ট্রেনে ছোঁড়া ঢিলে চোখ হারাতে বসেছেন চাকরিপ্রত্যাশী রবিউল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, মে ১৮, ২০২৩

ছবি- সংগৃহীত

চাকরির পরীক্ষা দিতে ঢাকায় আসার পথে ট্রেনে ছোড়া ঢিলের আঘাতে ডান চোখ হারাতে বসেছেন চাকরিপ্রত্যাশী এক তরুণ। ওই তরুণের নাম রবিউল ইসলাম (২৩)।

বুধবার (১৭ মে) রাতে ট্রেনে ঢাকায় আসার পথে ঢিলের আঘাত লাগে তার ডান চোখে। এরপর থেকে সেই চোখে আর কিছুই দেখতে পাচ্ছেন না রবিউল।

জানা গেছে, নাটোরের বাগাতিপাড়া থেকে চাকরির পরীক্ষা দিতে ‘পদ্মা এক্সপ্রেস’ ট্রেনে ঢাকায় আসার পথে দুর্ঘটনার শিকার হন ২৩ বছর বয়সী ওই তরুণ। এক বন্ধুর সাথে ঢাকায় আসছিলেন কৃষক পরিবারের সন্তান রবিউল। বুধবার (১৭ মে) রাতে ট্রেনটি টঙ্গী স্টেশন ছেড়ে তুরাগ সেতুতে ওঠার আগে বাইরে থেকে ছুটে আসা একটি পাথর এসে লাগে তার ডান চোখে। ট্রেনের মধ্যেই চিৎকার দিয়ে জ্ঞান হারান তিনি।

রেলওয়ে পুলিশের বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ এসআই আলী আকবর বলেন, রাত সাড়ে ১০টার দিকে ট্রেনটি টঙ্গী স্টেশন ছেড়ে তুরাগ ব্রিজে ওঠার আগে বাইরে থেকে কেউ পাথর ছুড়ে মারে। পাথরটি রবিউলের চোখে লাগার পর সে অচেতন হয়ে পড়ে। বিমানবন্দর স্টেশনে আনার পর তাকে চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানো হয়। ট্রেন থেকে নামার পর সে চোখে কিছুই দেখছিল না।

এই ঘটনা জেনে তুরাগ ব্রিজ এলাকায় গিয়ে কাউকে শনাক্ত করতে পারিনি বলে জানান বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস গণমাধ্যমকে জানান, বর্তমানে রবিউল ইসলামকে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় তার থানায় একটি জিডি হয়েছে বলে জানান রেলওয়ে থানার ওসি।

Nagad

সারাদিন/১৮ মে/এমবি