কোটচাঁদপুরে বড় ভাইকে কুপিয়ে জখম করলো ছোট ভাই
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহের কোটচাঁদপুর পল্লিতে বড় ভাইকে কুপিয়ে জখম করেছে ছোট ভাই। গুরতর আহত বড় ভাই কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। শনিবার দুপুরে উপজেলার এড়ান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রতিবেশীরা জানায়, ধান ঝাড়াকে কেন্দ্র করে গ্রামের ইদবার আলীর দুই ছেলে কৃষক জমির ও বসিরের মধ্যে কথা-কাটাকাটি হয়। এসময় ছোট ভাই বসির উত্তেজিত হয়ে বড় ভাই জমির আলীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব রত মেডিকেল অফিসার জানান, আহত ব্যক্তিকে দেশীয় অস্ত্র হাঁসুয়া দিয়ে হাতে ও কোমরে কুপিয়ে জখম করা হয়েছে। গুরুতর আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন আছে।
কোটচাঁদপুর থানার দায়িত্ব রত পুলিশের উপ-পরিদর্শক এসআই সাঈদ আল মামুন জানান, এ ঘটনায় এখনো কোন অভিযোগ হয়নি।