আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, মে ২১, ২০২৩

গাজীপুর সিটি নির্বাচন
যতই মারামারি করুক, আমি মাঠ ছাড়ব না: জায়েদা খাতুন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়রপ্রার্থী জায়েদা খাতুন বলেছেন, ‘যতই মারামারি করুক, আমি মাঠ ছাড়ব না। আজমত উল্লা (আওয়ামী লীগ–মনোনীত প্রার্থী) তো পুরান লিডার (নেতা), আমি তো নতুন। উনি একটা দল করেন; আর আমি এককভাবে নির্বাচন করি। আমার প্রতি এত অত্যাচার কেন? এ অত্যাচারের কি বিচার হবে না?’ গতকাল শনিবার রাত ১১টার দিকে গাজীপুরের ছয়দানা এলাকায় নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে জায়েদা খাতুন এসব কথা বলেন। গতকাল বিকেলে টঙ্গী পূর্ব বউবাজার এলাকায় জায়েদা খাতুনের গণসংযোগে হামলা চালিয়ে গাড়ি ভাঙচুরের অভিযোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে তাঁর ছেলে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।৫৭টি ওয়ার্ডে গেলে সবাই ভোট দিতে চায়। কিন্তু টঙ্গীতে গেলেই হামলা করে। যে কয় দিন গেছি, হামলা হয়েছে। দুদিক দিয়ে হামলা করে, পিডাপিডি করে।
জায়েদা খাতুন, স্বতন্ত্র মেয়র প্রার্থী, গাজীপুর সিটি নির্বাচনসংবাদ সম্মেলনে জায়েদা খাতুন বলেন, ‘আমার ভোটটা আমি ঠিকমতো কীভাবে পাব? আমি তো এখনই বুঝতাছি, ভোট ঠিকমতো পাব না। আপনারা দোয়া করেন, আমি যেন ২৫ তারিখ পর্যন্ত সুস্থ থাকি। আমি ২৫ তারিখ পর্যন্ত ভোটের আশায় থাকব।’ সূত্র: প্রথম আলো

ঢাকা ছাড়ল প্রথম হজ ফ্লাইট

চলতি বছরের প্রথম হজ ফ্লাইট শনিবার দিনগত রাত ৩টা ৩৫ মিনিটে (২১ মে) সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।জানা গেছে, বিমানের একটি ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। সৌদি আরবের স্থানীয় সময় রবিবার সকাল সাড়ে ৭টায় ফ্লাইটটি জেদ্দায় পৌঁছানোর কথা রয়েছে।এর আগে, রাত সাড়ে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কনকোর্সে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হজ ফ্লাইট-২০২৩-এর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। বিশেষ অতিথি ছিলেন ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান। উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, সৌদি দূতাবাস, হাব-সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। গত শুক্রবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্র: দেশ রুপান্তর

ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু পাঁচ গুণ বেড়েছে

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে ডেঙ্গু রোগী ও এতে মৃত্যুর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় পাঁচ গুণ বেড়েছে। গত পাঁচ মাসে সারা দেশে এক হাজার ৪১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আক্রান্তদের মধ্যে ১২ জন মারা গেছে।গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত উপাত্ত থেকে এ তথ্য জানা গেছে।অধিদপ্তর ২০১৯ সাল থেকে ডেঙ্গুর তথ্য নিয়মিত প্রকাশ করে আসছে। প্রতিবেদনে ওই সময় থেকে গতকাল পর্যন্ত তথ্য তুলে ধরা হয়।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গতকাল সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে কারো মৃত্যু হয়নি।বর্তমানে সারা দেশে বিভিন্ন হাসপাতালে ১৬২ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকায় ভর্তি ১৪২ জন, ঢাকার বাইরে ২০ জন। ২০২২ সালের প্রথম পাঁচ মাসে দেশে ডেঙ্গু আক্রান্ত রোগী ছিল ৩৫২ জন। কেউ মারা যায়নি। সূত্র: কালের কন্ঠ

