আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২৩

উড়োজাহাজ বিধ্বস্তের দুই সপ্তাহ পর আমাজন থেকে চার শিশু জীবিত উদ্ধার

কলম্বিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার দুই সপ্তাহের বেশি সময় পর গভীর আমাজন জঙ্গল থেকে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর চার শিশু জীবিত অবস্থায় উদ্ধার হয়েছে। এদের মধ্যে ১১ মাস বয়সী এক শিশুও আছে। বুধবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এসব তথ্য জানিয়েছেন। একে ‘দেশের জন্য আনন্দজনক’ বলে উল্লেখ করেছেন তিনি। পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ তথ্য প্রকাশ করেন। তিনি লিখেছেন, ‘সেনাবাহিনীর কঠোর অনুসন্ধান প্রচেষ্টার পর ওই শিশুদের পাওয়া গেছে।’ ১ মে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে পাইলটসহ তিন প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিহত হন। উড়োজাহাজে থাকা কয়েক শিশুর খোঁজ মিলছিল না। পরে ঘটনাস্থলে তল্লাশি চালাতে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরসহ ১০০ সেনাকে মোতায়েন করা হয়। গত সোম ও মঙ্গলবার সেনারা উড়োজাহাজটির পাইলট এবং আরও দুই প্রাপ্তবয়স্ক ব্যক্তির মরদেহ উদ্ধার করেন। তাঁরা উড়োজাহাজে করে জঙ্গল এলাকা থেকে স্যান হোসে দেল গুয়াভিয়ারে শহরের দিকে যাচ্ছিলেন। অঞ্চলটিতে সড়কের সংখ্যা হাতে গোনা। নদীপথে যাতায়াতও কঠিন। এ কারণে সাধারণত আকাশপথে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া হয়। নিহত যাত্রীদের একজনের নাম রানোকে মুকুতুয়ি। তিনি ওই চার শিশুর মা। তাঁরা হুইতুতো জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। উদ্ধার চার শিশুর মধ্যে অপর তিন শিশুর বয়স ১৩ বছর, ৯ বছর ও ৪ বছর। উদ্ধারকারীদের ধারণা, এই শিশুরা দক্ষিণাঞ্চলীয় কাকোয়েটা অঞ্চলে জঙ্গল এলাকায় ঘোরাফেরা করছিল। সূত্র: প্রথম আলো

এবার বোমারু বিমান পাচ্ছে ইউক্রেন

ইউক্রেনের লাগাতার অনুরোধে সাড়া দিয়ে ব্রিটেন ও নেদারল্যান্ডস বোমারু বিমান সরবরাহ করতে এক আন্তর্জাতিক জোট গড়ার ঘোষণা করেছে। ফ্রান্স আগেই পাইলট প্রশিক্ষণের সিদ্ধান্ত নিয়েছে।মঙ্গলবার আইসল্যান্ডে কাউন্সিল অব ইউরোপ সামিটের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এর পরই ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ডাউনিং স্ট্রিটের কার্যালয়ের এক মুখপাত্র বিবৃতিতে জানান, ‘ইউক্রেনকে যুদ্ধবিমান দিয়ে সহায়তায় একটি আন্তর্জাতিক জোট গড়ে তুলতে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রুটের সঙ্গে কাজ করবেন সুনাক। প্রশিক্ষণ থেকে শুরু করে ‘এফ-১৬’ বিমান কেনা পর্যন্ত করণীয় সবকিছুই করা হবে।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, নেতারা ইউক্রেনকে দীর্ঘমেয়াদি নিরাপত্তা সহায়তা প্রদানের গুরুত্বের বিষয়ে একমত হয়েছেন। যেন ভবিষ্যতে হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনকে সামরিক সাহায্য করে আসছে পশ্চিমা বিশ্ব। অবশ্য এসব সামরিক সাহায্যের মধ্যে বন্দুক ও কামানেই প্রধান। সূত্র: বিডি প্রতিদিন।

