কর্ণাটকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সিদ্দারামাইয়া
ভারতের কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভারতের কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। একই সাথে উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাজ্য কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমার।
স্থানীয় সময় শনিবার (২০ মে) দুপুরে বেঙ্গালুরুর কান্তিরভা স্টেডিয়ামে ব্যাপক আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শেষে তারা শপথ নেন।


ভারতীয় সংবাদমাধ্যম ‘এনডিটিভি’র এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শপথ অনুষ্ঠানে অন্তত ১৫ হাজার সমর্থক হাজির হয়েছিল। এতে এম কে স্টালিন, ডি রাজা, নীতীশ কুমার, মেহবুবা মুফতি, শরদ পাওয়ার, ফারুক আবদুল্লাহ ও কমল হাসান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কংগ্রেসের সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধী, তার বোন প্রিয়াঙ্কা গান্ধী।
বিজেপির বিরুদ্ধে বিরোধী দলগুলোর ঐক্য দেখানোর অংশ হিসেবে তারা অনুষ্ঠানে অংশ নেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
গত ১০ মে বিধানসভা নির্বাচনে ২২৪ আসনের মধ্যে ১৩৫টি আসন পেয়েছে কংগ্রেস। সেই সাথে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে আসে তারা। অন্যদিকে মাত্র ৬৬ আসন পেয়েছে ক্ষমতাসীন নরেন্দ্র মোদির দল বিজেপি।
সারাদিন/২০ মে/এমবি