Nagad

মোবাইল ফোন উৎপাদনে বসছে ভ্যাট, বাড়ছে সংযোজনে
স্থানীয় শিল্পের মধ্যে যেসব শিল্পের সক্ষমতা বেড়েছে, সেসব ক্ষেত্রে দেওয়া কর সুবিধা কমানোর অংশ হিসেবে মোবাইল ফোন উৎপাদন পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট বসানোর পরিকল্পনা করেছে জাতীয় রাজস্ব বোর্ড। একই সঙ্গে মোবাইল ফোন সংযোজনে (অ্যাসেমব্লিং) ভ্যাটের হার বাড়িয়ে ৫ থেকে ১০ শতাংশ করা হতে পারে আসন্ন বাজেটে।বর্তমানে মোবাইল হ্যান্ডসেটের সংযোজন পর্যায়ে ৩ থেকে ৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য রয়েছে। এ ছাড়া চলতি অর্থবছরের বাজেটে মোবাইল হ্যান্ডসেট বিক্রি বা বাণিজ্যিক পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। এর জেরে খুচরা পর্যায়ে মোবাইলের দাম বেড়ে যায়। নতুন করে উৎপাদন পর্যায়ে ভ্যাট আরোপ করা হতে পারে। ফেয়ার গ্রুপের (বাংলাদেশে স্যামসাংয়ের ডিস্ট্রিবিউটর ও উৎপাদক) চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মোহাম্মদ মেসবাহ উদ্দিন সমকালকে বলেন, কাঁচামালের দাম বাড়ার পাশাপাশি ডলারের অবমূল্যায়নের কারণে সাম্প্রতিক সময়ে আমদানি ব্যয় অনেক বেড়ে গেছে। বৈশ্বিক সংকটের মধ্যেই গত জুলাই থেকে বাংলাদেশ সরকার মোবাইল ফোনের ওপর ব্যবসায়িক পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট বসিয়েছে। এসব কারণে দেশে উৎপাদিত বা সংযোজন করা মোবাইল হ্যান্ডসেটের দাম অনেক বেড়েছে। তাই মোবাইল বিক্রি কমে গেছে। একই সঙ্গে বাজারে প্রচুর অবৈধ হ্যান্ডসেট ঢুকেছে। সূত্র: সমকাল

আমাদের শিক্ষার্থীরা অনেক মেধাবী
দীপু মনি, শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের শিক্ষার্থীরা অনেক মেধাবী। উচ্চশিক্ষাসহ আমরা শিক্ষার প্রতিটি ক্ষেত্রে গুণগতমান অর্জন করতে চাই। চাঁদপুরের এ বিশ^বিদ্যালয়টি যেন কংক্রিটের বিল্ডিংয়ের মধ্যে সীমাবদ্ধ না থাকে। তবে আমরা আশা করছি চতুর্থ শিল্প বিপ্লবে এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়গুলো অগ্রণী ভূমিকা পালন করবে। পৃথিবীতে এখন প্রতিযোগিতার চাইতে সহযোগিতার বিষয়ের ওপর জোর দেওয়া হচ্ছে অনেক বেশি। গতকাল চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনারা যা শিখবেন, তা যেন প্রয়োগ করতে শিখেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে এসে আপনারা যখন এই শিক্ষা শেষ করে বেরিয়ে যাবেন, তখন আপনারা কর্মের যে জগৎ সেটি উদ্যোক্তা কিংবা চাকরিজীবী হিসেবে প্রবেশ করুন না কেন, তার জন্য আপনি তৈরি কিনা। আর বিশ^বিদ্যালয়ের কৃতিত্ব সেখানেই থাকবে, যদি বিশ^বিদ্যালয় আপনাকে উদ্যোক্তা এবং সফল পেশাজীবী হিসেবে তৈরি করে দিতে পারে। আর এ জন্য বিশ^বিদ্যালয়কে গতানুগতিক পাঠদান ও কারিকুলাম থেকে বেরিয়ে এসে আমরা যে চতুর্থ শিল্প বিপ্লবের কথা বলছি, তার উপযোগী করে পাঠদান ও প্রশিক্ষণ দিতে হবে। আমাদের শিক্ষার্থীরা যাতে সহযোগিতার মধ্য দিয়ে শিখতে পারে, সে সুযোগ করে দিতে হবে। এখন শিক্ষার পদ্ধতিটাই ভিন্ন করা হয়েছে; অর্থাৎ অভিজ্ঞতা বিনিময় ও করে করে শিখন এবং তা প্রয়োগ করতে শেখা। সূত্র: আমাদের সময়।

