আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
নাইজেরিয়ায় মার্কিন গাড়িবহরে হামলা, নিহত ৪
নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্রের একটি গাড়িবহরে বন্দুক হামলা হয়েছে। এতে চারজনের প্রাণ গেছে। অপহরণ করা হয়েছে তিনজনকে। গতকাল মঙ্গলবার দেশটির আনামব্রা প্রদেশের অংবারু জেলায় হামলার এ ঘটনা ঘটে। তবে গাড়িবহরে যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক ছিল না বলে পুলিশ ও মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন।সাম্প্রতিক সময়ে বিচ্ছিন্নতাবাদীরা ওই এলাকায় তাদের তৎপরতা বাড়িয়েছে। সাধারণত তাদের হামলার লক্ষ্যবস্তু পুলিশ সদস্য ও সরকারি বিভিন্ন স্থাপনা।
পুলিশের মুখপাত্র ইকেনগা টোচুকউ বলেন, ‘গাড়িবহরে কোনো মার্কিন নাগরিক ছিল না।’ তিনি বলেন, বন্দুকধারীরা নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের দুই সদস্য ও দূতাবাসের দুই কর্মীকে হত্যা করার পর গাড়িতে আগুন ধরিয়ে দেন।
অপহরণ করে নিয়ে যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন পুলিশ সদস্য ও একজন গাড়িচালক রয়েছে উল্লেখ করে পুলিশের এই মুখপাত্র বলেন, তাঁদের উদ্ধারে অভিযান চলছে। সূত্র: প্রথম আলো


হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ধ্বংস’
ইউক্রেনের দাবি প্রত্যাখ্যান রাশিয়ার
চীনের বিশেষ দূতের কিয়েভ সফরের কয়েক ঘণ্টা আগে ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার দাবি করেছে, সোমবার দিবাগত রাতে রাশিয়ার নিক্ষেপ করা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন কিয়েভের আকাশে ধ্বংস করা হয়েছে, যার মধ্যে ছয়টি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে। ইউক্রেন সম্প্রতি জানায়, যুক্তরাষ্ট্রের সরবরাহ করা আকাশ প্রতিরক্ষা ‘প্যাট্রিয়ট ব্যবস্থার’ মাধ্যমে তারা প্রথমবারের মতো রাশিয়ার হাইপারসনিক প্রযুক্তির ‘কিনঝাল’ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এর সপ্তাহখানেক পরই গতকাল রাশিয়া ব্যাপকভাবে হামলা চালাল এবং ইউক্রেন সেই কিনঝাল ধ্বংসের দাবি করল। ইউক্রেনের দাবি প্রত্যাখ্যান রাশিয়ারইউক্রেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোয় গত শীত মৌসুমে ব্যাপক রুশ হামলার পরিপ্রেক্ষিতে ইউক্রেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের জন্য পশ্চিমাদের প্রতি আহবান জানায়। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমাদের কাছ থেকে আসা সহযোগিতার মাধ্যমে ইউক্রেন এখন রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংসের সাফল্য দাবি করছে। সূত্র: কালের কণ্ঠ
চীনের অর্থনৈতিক পুনরুদ্ধার প্রত্যাশার চেয়ে মন্থর