পাঞ্জাব সরকারের দাবি
ইমরানের বাড়িতে ৩০-৪০ জন সন্ত্রাসী

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লাহোরের বাসভবন জামান পার্কে ‘৩০-৪০ জন সন্ত্রাসী’ আশ্রয় নিয়েছে দাবি করে তাদের হস্তান্তর করতে বলেছে পাঞ্জাবের অন্তর্বর্তীকালীন সরকার। এর জন্য গতকাল বুধবার ইমরানের দল পিটিআইকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।পাঞ্জাবের প্রাদেশিক রাজধানী লাহোরে গতকাল এক সংবাদ সম্মেলনে তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী আমির মীর বলেন, ‘পিটিআইয়ের উচিত এই সন্ত্রাসীদের হস্তান্তর করা, নয়তো আইন অনুযায়ী এগোনো হবে।’ মন্ত্রী দাবি করেন, সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে তাঁদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আছে।
আমির মীর বলেন, যে গোয়েন্দা প্রতিবেদন এসেছে, তা খুবই উদ্বেগজনক। তিনি আরো বলেন, গোয়েন্দারা জিওফেন্সির (এক ধরনের প্রযুক্তি) মাধ্যমে জামান পার্কে সন্ত্রাসীদের উপস্থিতি নিশ্চিত করতে সক্ষম হয়েছে।তথ্যমন্ত্রী মীর অভিযোগ করে বলেন, পিটিআই অনাকাঙ্ক্ষিত আচরণ করতে শুরু করেছে। দলটির প্রধান এক বছরেরও বেশি সময় ধরে সেনাবাহিনীকে লক্ষ্যবস্তু করে চলেছেন। সূত্র: কালের কণ্ঠ

Nagad

মেয়েকে নিয়ে ‘গুপ্তচর উপগ্রহ’ পরিদর্শনে কিম জং-ইন

উত্তর কোরিয়ার প্রথম সামরিক গুপ্তচর উপগ্রহ পরিদর্শন করেছেন দেশটির নেতা কিম জং-উন। সঙ্গে ছিল তার মেয়ে জু-আয়ে। এ সময় ‘ভবিষ্যত কর্ম পরিকল্পনা’ এগিয়ে নেয়ার অনুমতি দেন কিম। খবর দ্য গার্ডিয়ান। উপগ্রহটি দেখার আগে গতকাল মঙ্গলবার (১৬ মে) অস্থায়ী প্রস্তুতি কমিটির সঙ্গে কিম দেখা করেন বলে জানিয়েছে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)। গত মাসে কিম বলেছিলেন, উপগ্রহ নির্মাণ শেষ হয়েছে। এটি উৎক্ষেপণে সবুজ সংকেতও দিয়েছেন তিনি। নতুন সলিড-ফুয়েল ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল চালুর এক সপ্তাহ পর এই খবর আসে। ছবিতে স্যাটেলাইটটি অনেকটা অস্পষ্ট করে দেখানো হয়েছে। যা দেখতে একিট বহুভুজ সিলিন্ডারের মতো। সোনার ফয়েলে আবৃত ও সৌর প্যানেল লাগানো। সূত্র: বণিক বার্তা।

ইউরোপীয় অনুবাদকদের হত্যা করলো কে?

বেলজিয়ামের সবচেয়ে জনবহুল শহর ব্রাসেলস। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর হওয়ায় কর্মমুখর এক পরিবেশ এখানকার। ইউরোপ বহু ভাষা ও জাতির এক মহাদেশ। এরমধ্যে ২৭টি রাষ্ট্র ইইউ সদস্য। ইইউ সদর দপ্তরে তাই অনুবাদকদের উপস্থিতি না থাকলেই নয়। ব্রাসেলসেও এতকাল তাই চলেছে। রমরমা এক সময় পার করেছেন সদাব্যস্ত অনুবাদকের দল। যদিও সাম্প্রতিক বছরগুলোয় তাতে থাবা বসিয়েছে প্রযুক্তির অগ্রগতি। এসময়ের বহুল আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই- হলো সেই প্রযুক্তি। খবর পলিটিকোর। বলতে গেলে, অনেকটা লোকচক্ষুর অন্তরালেই এ পরিবর্তন এসেছে। উচ্চ-ক্ষমতাসম্পন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা নানান ইউরোপীয় পরিভাষা অনুবাদে দেখাচ্ছে বিস্ময়। ভাষান্তর করেও ফেলছে চটপট। তাদের এই সক্ষমতার গুণে অনুবাদক নিয়োগের প্রয়োজন কমেছে। এক কথায়, যন্ত্রই কাজের জায়গা দখল করেছে শত শত মানব অনুবাদকের। সূত্র; বিজনেস স্ট্যান্ডার্ড।