ভয়ংকর অপহরণ বাণিজ্য
টেকনাফে ১০ সশস্ত্র গ্রুপ ♦ ছয় মাসে ৬২ জন অপহরণ

টেকনাফের পুরান পল্লানপাড়া পাহাড়। এ ছাড়া বাহারছড়া, জাহাজপুরা, হ্নীলা, রঙ্গীখালী ও হোয়াইক্যং এলাকায় রয়েছে ছোটবড় অসংখ্য পাহাড়। সবুজ শান্ত স্নিগ্ধ মনে হলেও শান্তি নেই এ জনপদে। আছে ভয় আর আতঙ্ক। পাহাড়ঘেঁষে রয়েছে অসংখ্য গ্রাম। গ্রামগুলোর মানুষ দিনের আলোয় চলাচল করলেও রাতে সবাই থাকে একসঙ্গে। কারণ পাহাড়ে আছে সশস্ত্র ১০ গ্রুপ। যারা অস্ত্রের মুখে তুলে নিয়ে যাচ্ছে সাধারণ মানুষকে। মুক্তিপণ আদায় করে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে। যারা মুক্তিপণ দিতে পারছে না, তাদের হত্যা করে ফেলে রাখা হচ্ছে পাহাড়ের পাদদেশে। কারও লাশ কখনই খুঁজে পাওয়া যায় না। গত ছয় মাসে এভাবেই ৬২ জন অপহরণের শিকার হয়েছেন; যার অধিকাংশই মুক্তিপণের টাকা দিয়ে নিজগৃহে ফিরেছেন। রোহিঙ্গা এসব দুর্বৃত্তের কারণে নৈসর্গিক সুন্দর টেকনাফের সবুজ পাহাড়গুলো এখন ভয়ংকর। এ পাহাড়গুলো এখন অপহরণ বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সরেজমিনে জানা গেছে, টেকনাফের পুরান পল্লানপাড়া পাহাড়ের কয়েক হাজার একর জমি দখল করে রামরাজত্ব কায়েম করেছে হাকিম ডাকাত গ্রুপ। ধরে নিয়ে মুক্তিপণ আদায়, অস্ত্র প্রশিক্ষণসহ এমন কোনো অপরাধ নেই যা সে করে না। হাকিম ডাকাতের রয়েছে নিজস্ব অস্ত্রধারী চৌকশ ফোর্স। সৃষ্টি করেছে নিজস্ব বাহিনী, ট্যাক্স আদায়কারী ও সমন্বয়ক। পাহাড়ের এই রাজার কাছে অনেকটা ‘অসহায়’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার কারণে এলাকাছাড়া হয়েছে শত শত পরিবার। ঝরেছে অনেক তাজা প্রাণ। গোয়েন্দা সূত্রগুলো জানান, পাহাড়গুলোয় ১০টি দুর্বৃত্ত দল বর্তমানে সক্রিয়। আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসাসহ তিনটি সন্ত্রাসী গ্রুপ এবং সাতটি ডাকাত দল সক্রিয় রয়েছে। এর মধ্যে বেশির ভাগ পাহাড়ের ওপর রয়েছে আরসার নিয়ন্ত্রণ। পল্লানপাড়ার পাহাড় আরসার সাংগঠনিক কার্যক্রম, প্রশিক্ষণ, মাদক চোরাচালান নিয়ন্ত্রণ ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। পাহাড়ে সক্রিয় আরসা, আরএসও এবং মাস্টার মুন্না দল; এ ছাড়া আছে ইসলামী মাহাজ, জাবু ডাকাত দল, চাকমা ডাকাত দল, নবী হোসেন ডাকাত দল, পুতিয়া ডাকাত দল, সালমান শাহ ডাকাত দল, খালেক ডাকাত দল। কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফে গত ছয় মাসে মুক্তিপণের জন্য অপহরণ করা হয়েছে অন্তত ৬২ জনকে। টেকনাফের তিনটি ইউনিয়ন হ্নীলা, হোয়াইক্যং ও বাহারছড়ায় মূলত এসব অপহরণের ঘটনা ঘটছে। এসব এলাকায় গত এক বছরে মাদকের চালান জব্দের ঘটনা কয়েক গুণ বেড়েছে। সূত্র: বিডি প্রতিদিন।

