ঢাকায় আসছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষক মার্টিনেজ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, মে ২১, ২০২৩

বাংলাদেশে আসতে আগ্রহ দেখিয়েছেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। তিনি নিজ আগ্রহে এ দেশে আসার ইচ্ছে পোষণ করেছেন তিনি। অ্যাস্টন ভিলাতে খেলা এই গোলরক্ষক ২০২২ বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস বিজয়ী এবং ফিফার বর্ষসেরা গোলরক্ষক ৩ জুলাই ঢাকায় আসতে পারেন।

কলকাতার গণমাধ্যমে এসেছে, ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত মার্টিনেজের এই সফরের বিষয়টি দেখভাল করছেন। তিনি জানিয়েছেন, মার্টিনেজ ৩ জুলাই বাংলাদেশে আসবেন। তবে এখানে এসে তিনি কোনও অনুষ্ঠানে অংশ নেবেন কি না, তা জানা যায়নি।

মূলত মার্টিনেজের সফরটা ছিল কলকাতাতেই। তবে নিজ আগ্রহে ঢাকায় আসার ইচ্ছে পোষণ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক। আগামী ৪ ও ৫ জুলাই কলকাতা সফর করবেন মার্টিনেজ। সূত্র: দেশ রুপান্তর, জাগো নিউজ