ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকামুখী ট্রেন চলাচল স্বাভাবিক

ছবি- সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিকল হওয়া তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন মেরামতের পর আবারও ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-ময়মনসিংহের রেলপথের আশুগঞ্জ উপজেলার আপলাইনে নাওঘাট এলাকায় ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনা ঘটে। এরপর ইঞ্জিন বিকলের প্রায় দুই ঘণ্টা পর আজ বিকেল সাড়ে ৪টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ইঞ্জিন বিকলের কারণে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-ময়মনসিংহের আপলাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ ছিল। ওই দুই ঘণ্টা চট্টগ্রাম ও সিলেটমুখী ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল করেছে। সাড়ে ৪টার পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সারাদিন/১৮ মে/এমবি