ঘূর্ণিঝড় ‘মোখা’: রাখাইনে ৬০ জনের মৃত্যু
ঘূর্ণিঝড় ‘মোখা’র আঘাতে মিয়ানমারের রাখাইন রাজ্যে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার (১৬ মে) কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা ‘এএফপি’ এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।


বু মা গ্রামের প্রশাসক কার্লো বলেন, শতাধিক নিখোঁজ হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়বে।
প্রত্যক্ষদর্শী ও বাসিন্দারা জানান, পশ্চিম রাখাইন রাজ্যের রাজধানী সিতওয়ের ৯০ শতাংশ ধ্বংস হয়েছে।
উল্লেখ্য, গত রোববার (১৪ মে) ঘণ্টায় ২১৫ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে মিয়ানমার উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘মোখা’। এটি ছিলো এক দশকেরও বেশি সময়ে এই এলাকায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়।
সারাদিন/১৬ মে/এমবি