বৃষ্টির কারণে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ বন্ধ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, মে ৯, ২০২৩

ইংল্যান্ডের চেমসফোর্ডে সারাদিনজুড়েই বৃষ্টির শঙ্কা ছিল। স্থানীয় আবহাওয়া অফিস, আগেই সে কথা জানিয়ে দিয়েছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের ইনিংসে বাগড়া না দিলেও আইরিশদের ইনিংসে বৃষ্টি হানা দিয়েছে।

লক্ষ্য তাড়া করতে নেমে নেমে ১৬.৩ ওভারের সময় বৃষ্টি আসলে দুই দলই মাঠ ছাড়ে।

তবে বাংলাদেশের ইনিংসে বাগড়া না দিলেও বৃষ্টি হানা দিলো আইরিশদের ইনিংসে। বাংলাদেশের দেয়া ২৪৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৬.৩ ওভারে বৃষ্টি আসলে দুই দলই মাঠ ছাড়ে।

এসময় আয়ারল্যান্ড ৩ উইকেটে ৬৫ রান তোলে। ফলে ৩৩.৩ ওভারে তাদের প্রয়োজন ১৮২ রান।

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে স্কোরকার্ডে ২৪৬ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন মুশফিক। জয়ের জন্য আয়ারল্যান্ডের প্রয়োজন ২৪৭ রান।

Nagad