ইসির চিঠি পেয়ে খুলনা সফর স্থগিত করলেন প্রতিমন্ত্রী পলক
আইনের প্রতি শ্রদ্ধাশীল ও নির্বাচনী আচরণবিধি যাতে কোনোভাবেই লঙ্ঘিত না হয় সেজন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আগামী ১৩ মে খুলনা সফর স্থগিত করেছেন।
বৃহস্পতিবার (১১ মে) আইসিটি বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিমন্ত্রীর সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শহিদুল আলম মজুমদারের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আগামী ১৩ মে খুলনা সফর স্থগিত করেছেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এবং নির্বাচনী আচরণবিধি যাতে লঙ্ঘিত না হয় সে জন্য এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পরিবর্তিত কর্মসূচি অনুযায়ী, প্রতিমন্ত্রী শুধু বাগেরহাট ও পিরোজপুর সফর করবেন।
খুলনা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ জুন। নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালনের জন্য বুধবার (১০ মে) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে চিঠি দেয় ইসি। প্রতিমন্ত্রীর একান্ত সচিবের কাছে এ চিঠি পাঠান রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন।