ঢাকাসহ চার বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস
ঘূর্ণিঝড় ‘মোখা’ আজ সন্ধ্যা নাগাদ বাংলাদেশ অতিক্রম করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি আরও জানায়, ঘূর্ণিঝড়টি অতিক্রম করার পর সোমবার (১৫ মে) ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহে ভারী বৃষ্টি হতে পারে।
রোববার (১৪ মে) দুপুর ১টার দিকে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান এই তথ্য জানান।


অধিদপ্তরের পরিচালক বলেন, দুপুর ১টার পর থেকে ১০০ কিলোমিটার বেগে সেন্টমার্টিনে বাতাস বইছে। সেন্টমার্টিনের বিল্ডিংগুলো কাঁপছে। বাতাসের গতিবেগ বাড়তে শুরু করেছে। বিকেল ৩টা পর্যন্ত বাতাসের গতি বাড়বে।
তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় ‘মোখা’ বিকেল ৩টা নাগাদ উপকূল অতিক্রম করবে। সন্ধ্যার পর বাংলাদেশের সীমা পেরিয়ে মিয়ানমারের সিটুয়ে অতিক্রম করবে। এ সময় বড় ধরনের জলোচ্ছাস হবে না।
মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড়ের মূল সেন্টার হলো মিয়ানমার। এই কারণে এখনো আমাদের দেশে বৃষ্টিপাত হয়নি। তবে বিকেল ৩টা নাগাদ যখন মিয়ানমারে মেইন সেন্টারে আঘাত আনবে তারপর থেকে বাংলাদেশে বৃষ্টিপাত শুরু হতে পারে।
আগামীকাল (১৫ মে) রাজধানী ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে বর্ষণ হবে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগ এলাকায় আগামীকাল (সোমবার) বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনাও আছে।
এক প্রশ্নের জবাবে পরিচালক আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড়ে বড় ধরনের জলোচ্ছ্বাস হবে না। আমরা যে আশঙ্কা করেছিলাম জলোচ্ছ্বাসে ৮ থেকে ১২ ফিটের মতো পানির উচ্চতা বাড়তে পারে, সেটা হতে পারে। তাও হবে ৮টা নাগাদ জোয়ারের কারণে।
সারাদিন/১৪ মে/এমবি