ফটিকছড়িতে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উদযাপন

চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, মে ৮, ২০২৩

আর নয় রক্তচোষা থ্যালাসেমিয়া, প্রতিরোধই প্রতিকার-এই শ্লোগানকে সামনে রেখে ফটিকছড়ি সরকারি কলেজ অডিটোরিয়ামে স্বেচ্ছাসেবী সংগঠন ফটিকছড়ি ব্লাড ডোনার্স ক্লাবের ব্যবস্থাপনায় বিশ্ব থ্যালাসেমিয়া দিবস-২০২৩ উদযাপন ও থ্যালাসেমিয়া বিষয়ক শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮মে) ফটিকছড়ি সরকারি কলেজের উপাধ্যক্ষ ও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক রক্তরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহেদ আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মো. জয়নাল আবেদীন মুহুরী।

অনুষ্ঠানে বক্তারা বিভিন্ন তথ্য উপাত্তের মাধ্যমে কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে থ্যালাসেমিয়া মহামারীর ভয়াবহতার কথা তুলে ধরেন। এই মহামারী রোধে বিয়ের আগে অবশ্যই পাত্র-পাত্রীর রক্তের হিমোগ্লোবিন ইলেকট্রফসিস পরীক্ষা করে নেওয়া প্রয়োজন তার উপর গুরুত্ব দেন এবং পাশাপাশি সবাইকে এই বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানা।

স্বেচ্ছাসেবী সংগঠন থ্যালাসেমিয়া প্রিভেনশন ক্যাম্পেইন বাংলাদেশ, সিটিজি ব্লাড ব্যাংক ও থ্যালাসেমিয়া অ্যাওয়ারনের্স টিম ফটিকছড়ির সহযোগিতায় এসময় ফটিকছড়ি কলেজের প্রভাষকগণ ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন।