নির্বাচনে হেরে যাওয়ার ভয় থেকে সরকার এগুলো করছে।পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী তাঁর নেতৃত্বাধীন সরকার উৎখাতের জন্য দেশটির সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে দোষারোপ করেন। ইমরান খান বলেন, বাজওয়া কেন এই কাজ করেছিলেন, তা তিনি বুঝতে পারছেন না। সূত্র: প্রথম আলো


হিরোশিমায় জি-৭ অধিবেশন: জেলেনস্কির বক্তৃতায় যুদ্ধবিধ্বস্ত বাখমুতের কথা
জি-৭ সম্মেলনের শেষ দিন জয় করে নিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। অধিবেশনে অংশ নেওয়া দেশগুলো আবার জানিয়ে দিল, ইউক্রেনকে সবরকম সাহায্য করা হবে। ইউক্রেন জি-৭ এর অংশ না হয়েও যুদ্ধের কারণে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বাকি রাষ্ট্রপ্রধানদের মতো পোশাকে নয়, সামরিক শার্ট পরেই এদিনের অধিবেশনে অংশ নেন তিনি।হিরোশিমা মেমোরিয়াল প্রদর্শন করে সম্মেলনে যোগ দেন জেলেনস্কি। তিনি বলেন ‘ঐতিহাসিক হিরোশিমায় দাঁড়িয়ে যুদ্ধে সম্পূর্ণ ধসে যাওয়া বাখমুত শহরের কথা মনে পড়ছে। ওই শহরের মানুষের কথা মনে পড়ছে।’ আরো বলেন, বাখমুত শহরে আর একটি বাড়িও দাঁড়িয়ে নেই। পুরো শহরটি ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। হিরোশিমা মেমোরিয়াল মিউজিয়ামের ছবিগুলি দেখে বাখমুতের কথাই মনে পড়ছে। বিশ্বের কাছে আরো একবার সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। সকলের কাছে ইউক্রেনের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন। সূত্র: কালের কণ্ঠ
প্লাস্টিকের বোতল থেকে তৈরি জ্যাকেট পরে জি-৭ সম্মেলনে মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেকসইতার বার্তা দিতে জাপানের হিরোশিমায় অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনে পুনর্ব্যবহৃত উপাদান দিয়ে তৈরি একটি জ্যাকেট পরে হাজির হয়েছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রোববার হিরোশিমার শান্তি স্মারক সংগ্রহশালায় ওই জ্যাকেট পরে গিয়েছিলেন মোদি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেখানে পরমাণু বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র, সেখানেই এই স্মারক সংগ্রহালয় তৈরি করেছে জাপান সরকার। মোদি সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে মোদি তার বক্তৃতায় বলেন, ‘ভারতীয়দের একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহারের অভ্যাস দীর্ঘদিনের। এই অভ্যাস আমাদের মূল্যবোধ আর সংস্কৃতিতেও স্পষ্ট দেখা যায়। ভারত যে পথে পুনর্ব্যবহারের মাধ্যমে সবুজায়নের পথে এগোচ্ছে, যেভাবে শক্তি রূপান্তর করছে, তা আসলে আমাদের সেই ভারতীয় মূল্যবোধেরই প্রতিফলন।’ সূত্র: দৈনিক বাংলা।
কেন চালুর ৭ বছরের মাথায় ২,০০০ টাকার নোট বাতিলের ঘোষণা ভারতের?
গত শুক্রবার (১৯ মে) রিজার্ভ ব্যাংক অভ ইন্ডিয়া (আরবিআই) বাজার থেকে ২,০০০ টাকার নোট প্রত্যাহারের ঘোষণা করেছে। মাত্র সাত বছর আগে ছাপানো শুরু হয়েছিল এ নোট। খবর দ্য হিন্দুস্তান টাইমস-এর।’ক্লিন নোট পলিসি’র আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের শীর্ষ ব্যাংকটির মতে, এই পদক্ষেপে দেশটির মাত্র ১১ শতাংশ অর্থনীতির ওপর প্রভাব পড়বে।তবে ২,০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার পরিকল্পনা আগে থেকেই ছিল আরবিআই-এর। ২০১৮-১৯ অর্থবর্ষ থেকেই ২,০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দেওয়া হয়। এর আগে দেশটিতে অনেকবার এ নোট বাতিলের গুজবও রটেছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রাক্তন প্রিন্সিপাল সেক্রেটারি নৃপেন্দ্র মিশ্রের দাবি, ২০১৬ সালে ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের সময় ২,০০০ টাকার নোট আনতেই চাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।নৃপেন্দ্র মিশ্র বলেন, স্বল্পমেয়াদী পদক্ষেপ হিসেবে এই ২০০০ টাকার নোট ইস্যু করতে হয়েছিল মোদি সরকারকে।এদিকে এ পদক্ষেপকে ‘দানবিক সিদ্ধান্ত’ হিসেবে অভিহিত করে মোদি সরকারের সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
৯১ শতাংশ শিশুর অকাল মৃত্যুর জন্য দায়ী বায়ুদূষণ
শিশুদের ওজন কমছে ১৫.৬ শতাংশ। অকাল জন্মের হার ৩৫.৭ শতাংশ
ইউরোপীয় পরিবেশ সংস্থা প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, ইউরোপে প্রতি বছর ১ হাজার ২০০-এর বেশি শিশু এবং তরুণদের মৃত্যুর জন্য দায়ী বায়ুদূষণ। এটি পরবর্তী জীবনে রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করছে। আর বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে বাড়ছে তাপ, ঝড়, বন্যা, খরা, দাবানল ও বায়ুদূষণের পাশাপাশি খাদ্য নিরাপত্তাহীনতাও। যার প্রভাব পড়ছে নবজাতকদের ওপর। উচ্চ আয়ের দেশগুলো জলবায়ু পরিবর্তনে সবে থেকে অবদান রাখে। কিন্তু যারা এ সংকটে সব থেকে কম অবদান রাখে, তারাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। বায়ুদূষণের কারণে ৯১ শতাংশ শিশুর অকাল মৃত্যু হয় নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে। সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের একটি রিপোর্টে তেমনই দাবি করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের যৌথ উদ্যোগে করা গবেষণা প্রতিবেদনে জলবায়ু পরিবর্তনের অগণিত প্রভাব তুলে ধরা হয়েছে। প্রত্যক্ষ ও পরোক্ষ উভয়ই গর্ভধারণের ফলে মৃত প্রসব, অকাল প্রসব এবং গর্ভকালীন বয়সের জন্য ছোট। গবেষণায় বলা হয়, বায়ুদূষণের কারণে পানি ও খাদ্য বিষক্রিয়া গর্ভাবস্থাকে প্রভাবিত করে। প্রতিবেদনে পরামর্শ দেওয়া হয়েছে বিশেষভাবে ঝুঁকি কমাতে ও জলবায়ু জরুরি পরিস্থিতি মোকাবিলায় নীতি ও কর্মসূচিতে নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় আরও বিনিয়োগের প্রয়োজন। বায়ুদূষণে প্রতি বছর ৬০ লাখ শিশুর জন্ম সময়ের আগেই হয়ে যায় বলে অনুমান বিশেষজ্ঞদের। সূত্র: বিডি প্রতিদিন।
বাখমুত নিয়ে বাগাড়ম্বর
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কেন্দ্র হয়ে উঠেছিল লবণখনি সংলগ্ন শহর বাখমুত, রুশরা একে সোভিয়েত আমলের ‘আর্টিমোভস্ক’ নামেই ডাকে। পশ্চিমা ভাষ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহরটি চলমান যুদ্ধে কৌশলগতভাবে তেমন গুরুত্বপূর্ণ না হলেও এতদিন এই শহরের নিয়ন্ত্রণ ধরে রাখতে মাটি কামড়ে পড়েছিল ইউক্রেনীয় সেনারা। অন্যদিকে রাশিয়ার জন্য বাখমুত জয় ছিল সমর সক্ষমতা প্রমাণের লড়াই। বাখমুত ইউক্রেন-রাশিয়ার চেয়েও সবচেয়ে গুরুত্বপূর্ণ রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনারের কাছে। বিশেষ করে ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের জন্য বাখমুত জয় করা ছিল নিজেকে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের কাছে যোগ্য হিসেবে তুলে ধরার চ্যালেঞ্জ। শহরটির দখল পেতে রাশিয়ার নিয়মিত সেনাদের সহায়তা ছাড়া দীর্ঘ সময় কার্যত একাই লড়ে গেছেন দুর্ধর্ষ ওয়াগনার সেনারা। মাঝে মাঝেই বাখমুত লড়াইয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অসহযোগিতা, অস্ত্রের অভাবে ওয়াগনার প্রধানকে ক্রুদ্ধ প্রতিক্রিয়া প্রকাশ করতে দেখা গিয়েছে। তার এই ক্রোধকে পুঁজি করে পশ্চিমা গণমাধ্যম বারবার রাশিয়ার সমরাস্ত্র কমে আসছে এমন বার্তা প্রচার করে আসছিল। এমনকি গত সপ্তাহেও পশ্চিমা সংবাদমাধ্যমগুলো খবর প্রকাশ করেছিল বাখমুত থেকে পিছু হটছে পুতিনের বাহিনী। কিন্তু এক সপ্তাহ না পেরুতেই প্রকাশ্যে এলো বাখমুত যুদ্ধে ইউক্রেনের বিপর্যয়ের খবর। গত শনিবার ওয়াগনার ঘোষণা দেয় বাখমুত এখন পুরোপুরি শত্রুমুক্ত এবং রাশিয়ার দখলে। নিজের কয়েকজন সেনার সঙ্গে রাশিয়া ও ওয়াগনারের পতাকা হাতে দেওয়া এক ভিডিও বার্তায় সেনাদলটির প্রধান প্রিগোজিন ২২৪ দিনের লড়াইয়ে জয়ের ঘোষণা দিয়ে বলেন, ‘আজ (শনিবার) দুপুরে বাখমুতকে পুরোপুরি দখল করে নেওয়া হয়েছে। শহরের শেষ অংশে যেখানে ইউক্রেনীয় সৈন্যরা উঁচু দালানের মধ্যে আশ্রয় নিয়েছিল, তাও এখন রাশিয়ার দখলে।’ তবে এ জয়ের জন্য ওয়াগনারকে অন্তত ২০ হাজার সেনা হারাতে হয়েছে। তাই বাখমুত পুরোপুরি ‘দখলে’ নেওয়ায় সংশ্লিষ্টদের সাহসিকতার প্রশংসা করেছেন পুতিন, জানিয়েছেন অভিনন্দন, দীর্ঘ লড়াইয়ে ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহরটি নিয়ন্ত্রণে নেওয়া ব্যক্তিদের পুরস্কৃত করারও ঘোষণা দিয়েছেন তিনি। সূত্র: দেশ রুপান্তর
মাঝারি পিকআপ
ফোর্ড, জিএম ও টয়োটার প্রতিযোগিতা বাড়ছে
বাজারে মাঝারি আকারের পিকআপ ট্রাকগুলোর চাহিদা বাড়ছে। ক্রমবর্ধমান এ বাজার ধরার জন্য প্রতিযোগিতায় নেমেছে ফোর্ড, জেনারেল মোটরস ও টয়োটার মতো প্রতিষ্ঠানগুলো। বাজারে চাহিদাসম্পন্ন হওয়ায় উচ্চমূল্যে বিক্রি হলেও এ ধরনের যানবাহন থেকে আসা লভ্যাংশ সে অর্থে আশাব্যঞ্জক নয়। খবর সিএনবিসি।বিপরীতে ছোট আকারের পিকআপগুলোই এখন লাভজনক মডেলে পরিণত হয়েছে। মোটামুটি ৬০ হাজার ডলারের কিছু বেশি দামে বাজারে চলা এসব মডেল এখন বিএমডব্লিউ ও ক্যাডিলাকের মতো বিলাসবহুল গাড়িগুলোর সঙ্গে সমানতালে বিক্রি হচ্ছে। তবে বাজারে এ ধরনের গাড়ির তুলনায় মাঝারি আকারের পিকআপের চাহিদা বেশি। অ্যাডমন্ডস অটো রিসার্চ ফার্মের অভ্যন্তরীণ নির্বাহী পরিচালক জেসিকা ক্যাল্ডওয়েল বলছেন, ‘শুধু স্বল্প বাজেটের লোকদের জন্যই মাঝারি পিকআপ ট্রাকগুলোর চাহিদা বাড়ছে না। বরং আগে থেকেই মানুষ মাঝারি আকারের গাড়ির প্রতি আগ্রহী। এ ধরনের ট্রাকের আরো একটি বড় সুবিধা হলো নতুন নতুন ফিচারের পাশাপাশি এগুলো দিন দিন দেখতে আরো আকর্ষণীয় হয়ে উঠছে।’ মাঝারি আকারের পিকআপ ট্রাকগুলো মূলত তাদের বড় ট্রাকগুলো, যেমন ফোর্ড এফ-১৫০, শেভ্রোলেট সিলভেরাডো ও টয়োটা তুন্দ্রার মতো মডেলগুলোকে অনুসরণ করেই তৈরি হচ্ছে। সূত্র: বণিক বার্তা।
বাখমুট দখল করতে পারেনি রাশিয়া- জোর দাবি জেলেনস্কির
ইউক্রেনের শহর বাখমুট রাশিয়া সমর্থিত ভাড়াটে সৈন্যরা এখনো দখল করতে পারেনি বলে জোর গলায় দাবি করেছেন প্রেসিডেন্ট ভলোদামির জেলেনস্কি। এর আগে রাশিয়ার ভাড়াটে আধাসামরিক বাহিনী ওয়াগনার গ্রুপ দাবি করেছিল যে, তারা বাখমুট শহর দখল করে নিয়েছে।দলটির কমান্ডার ইয়েভগেনি প্রিগোঝিন বাখমুট দখলের দাবি করলেও ইউক্রেনের সামরিক সূত্রগুলো বিবিসিকে জানিয়েছে, এখনো শহরের উপকণ্ঠে বেশ কিছু ভবন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে জাপানে জি-সেভেন সম্মেলনে হিরোশিমা শহর সফরের সময় একটি সংবাদ সম্মেলনে মি. জেলেনস্কি বলেছেন, গত অগাস্ট মাসের পর থেকে কোন শহর দখলের জন্য সবচেয়ে দীর্ঘসময় ধরে চলা আর রক্তক্ষয়ী এই লড়াইয়ের পরেও ‘এখন পর্যন্ত শহরটি রাশিয়া দখল করতে পারেনি।‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আণবিক বোমা হামলার শিকার হিরোশিমা শহরের সঙ্গে বাখমুটকে তুলনা করে মি. জেলেনস্কি প্রতিশ্রুতি দিয়েছেন, হিরোশিমার মতো করেই তার দেশ পুনর্গঠন করা হবে।এর আগে মি. জেলেনস্কি মন্তব্যের কারণে বাখমুটের নিয়ন্ত্রণ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। তিনি বলেছিলেন, “বাখমুট আজ শুধুমাত্র আমাদের হৃদয়ে রয়েছে।” সূত্র: বিবিস বাংলা।
‘ছাড়ি-ছাড়ি’ করেই অভিনয়ে কেইট ব্ল্যানচেট
এই অভিনেত্রী বলছেন, ক্যারিয়ারে বারবারই তিনি অভিনয় ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন।
অস্কার জিতেছেন দুবার, চার বার করে জিতেছেন ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড ও গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড; সেই কেইট ব্ল্যানচেটের কি না অভিনয়ে আগ্রহ নেই! কান চলচ্চিত্র উৎসবে গিয়ে অস্ট্রেলিয়ান এই অভিনেত্রী জানালেন, ক্যারিয়ারে তিনি বারবারই অভিনয় ছেড়ে দেওয়ার কথা ভাবছিলেন।ভ্যারাইটির চিফ করেসপন্ডেন্ট এলিজাবেথ ওয়াগমিস্টারের সঙ্গে কথোপকথনে অভিনয় থেকে দূরে সরার ইচ্ছার কথা এই অভিনেত্রী প্রকাশ করেন বলে সিএনএন জানিয়েছে।অভিনেত্রীর ভাষ্যে, “আমি আমার পুরো পেশাগত জীবনে অভিনয় থেকে সরে আসার চেষ্টা করছি।”শুক্রবার কান উৎসবে ব্ল্যানচেট অভিনীত ও প্রযোজিত নতুন সিনেমা ‘দ্য নিউ বয়’র প্রিমিয়ার হয়। সূত্র: বিডি নিউজ
কৃত্রিম পা নিয়েই এভারেস্ট জয়
কথায় আছে, ইচ্ছা থাকলেই উপায় হয়। আর এবার তা আবারও প্রমাণ হলো। ইচ্ছার জোরে কৃত্রিম পা নিয়েই এভারেস্টের জয় করলেন নেপালের হরি বুধামাগর। নেপাল প্রশাসন জানিয়েছে, শুক্রবার বিকেলের দিকে এভারেস্ট জয় করেছেন হরি।দুই পা নেই হরির। এমন শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে পৃথিবীর সর্বোচ্চ শিখর ছোঁয়ার রেকর্ড পর্বতারোহণের ইতিহাসে প্রথম বলে মনে করছে নেপাল।৪৩ বছরের হরি ব্রিটিশ-গোর্খা বাহিনীর সাবেক সেনা সদস্য। ২০১০ সালে আফগানিস্তানে যুদ্ধে দুই পা হারিয়েছেন তিনি। এরপর লাগানো হয় কৃত্রিম পা। এভারেস্ট জয় করা হরির বহু দিনের স্বপ্ন। যুদ্ধে দুই পা হারিয়ে এক সময় ধাক্কা খেয়েছিল সেই স্বপ্ন। পরে কৃত্রিম পা নিয়েই তা সত্যি করার কথা ভেবেছেন তিনি। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় পর্বতারোহণ সংক্রান্ত একটি আইন। ২০১৭ সালে চালু হওয়া ওই আইনে বলা হয়, অন্ধ, পা নেই এমন কেউ বা একা কেউ পর্বতারোহণ করতে পারবেন না। এভারেস্টের ক্ষেত্রেও জারি হয় সেই নিয়ম। তবে শেষ পর্যন্ত হার মানেননি তিনি। আইনের দরজার শুরু হয় নতুন লড়াই। সেই আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পাল্টা আবেদন জানান হরি ও অন্যান্যরা। সূত্র: বাংলানিউজ