ভেন্যু বিতর্কে ভারত

আগামী ২২ থেকে ২৪ মে ভারতশাসিত কাশ্মীরের রাজধানী শ্রীনগরে থেকে যাচ্ছে জি-২০ জোটের পর্যটন বিষয়ক সম্মেলন। বিতর্কিত অঞ্চলে এ আন্তর্জাতিক সম্মেলন আয়োজন ঠেকাতে আপত্তি জানিয়ে আসছে পাকিস্তান ও এ অঞ্চলে নিজস্ব স্বার্থরক্ষায় তৎপর চীন। কিন্তু ভারত তাদের আপত্তি পাত্তা না দিয়ে সম্মেলন আয়োজনে তোড়জোড় চালিয়ে যাচ্ছে। আশঙ্কা রয়েছে পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়্যেবা উচ্চ প্রযুক্তি ব্যবহার করে সম্মেলনের মধ্যেই শ্রীনগরে হামলা চালাতে পারে। এসব আপত্তি ও নিরাপত্তা হুমকি পাশ কাটিয়ে কাশ্মীরেই সম্মেলনে আয়োজনের সিদ্ধান্তে অনড় ভারত। নিরাপত্তা জোরদারে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে একই সঙ্গে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে চলছে জি-২০ পর্যটন সম্মেলনের জোর প্রচারণা। এ পরিস্থিতি আবার বাদ সাধল জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক বিশেষ প্রতিবেদক কানাডার অধ্যাপক ফার্নান্ড ডি ভারেনেসের মন্তব্য। সম্মেলন নিয়ে গত সোমবার সামাজিক মাধ্যমে তিনি লিখেন, জম্মু-কাশ্মীরে যা চলছে, তার আন্তর্জাতিক অনুমোদনের জন্যই ভারত সেখানে জি-২০ সম্মেলন করতে চাইছে। তার মতে কাশ্মীরে সামরিক দখলদারিত্ব চলছে। সূত্র: দেশ রুপান্তর

ছেড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না, শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশে থাকব: ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ‘দেশত্যাগের প্রশ্নই ওঠে না, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশেই থাকব।’ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ গতকাল বুধবার রাতে জানিয়েছিলেন, মধ্যরাতে ইমরান খান ফের গ্রেপ্তার হতে পারেন। খবর: ডন অনলাইন’র। বুধবার রাত ১২টার পর টুইটারে পোস্ট করা ভিডিওবার্তায় ইমরান খান সাফ জানিয়ে দেন, তিনি কোনমতেই দেশ ছাড়বেন না। এদিকে আবারও গ্রেপ্তারের সম্ভাবনার খবরে পিটিআই নেতাকর্মীরা ইমরানের বাড়ির সামনে অবস্থান নিয়েছেন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেন, ‘পিটিআই চেয়ারম্যান আদালত থেকে যা পেয়েছেন তা দীর্ঘমেয়াদি হবে না।’ আজ নিউজের সাংবাদিক আসমা শিরাজীকে দেওয়া সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী ইমরান খানকে ‘ধোঁকাবাজিতে ওস্তাদ’ আখ্যায়িত করেন। সূত্র: সমকাল

ঘূর্ণিঝড় মোখায় মিয়ানমারে মৃত্যু বেড়ে ২০২
রাখাইনের প্রতিবেশী চীন রাজ্যে মোখার আঘাতে এক হাজার দুইশরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে।

মিয়ানমারে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে ২০২ জনে দাাঁড়িয়েছে বলে খবর দেশটির গণমাধ্যমের। মোখার আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পশ্চিম উপকূলীয় রাজ্য রাখাইনের বাসিন্দারা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির মধ্যে তাদের ভেঙে পড়া ঘরবাড়ি মেরামত করার জন্য সংগ্রাম করছেন। পাশাপাশি ত্রাণ সহায়তার জন্যও অপেক্ষা করছেন তারা। ঘূর্ণিঝড় আঘাত হানার তিন দিন পরও ক্ষমতাসীন সামরিক জান্তা বা আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাছ থেকে প্রত্যাশিত ত্রাণ পৌঁছায়নি তাদের কাছে। আগে থেকেই সাম্প্রদায়িক দাঙ্গায় ক্ষতবিক্ষত রাজ্যটি ১৬ বছরের মধ্যে হওয়া সবচেয়ে শক্তিশালী ঝড়ে আরও বিপর্যস্ত হয়ে পড়েছে বলে ইরাবতী সংবাদপত্র জানিয়েছে। রোববার বিকালে ঘণ্টায় সর্বোচ্চ ১৯৫ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে রাখাইনে আঘাত হানে মোখা, এখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর ঝড়টি প্রতিবেশী চীন রাজ্য এবং সাগাইঙ্গ ও মাগউই অঞ্চলের ওপর দিয়ে বয়ে যায়। সূত্র: বিডি নিউজ