প্রথম ফ্লাইটে সৌদি গেলেন ৪১৫ হজযাত্রী

চারশর বেশি যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে।বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, ৪১৫ জন হজযাত্রীকে নিয়ে রোববার ভোর ৩টা ২০ মিনিটে ফ্লাইট বিজি৩০০১ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।ফ্লাইটটি জেদ্দায় পৌঁছাবে সৌদি আরবের স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায়। এরপরে সকাল ৭টায় আরও একটি ডেডিকেটেড হজ ফ্লাইট ঢাকা ছেড়েছে। সকাল সাড়ে ১০টা, দুপুর ২টা ২০ এবং রাত ১০টা ৫০ মিনিটে বিমানের আরো তিনটি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে। র আগে রোববার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এবং ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসান অতিথি হয়ে এসেছিলেন সেখানে। সূত্র: বিডি নিউজ

সংবাদপত্র: ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু বৃদ্ধি, বিএনপির সমাবেশে সংঘর্ষ – গ্রেফতার

ডেঙ্গু সংক্রমন পরিস্থিতি নিয়ে কালের কণ্ঠের প্রধান শিরোনা, “গত বছরের তুলনায় ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু বেড়েছে পাঁচ গুণ”। প্রতিবেদনে বলা হচ্ছে, চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে ডেঙ্গু রোগী ও এতে মৃত্যুর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় পাঁচ গুণ বেড়েছে। হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের ৬১.৮ শতাংশই ঢাকা দক্ষিণের বাসিন্দা, বিশেষ করে যাত্রাবাড়ীতে ডেঙ্গু রোগী সবচেয়ে বেশি।স্বাস্থ্য বিশেষজ্ঞরা গত বছরের ডেঙ্গু পরিস্থিতির সঙ্গে চলতি বছরের পাঁচ মাসের পরিস্থিতি তুলনা করে বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে এখনই কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি খারাপ হতে পারে।বিশেষ করে জুন থেকে অক্টোবরে পরিস্থিতি আরো খারাপ হবে। তাই জরুরি ভিত্তিতে এডিস মশা নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে হবে।ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, “BNP’S Protest Programme: Police, AL men foil rallies in 3 districts”। খবরে বলা হচ্ছে, দেশব্যাপী সরকারবিরোধী বিক্ষোভের অংশ হিসেবে শনিবার ২১টি সাংগঠনিক জেলায় সমাবেশ করেছে বিএনপি। সূত্র: বিবিসি

অস্ত্রোপচারের পর যমজ নবজাতক উধাও নিয়ে ধুম্রজাল, তদন্তে পুলিশ

রাজশাহীর লক্ষ্মীপুরে একটি বেসরকারি হাসপাতাল থেকে যমজ নবজাতক চুরির অভিযোগ উঠেছে। তবে চিকিৎসকের দাবি, অস্ত্রোপচার করতে আসা ওই রোগীর পেটে কোনো বাচ্চাই ছিল না।এ নিয়ে দুই দিন ধরে তোলপাড় চলছে গোটা রাজশাহীতে। তবে ঘটনাটি এখনো খোলসা না হওয়ায় ধুম্রজালের সৃষ্টি হয়েছে। থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর ঘটনার প্রকৃত রহস্য উন্মোচনে তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ বলছে, তদন্ত শেষ হলেই ঘটনার সত্যতা সবার সামনে বেরিয়ে আসবে।জানা গেছে, রাজশাহী নগরীর সাধুর মোড় এলাকার বাসিন্দা প্রবাসী মো. পিয়াসের স্ত্রী সৈয়দা তামান্না আখতার। গত ১৮ মে দুপুরে এই নারীর প্রসব বেদনা ওঠে। নয় মাসের গর্ভবতী তামান্নাকে এ সময় তার স্বজনরা নগরীর বেসরকারি রয়েল হাসপাতালে নিয়ে যান। সেখানে ভর্তি করার পর বিকেল সোয়া ৩টার দিকে তড়িঘড়ি করে তামান্নাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। পরে সন্ধ্যায় চিকিৎসকরা তার স্বজনদের জানান, তামান্নার পেটে কোনো বাচ্চা নেই! এ কথা শুনে প্রসূতির স্বজনদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তারা হট্টগোল শুরু করেন। তাদের দাবি, তামান্নার যমজ সন্তান চুরি হয়েছে। কারণ তামান্না আখতার গর্ভধারণের পর থেকেই গাইনী চিকিৎসকের পরামর্শে চলতেন। ওই চিকিৎসক তামান্নাকে জানিয়েছিলেন, তার পেটে যমজ শিশু আছে। তাই হঠাৎ প্রসব বেদনা উঠলে তাকে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সূত্র: বাংলানিউজ

৩০টি মিটারগেজ লোকোমোটিভ কিনছে রেল

বাংলাদেশ রেলওয়ে ৭০টি মিটারগেজ লোকোমোটিভ (ইঞ্জিন) কেনার জন্য ২০১১ সালে একটি প্রকল্প নিয়েছিল। সহজ শর্তে ঋণ না পাওয়ায় বাতিলও হয়ে যায় সেই প্রকল্পটি। বর্তমানে চলাচল করা বেশির ভাগ লোকোমোটিভেরই নির্ধারিত আয়ুষ্কাল শেষ। মিটারগেজ লোকোমোটিভ সংকট কাটাতে এবার ৩০টি মিটারগেজ লোকোমোটিভ কেনার পরিকল্পনা করছে রেলওয়ে। এজন্য প্রাথমিকভাবে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ২ হাজার ২৪৭ কোটি টাকা।  লক্ষ্যে ৩০টি মিটারগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহ শীর্ষক একটি প্রকল্পের প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাব (পিডিপিপি) তৈরি করা হয়েছে। চলতি মাসের মাঝামাঝি সময়ে প্রস্তাবিত এই পিডিপিপির ওপর প্রকল্প পরীক্ষণ কমিটির সভাও হয়েছে বলে জানা গেছে।

নতুন লোকোমোটিভ কেনার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. কামরুল আহসান দৈনিক বাংলাকে বলেন, ‘আমাদের মিটারগেজ লোকোমোটিভ কিছু লাগবে, সেটা কেনার পরিকল্পনাও করা হচ্ছে। লোকোমোটিভ কেনার জন্য আমরা একটা (পিডিপিপি) করছি। খুব শিগগির সেটি প্ল্যানিং (পরিকল্পনা) কমিশনে চলে যাবে। তবে লোকমোটিভ কেনার অর্থায়ন পাওয়ার একটা বিষয় থাকে। ফলে সব বিষয় বিবেচনায় নিয়ে আমরা এগোচ্ছি।’  সূত্র: দৈনিক বাংলা।