মহামারীর কঠোর বিধিনিষেধ থেকে বেরিয়ে এসেছে চীন। ফলে চলতি বছরের প্রথম প্রান্তিকে ঘুরে দাঁড়াতে শুরু করে দেশটির অর্থনীতি। চলমান বৈশ্বিক সংকটে আশাবাদী করে তুলছিল বিশ্ব অর্থনীতিকে। তবে দ্বিতীয় প্রান্তিকের শুরুতেই সে গতি হারাতে শুরু করেছে। দেশটিতে বাণিজ্যিক উৎপাদন ও খুচরা বিক্রয়ের সূচক প্রত্যাশার চেয়েও নিচে অবস্থান করছে, যা নীতিনির্ধারকদের মধ্যে তৈরি করেছে বাড়তি চাপ। খবর রয়টার্স। ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের (এনবিএস) তথ্যানুযায়ী, এপ্রিলে বাণিজ্যিক উৎপাদন বছরওয়ারি ৫ দশমিক ৬ শতাংশ বেড়েছে। মার্চে উৎপাদন বেড়েছিল ৩ দশমিক ৯ শতাংশ। যদিও ২০২২ সালের সেপ্টেম্বরের পর এটাই সবচেয়ে দ্রুত বৃদ্ধি, তার পরও বিশ্লেষকদের প্রত্যাশা পূরণ হয়নি। এপ্রিলের প্রাক্কলন ছিল ১০ দশমিক ৯ শতাংশ। খুচরা বিক্রি বেড়েছে ১৮ দশমিক ৪ শতাংশ। যেখানে মার্চে এর হার ছিল ১০ দশমিক ৬ শতাংশ। ২০২১ সালের মার্চের পর এটাই সবচেয়ে দ্রুত বৃদ্ধি। যদিও বিশ্লেষকদের প্রাক্কলন ছিল ২১ শতাংশ। বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশে এমন পরিস্থিতি চাপ তৈরি করেছে অর্থনীতি বিশ্লেষকদের মধ্যে। সূত্র: বণিক বার্তা।
ভারতে ৫০০ কর্মী ছাঁটাই করবে অ্যামাজন
বিশ্ববাজারে মন্দার প্রভাবে ৫০০ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে অ্যামাজন ইন্ডিয়া। কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া চলমান রয়েছে। অ্যামাজন ওয়েব সার্ভিসেস, মানব সম্পদ, সহায়তা বিভাগ থেকে কর্মীদের ছাঁটাই করা হচ্ছে বলে ভারতীয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।চলতি বছরের মার্চে নয় হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় ই-কমার্স কোম্পানি অ্যামাজন। প্রতিষ্ঠানটির ক্লাউড ও বিজ্ঞাপন বিভাগ থেকে কর্মী ছাঁটাই করা হবে বলে জানানো হয়। তারই অংশ হিসেবে এ কর্মী ছাটাই করা হচ্ছে বলে গণমাধ্যমে জানানো হয়েছে। এর আগে, কোম্পানি প্রায় ১৮ হাজার কর্মী ছাঁটাইয়ের কয়েক সপ্তাহ পরে কর্মীদের কাছে একটি মেমোর মাধ্যমে সিইও অ্যান্ডি জ্যাসি এ ঘোষণা করেছিলেন। সেসময় তিনি বলেছিলেন, কোম্পানি গত কয়েক বছরে যথেষ্ট পরিমাণে কর্মী নিয়োগ করেছে। তবে অনিশ্চিত অর্থনীতিতে খরচ ও কর্মী কমাতে বাধ্য হচ্ছে প্রতিষ্ঠানটি। অদূর ভবিষ্যতে বর্তমান অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের খরচ এবং হেডকাউন্টে আরও কাটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছি। সূত্র: সমকাল
নিউজিল্যান্ডে হোস্টেলে আগুন, ৬ জনের মৃত্যু
নিউজিল্যান্ডের একটি হোস্টেলে আগুন লেগে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ১১ জনের কোনো খোঁজ মেলেনি।দেশটির রাজধানী ওয়েলিংটনে লোয়েফার লজ হোস্টেলে মঙ্গলবার এই অগ্নিকাণ্ড ঘটে।নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স হোস্টেলে আগুনে পুড়ে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।ওয়েলিংটনের ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি ডিস্ট্রিক্ট ম্যানেজার নিক পিয়াট স্থানীয় জানিয়েছেন, দমকলকর্মীরা অগ্নিকাণ্ডের খবর পেয়েই হোস্টেলে ছুটে যান এবং ৫২ জনকে সরিয়ে নিতে সক্ষম হন। হোস্টেলটিতে ৯২টির মতো কক্ষ রয়েছে। এর নার্স, হাসপাতালের কর্মী, বেকার লোকজন এবং গৃহহীন মানুষ হোস্টেলটিতে থাকতেন। ভবনটিতে সব মিলিয়ে ১০০ জনের মতো বাস করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা। সূত্র: দৈনিক বাংলা
ক্ষেপণাস্ত্রের খবরে পক্ষপাত!
