৮ মে: ইতিহাসের আজকের এই দিনে বঙ্গবন্ধু
আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ০৮ মে ২০২৩, সোমবার।
১৯৬৬ সালের ০৮ মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় দফার প্রতি জনগণের বিপুল সমর্থন লক্ষ্য করে আইয়ুব খানের সরকার তার উপর ভীষণ ক্ষুব্ধ হয়ে তাকে পাকিস্তান দেশরক্ষা আইনের আওতায় অনির্দিষ্টকালের জন্য কারাবুদ্ধ করে।


সারাদিন/০৮ মে/এমবি