নোবেল মাদকের শক্ত সিন্ডিকেটের কবলে পড়েছে: সাবেক স্ত্রী সালসাবিল

নিজস্ব প্রতিবেদকনিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, মে ২০, ২০২৩

ছবি- সংগৃহীত

তরুণ সংগীতশিল্পী মঈনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ। রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা প্রতারণা একটি মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

নোবেলকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর ডিবি কার্যালয়ে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন নোবেলের সাবেক স্ত্রী সালসাবিলও।

ডিবি কার্যালয়ে থেকে বের হয়ে গণমাধ্যমে সালসাবিল বলেন, আমি যখন নোবেলের সাথে সংসার শুরু করি, তখন সে ভীষণ ভালো একজন মানুষ ছিলেন। কিন্তু হুট করে একটি চক্রের মধ্যে পড়ে নেশায় আসক্ত হয়ে পড়ে সে। এতে নোবেলের আচার-আচরণে ব্যাপক পরিবর্তন আসে। অন্য এক নোবেলে পরিবর্তন হয় সে। এখন পর্যন্ত যত সমালোচিত কাজ নোবেল করেছে তার সবই নেশাগ্রস্ত হওয়ার পর।

গায়কের সাবেক স্ত্রী আরও বলেন, নোবেলের নেশা গ্রহণের মাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ায়, একটা সময় সে আমাকে প্রতি রাতেই মারধর করত। আমি একদিন ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসেও আমাকে মারতে দেখেন। পরে তারা নোবেলের কাছে মারধরের কারণে জানতে চাইলে জবাবে নোবেল বলেন, আমার মাথা ঠিক থাকে না, তাই আমি মারি। এই কারণে গুলশান থানায় জিডিও করেন তিনি।

সালসাবিল বলেন, নোবেলের এবং আমার পরিবার মিলে বহুবার চেষ্টা করেছি নোবেলকে সঠিক পথে ফিরিয়ে আনতে, কিন্তু পারিনি। আমাদের সব চেষ্টাই বিফলে গেছে। সে মাদকের শক্ত একটা সিন্ডিকেটের কবলে পড়ে গেছে। নোবেল ইচ্ছে করলেও যারা তাকে মাদক সরবরাহ করেন, তারা তাকে ছাড়তে দেবে না।

এদিকে, প্রতারণা মামলায় গ্রেপ্তারের পর গায়ক মাইনুল আহসান নোবেলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (২০ মে) বেলা সাড়ে ৪টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে তিন দিনের রিমান্ডে নিতে আবেদন করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অন্যদিকে, তার আইনজীবী জামিন আবেদন করেন।

Nagad

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীর এই রিমান্ড মঞ্জুর করেন। সিএমএম আদালতের হাজতখানার ইনচার্জ শহিদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে অনুষ্ঠানে না গিয়ে ১ লাখ ৭২ হাজার টাকা নেওয়ার অভিযোগে নোবেলের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় মামলা তাকে গ্রেপ্তার করে ডিবি। গায়ক নোবেলকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

উল্লেখ্য, গত ১৬ মে রাজধানীর মতিঝিল থানায় শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রতিনিধি মো: সাফায়েত ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। পর দিন (১৭ মে) আদালত এই মামলার এজাহার গ্রহণ করে আগামী ০৯ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

সারাদিন/২০ মে/এমবি