২০২৭ সালে বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি ছাড়াবে

জলবায়ু পরিবর্তনের ফলে বৈশি^ক উষ্ণতা বৃদ্ধি দেড় ডিগ্রি (১.৫) সেলসিয়াসের মধে.্য ধরে রাখার জন্য সভা-সম্মেলন-বক্তৃতা-বিবৃতির শেষ নেই। কিন্তু এবার আর ধরে রাখা যাচ্ছে না। বিজ্ঞানীরা সতর্ক করেছেন আগামী কয়েক বছরের মধ্যেই বৈশি^ক উষ্ণতা এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। বিজ্ঞানীদের হিসাবে বলছে, ২০২৭ সালের মধ্যে এই সীমা অতিক্রম করার সম্ভাবনা ৬৬ শতাংশ। এই প্রথম বিজ্ঞানীরা এ বিষয়ে সময়সীমা নির্ধারণ করলেন। গতকাল এ খবর জানিয়েছে বিবিসি। খবরে বলা হয়, বৈশি^ক উষ্ণায়ন বৃদ্ধি মানুষের কর্মকাণ্ডসহ ও জলবায়ুর বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে। যদি এই সময়ের মধ্যে বৈশি^ক উষ্ণতা নির্ধারিত সীমা (১.৫ ডিগ্রি সেলসিয়াস) অতিক্রম করে তা হলে তা হবে বিশে^র জন্য শোচনীয় পরিস্থিতি অপেক্ষা করছে। প্রসঙ্গত ২০১৫ সালে প্যারিস জলবায়ু চুক্তিতে বৈশি^ক উষ্ণায়ন বৃদ্ধিসীমা ১.৫ ডিগ্রি সেলসিয়াস নির্ধারণ করা হয়েছিল। এটি একটি প্রতীকী সীমা হলেও এর ওপর ভিত্তি করে বিশ^ব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে। প্রতি দশকে যদি ১.৫ ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বৃদ্ধি পায়, তা হলে বিশ^ব্যাপী তাপপ্রবাহ, ঝড় ও দাবানল দীর্ঘস্থায়ী হবে। কিন্তু আগামী কয়েক বছরের মধ্যে এই সীমা অতিক্রম করার অর্থ এই নয় যে, প্যারিসে নির্ধারিত সীমানা অতিক্রান্ত হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, এখনো সময় আছে, কার্বন নির্গমন কমিয়ে বৈশি^ক উষ্ণতা বৃদ্ধির রাশ টানা যেতে পারে। সূত্র: দৈনিক আমাদের সময়

টাইটানিক: সমুদ্রের তলদেশে জাহাজটির ধ্বংসাবশেষের পূর্ণাঙ্গ ছবি যা আগে কখনও দেখা যায়নি

বিশ্বের সবচেয়ে আলোচিত জাহাজ দুর্ঘটনায় টাইটানিক নামের যে বিলাসবহুল জাহাজটি সমুদ্রে ডুবে গিয়েছিল এই প্রথম তার একটি পূর্ণাঙ্গ চিত্র পাওয়া গেছে।
এসব ছবি আটলান্টিকের ৩,৮০০ মিটার (১২,৫০০ ফুট) নিচে ডুবে থাকা জাহাজটির ধ্বংসাবশেষের প্রথম ডিজিটাল স্ক্যান যা ‘গভীর সমুদ্র ম্যাপিং’ পদ্ধতি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এর ফলে পুরো টাইটানিকের ত্রিমাত্রিক বা থ্রিডি অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা- এই তিন মাত্রার দৃশ্য পাওয়া যাচ্ছে যা আগে কখনো দেখা যায়নি। ছবিগুলো দেখলে মনে হয় আটলান্টিক থেকে সব পানি সরিয়ে যেন সমুদ্রের তলদেশে পরিত্যক্ত বিশাল আকারের এই জাহাজটির দৃশ্য ধারণ করা হয়েছে। আশা করা হচ্ছে ১৯১২ সালে ডুবে যাওয়া এই জাহাজটিতে আসলেই কী ঘটেছিল এসব দৃশ্য থেকে সে সম্পর্কে নতুন কিছু জানা যাবে।
জাহাজটি তার উদ্বোধনী যাত্রায় সমুদ্রে ভাসমান বিশালাকৃতির বরফ বা আইসবার্গের সঙ্গে ধাক্কা খাওয়ার পর ডুবে গিয়েছিল। এই দুর্ঘটনায় দেড় হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। সুত্র: বিবিসি বাংলা