ঘূর্ণিঝড় মোখা: দুইদিন পর সব ধরনের নৌযান চলাচল শুরু
ঘূর্ণিঝড় ‘মোখা’র বিপদ কেটে যাওয়ায় দুইদিন পর আবারও দেশের অভ্যন্তরীণ নদীপথে সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে।
সোমবার (১৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে সব ধরনের লঞ্চ ও নৌযান চলাচল শুরু হয়েছে। এর আগে ঘূর্ণিঝড়ের কারণে গত শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে সারাদেশে সব ধরণের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করছিলো বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।


ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক মো: কবির হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখার কারণে নৌযান চলাচল বন্ধ ছিলো। কিন্তু এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সোমবার (১৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে সব ধরনের লঞ্চ ও নৌযান চলাচল শুরু হয়েছে। কবির হোসেন জানান, নদীপথে এখনও এক নম্বর সতর্ক সংকেত রয়েছে, তবে নৌযান চলাচলে কোনো বাধা নেই।
এর আগে গতকাল (১৪ মে) রোববার সকালে ঘূর্ণিঝড় ‘মোখা’ কক্সবাজার ও মিয়ানমারের উত্তরাংশ দিয়ে উপকূল অতিক্রম শুরু করে। বিকালে পুরোপুরি স্থলভাগে উঠে আসার পর এই ঝড় দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়।
সারাদিন/১৫ মে/এমবি