এসি মিলানকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে নগরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে হারিয়ে ফাইনালে উঠে গেলো ইন্টার মিলান।
মঙ্গলবার (১৬ মে) রাতে ইতালির মিলান শহরের সানসিরোতে দুই জায়ান্ট দলের লড়াইয়ে ১-০ গোলে এসি মিলানকে হারিয়েছে ইন্টার মিলান। এই দুই দলেরই ঘরের মাঠ ছিলো সানসিরো।


এতে দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে জিতে শিরোপার লড়াইয়ে আরও এক ধাপ এগোলো মার্টিনেজের দল ইন্টার মিলান।
চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের ফিরতি লেগে একই মাঠে এসি মিলানের বিপক্ষে শেষ মুহূর্তে গোল করলেন লিওনেল মেসির জাতীয় দলের সতীর্থ লওতারো মার্টিনেজ। তার দুর্দান্ত এই এক গোলেই ১-০ ব্যবধানের জয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে গেলো ইন্টার মিলান।
বুধবার (১৭ মে) রিয়াল মাদ্রিদ ও ম্যানসিটি ম্যাচের জয়ী দলটি ইন্টারের মুখোমুখি হবে ফাইনালে। আগামী ১০ জুন ইস্তাম্বুলে রিয়াল মাদ্রিদ কিংবা ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে ইন্টার মিলান।
সারাদিন/১৭ মে/এমবি