কণ্ঠশিল্পী কর্ণিয়ার শুভ জন্মদিন
কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়ার জন্মদিন সোমবার (০৮ মে)। ১৯৮৯ সালে আজকের এই দিনে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন তিনি। তার পৈত্রিক বাড়ি ঝিনাইদহ।
মায়ের কাছ থেকে কর্ণিয়ার গানের হাতেখড়ি। তিনি ষষ্ঠ শ্রেণিতে টিটু সিহাবের কাছে গান শেখেন। এরপর সঙ্গীতকে আরও জোড়ালো করতে ছায়ানটে ভর্তি হন কণ্ঠশিল্পী কর্ণিয়া।


তারপর ওস্তাদ সঞ্জীবদের কাছে ক্ল্যাসিক’সহ সব ধরনের গানের তালিম নিয়েছেন। পরে বিভিন্ন সময় স্টেজ ‘শো’তে গান গাইতেন।
২০১২ সালে একটি বেসরকারি টেলিভিশনের গানভিত্তিক শো ‘পাওয়ার ভয়েস’-এ অংশগ্রহণ করে রানার্সআপ হন কর্ণিয়া। সেই থেকে প্রচারের আলোয় তিনি। পরে আসিফ আকবর, আরেফিন রুমি, বেলাল খান’সহ অনেকের সাথেই গান গেয়েছেন তিনি।
কণ্ঠশিল্পী কর্ণিয়ার গানের জীবনে পপ, রক সঙ্গীত ও ক্লাসিকসহ অনেক ধরনের গান গেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- পাওয়ার স্টোর, তোমার হাসি, একবার ছুয়ে যা হ্রদয়, কি করে তোকে বুজাই, এলোমেলো জীবন, মেঘ বলছি, যত ভালবাসি, তারায় তারায়, মন খারাপের দিন, বাংলাদেশ, হিরো ইত্যাদি।
ব্যক্তিগত জীবনে বিবাহিত সঙ্গীত শিল্পী কর্ণিয়া। মিউজিশিয়ান নাবিল সালাউদ্দিনকে বিয়ে করেছেন তিনি। কর্ণিয়ার স্বামী নাবিল এসএস ব্যান্ডের প্রতিষ্ঠাতা।
সারাদিন/০৮ মে/এমবি