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ৪৪৮তম দিন আজ। ইউক্রেন তার বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু করার আগে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপ সফর করে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্যের কাছ থেকে আরও অস্ত্র সহায়তার প্রতিশ্রুতি আদায় করেছেন। ইউক্রেনকে আরও সাঁজোয়া যান, হাল্কা ট্যাংক, ড্রোন ও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় মিত্ররা। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম এবং সর্বশেষ যুক্তরাজ্যের স্টর্ম শ্যাডো ক্রুজ মিসাইল হাতে পেয়েছে কিয়েভ। অন্যদিকে ইউক্রেনের পাল্টা আক্রমণ ও ইউরোপীয় তোড়জোড়ে আক্রমণের মাত্রা বাড়িয়ে দিয়েছে রাশিয়া। পশ্চিমা অস্ত্রগুলো রুশ নিশানা হবে এই পুরনো হুঙ্কার সত্য করতে হাইপারসনিক কিনজাল ছুড়ছে মস্কো। এমনকি অতি সম্প্রতি কিয়েভের হাতে আসা স্টর্ম শ্যাডোকেও রুখে দেওয়ার দাবি রাশিয়ার। যদিও বিবিসি, সিএনএনের মতো পশ্চিমা সংবাদমাধ্যম রুশ ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষার সফলতা নিয়ে প্রশ্ন তুলছে। গতকাল মঙ্গলবার বিবিসি এক প্রতিবেদনে জানায়, ইউক্রেনের রাজধানীতে আকাশপথে তুমুল হামলা চালিয়েছে রাশিয়া, যাকে ‘তীব্রতার দিক থেকে নজিরবিহীন’ অভিহিত করেছেন কিয়েভের এক কর্মকর্তা। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান ভালেরি জালুজনি দাবি করেছেন, রাশিয়া উত্তর, দক্ষিণ ও পূর্ব দিক থেকে কিয়েভে আকাশ, সমুদ্র ও ভূমি থেকে নিক্ষেপণযোগ্য ১৮টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সব ক্ষেপণাস্ত্রই ইউক্রেন ভূপাতিত করেছে। সূত্র: দেশ রুপান্তর
কিয়েভে ‘নজিরবিহীন’ মিসাইল হামলা
ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও বড় ধরনের মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্মকর্তারা যাকে ‘নজিরবিহীন ব্যাপক’ আক্রমণ বলে বর্ণনা করেছেন। তারা বলছেন, রাজধানী কিয়েভের ওপর এত ঘন ঘন মিসাইল আক্রমণের ঘটনা আগে ঘটেনি। তবে ইউক্রেন এটাও দাবি করেছে, কিয়েভ লক্ষ্য করে রাশিয়ার ছোড়া ১৮টি মিসাইলই গুলি করে মাটিতে নামানো হয়েছে এবং ভিডিও ফুটেজেও দেখা যাচ্ছে বিমান প্রতিরোধী ব্যবস্থা দিয়ে সেগুলোকে শহরের আকাশে ধ্বংস করে ফেলা হচ্ছে। রাজধানী কিয়েভ লক্ষ্য করে সবশেষ এই আক্রমণ এ মাসেই রাশিয়ার অষ্টম হামলা। ইউক্রেন বলছে এ সময় তারা রাশিয়ার ছয়টি সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র গুলি করে ধ্বংস করেছে।
ইউক্রেন বলছে এবার হামলায় রাশিয়া কিনঝাল মিসাইল ব্যবহার করেছে। রাশিয়ার এ ‘কিনঝাল’ হাইপারসনিক মিসাইল শব্দের চেয়েও পাঁচগুণ দ্রুত গতিতে ছুটতে পারে। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছিলেন যে, এসব মিসাইল অপ্রতিরোধ্য। ইউক্রেনের সামরিক বাহিনীর দেওয়া বিবৃতিতে এসব মিসাইল কীভাবে ধ্বংস করা হয়েছে সে বিষয়ে কিছু বলা হয়নি। তবে তারা দাবি করছে যে, এতে ইউক্রেনীয় বিমান বাহিনী ‘অবিশ্বাস্য সাফল্য’ অর্জন করেছে। এর আগেও রাশিয়া তাদের কিনঝাল ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে আক্রমণ চালিয়েছিল। যুক্তরাষ্ট্রের দেওয়া বিমান প্রতিরোধী ব্যবস্থা প্যাট্রিয়ট দিয়ে সেই হামলা প্রতিহত করা হয়। যুক্তরাষ্ট্র এপ্রিল মাসে ইউক্রেনের কাছে প্যাট্রিয়ট সরবরাহ করেছে। ইউক্রেন থেকে পাওয়া খবরে বলা হচ্ছে গতকাল ভোরে চালানো এসব হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন। কর্মকর্তারা বলছেন তীব্র এ হামলায় ড্রোন এবং মিসাইল দুটোই ব্যবহার করা হয়েছে। কিয়েভে কর্তৃপক্ষ বলছে, তারা এর সবগুলোই ধ্বংস করেছে। রুশ বাহিনীর ওপর পাল্টা আক্রমণ চালানোর ইউক্রেনীয় পরিকল্পনার মধ্যেই রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাদের হামলা জোরদার করেছে। সূত্র: বিডি প্রতিদিন।
ঘূর্ণিঝড় মোখায় অন্তত ৩২ জনের প্রাণহানি মিয়ানমারে
গত রোববার (১৪ মে) অতি-প্রবল ঘূর্ণিঝড় মোখা মূল আঘাত হানে মিয়ানমারে। এতে অন্তত ৩২ জনের প্রাণহানির কথা স্থানীয়রা বিবিসিকে জানিয়েছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। খবর বিবিসির-গত এক দশকে বঙ্গোপসাগর তীরবর্তী অঞ্চলে আঘাত হানা অন্যতম শক্তিশালী সাইক্লোন ছিল মোখা। ঝড়ো বাতাসের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ২০৯ কিলোমিটার। এতে মিয়ানমারের নিম্ন-উপকূলীয় অঞ্চল রাখাইন রাজ্যে এবং কেন্দ্রীয় মিয়ানমারের মগওয়ে বিভাগে প্রাণহানির বিষয়ে নিশ্চিত হয়েছে বিবিসি। ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়েছে শত শত বাড়িঘর। বিভিন্ন অসমর্থিত সূত্রে বিবিসি মৃতের প্রকৃত সংখ্যা আরো বেশি বলে জেনেছে। ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারী সামরিক জান্তা প্রশাসন যাদের সংখ্যা গণনা করেনি। সামরিক জান্তা মিয়ানমার জুড়ে ২১ জনের প্রাণহানির কথা জানায়। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছে। তবে যে প্রচণ্ড ধবংসের ছাপ রেখে গেছে মোখা, তাতেই স্পষ্ট জান্তা সরকারের তথ্যের কমতি। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
ঘুষের অভিযোগে ইউক্রেনের প্রধান বিচারপতি গ্রেপ্তার
ঘুষ নেওয়ার অভিযোগে ইউক্রেনের সুপ্রিম কোর্টের প্রধান ও প্রধান বিচারপতি ভেসেভলোদ কেনিয়াজিয়েভকে গ্রেপ্তার করেছে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা।আজ মঙ্গলবার রাজধানী কিয়েভে প্রধান বিচারপতির সরকারি বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা সেরহি লেশচেঙ্কো টেলিগ্রামে বলেছেন, ইউক্রেনীয় দুর্নীতি দমন ব্যুরো এবং বিশেষায়িত দুর্নীতিবিরোধী প্রসিকিউটরের কার্যালয় তার বিরুদ্ধে ২৭ লাখ ডলার ঘুষ গ্রহণের প্রমাণ পেয়েছে।এর আগে রয়টার্স জানিয়েছিল, দেশটির দুর্নীতি দমন সংস্থা সুপ্রিম কোর্টের বড় আকারের একটি দুর্নীতি তদন্ত করছে। তারা সোফায় ডলারের বান্ডিল স্তূপ করে রাখা একটি ছবিও প্রকাশ করেছে। সংস্থাটি সোমবার দুর্নীতিতে জড়িত হিসেবে কারও নাম প্রকাশ করা হয়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রধান বিচারপতিকে ঘুষ গ্রহণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।আরও পড়ুন: ক্রুজ-ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইউক্রেনে ব্যাপক হামলা-ইউরোপীয় ইউনিয়নে যোগদানের শর্ত হিসেবে ইউক্রেনকে দুর্নীতি দমন করতে হবে। গত কয়েক বছর ধরে এই ক্ষেত্রে অগ্রগতি অর্জন করলেও টিআইবি সূচকে বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ১১৬তম স্থানে রয়েছে দেশটি। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, উদ্ধারকৃত ডলার এসেছে ইউক্রেনীয় ধনকুবের কস্টিয়ান্টিন জেভাগোর কাছ থেকে। ডিসেম্বরে কিয়েভের অনুরোধে ফ্রান্সে তিনি গ্রেপ্তার হয়েছেন। সূত্র: দৈকিন আমাদের সময়
নড়বড়ে অবস্থায় ব্রিটেনের পার্লামেন্ট ভবন
ব্রিটেনের পার্লামেন্ট ভবনে ফাটল দেখা দিয়েছে। এতে ভবনটি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ব্রিটেনের পার্লামেন্ট ভবন একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ। শতাব্দীপ্রাচীন এই ভবন বহু ইতিহাসের সাক্ষী। কিন্তু সে ভবনই আর কতদিন রক্ষা করা যাবে, তা নিয়ে দেশটির এমপিদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। হাউস অব কমন্সে পাবলিক অ্যাকাউন্টস কমিটি যে রিপোর্ট দিয়েছে- তাতে বলা হয়েছে, ভবনের বিভিন্ন জায়গা থেকে পানি চুইয়ে পড়ছে। বিভিন্ন জায়গায় ফাটল দেখা গেছে। আগুন লাগলে তা নেভানোর মতো যথেষ্ট ব্যবস্থা নেই। ফলে বড় কোনো বিপর্যয় ঘটলে ভবনটি ভেঙে পড়তে পারে। অবিলম্বে সংস্কার প্রয়োজন। সূত্র: বাংলা নিউজ