আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর
ড. ইউনূসের লিভ টু আপিল খারিজ, মামলার কার্যক্রম চলবে
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলা বাতিল চেয়ে আবেদন খারিজের বিরুদ্ধে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ আজ সোমবার এ আদেশ দেন। এর ফলে ড. ইউনূসের বিরুদ্ধে ঢাকার শ্রম আদালতে থাকা মামলার কার্যক্রম চলতে আইনগত কোনো বাধা নেই, বলছেন সংশ্লিষ্ট আইনজীবী। ঢাকার শ্রম আদালতে করা মামলা বাতিল চেয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের করা আবেদন খারিজ করে গত বছরের ১৭ আগস্ট রায় দেন হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে গত বছর আপিল বিভাগে লিভ টু আপিল করেন ড. ইউনূস। গত মাসে লিভ টু আপিলের ওপর শুনানি শেষে আদালত আজ আদেশের জন্য দিন রাখেন। সূত্র: প্রথম আলো


সুদান থেকে দেশে ফিরলেন ১৩৫ বাংলাদেশি
যুদ্ধকবলিত সুদানে আটকে থাকার পর সৌদি আরবের জেদ্দা হয়ে দেশে ফিরেছেন ১৩৫ বাংলাদেশি। সোমবার বিমান বাংলাদেশের একটি ফ্লাইট তাদের নিয়ে সকাল ১০টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাদের স্বাগত জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।জেদ্দা এয়ারপোর্ট থেকে রোববার দিবাগত রাত ১টায় বিমান বাংলাদেশের ফ্লাইটটি এসব বাংলাদেশিকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা করে।যুদ্ধকবলিত সুদানের রাজধানী খার্তুম থেকে পোর্ট সুদানে সরিয়ে নেওয়া প্রায় ৭০০ বাংলাদেশির মধ্যে অন্তত ১৩৫ জনকে আজ রোববার সৌদি আরবের জেদ্দায় নেওয়া হয়েছে।রয়্যাল সৌদি এয়ারফোর্সের ৩টি বিশেষ ফ্লাইটে তাদের জেদ্দায় নেওয়া হয়। সূত্র: সমকাল
ব্রিটেনের পথে পথে মহাভোজ
১৯৫৩ সালের রাজভোজের তুলনায় এবার আয়োজন তুচ্ছ
কেউ বলে রাজভোজ। কারও মুখে মহাভোজ। বিকালের নির্মল বাতাসে ভাজা ভেড়ার মাংসের ঝাঁঝালো সুবাস, পথে পথে মহাভোজের লম্বা টেবিল, ভোজনরসিকদের প্রাণখোলা হাসি, ঘরে ঘরে উৎসবের আমেজ-সবমিলিয়ে লোকারণ্য হয়ে উঠেছিল রাজা তৃতীয় চার্লসের অভিষেক আনন্দের রাজভোজ। রাজপরিবারের ইতিহাস মোতাবেকে অভিষেক অনুষ্ঠানের পরদিনই এ আয়োজন করা হয়। শুধু লন্ডন নয়, সারা ব্রিটেনেই। রোববার ভূরিভোজের সেই উন্মাদনায়ই আপ্লুত হয়ে উঠেছিল গোটা ব্রিটেন। গার্ডিয়ান। উদরপূর্তির এই মহাউৎসবে অংশ নেন লাখ লাখ ব্রিটিশ। দেশের প্রায় ৬৭ হাজার স্থানে মহাধুমধামে এই মহাভোজের আয়োজন করেছিল দাতব্য সংস্থাগুলো। লন্ডনের বিভিন্ন অলিগলিতেই ছিল প্রায় ১০ হাজার লাঞ্চ পার্টি। সবচেয়ে বড় ‘মহাভোজ’ হয়েছে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের উপসাগরীয় অঞ্চল মোরকাম্বে বে-তে। এলাকার ১.৫ কিলোমিটারজুড়ে ছিল ৯০০ টেবিল। তবে এ মহাভোজে উপস্থিত ছিলেন না রাজা তৃতীয় চার্লস (৭৪) ও রানি ক্যামিলা (৭৫)। রাজপরিবার থেকে অংশ নেন রাজকুমারী বিট্রেস ও ইগুইন। বিশেষ এ আয়োজনে অংশ নেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকও। ১০ ডাউনিং স্ট্রিটের সামনের আয়োজনে তিনিও ছিলেন সপিরিবারে। ১৯৫৩ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের রাজকীয় মধাহ্নভোজের তুলনায় এ আয়োজন নিতান্তই তুচ্ছ। আড়ম্বরপূর্ণ উৎসবের খাদ্যতালিকায় স্থান করে নিয়েছিল নামিদামি সব খাবার। খাবারের মেন্যুতে ছিল কারনেশন চিকেন এবং প্লাটিনাম পুডিং। রানি দ্বিতীয় এলিজাবেথের প্লাটিনাম জয়ন্তীতে ভূরিভোজের এ উৎসব থেকে দাতব্য সংস্থাগুলোর জন্য ২২ মিলিয়ন পাউন্ড তুলেছিলেন স্বেচ্ছাসেবকরা। চার্লসের আয়োজনে জৌলুস কিছুটা কম থাকলেও নিতান্তই মন্দ বলা চলে না। ব্রিটেনের রাজপরিবারের থেকে পোস্টকৃত এক ভিডিও থেকে ধারণা পাওয়া যায় তাদের মেন্যু সম্পর্কে। মেন্যুতে ছিল পালংশাক, মটরশুঁটি, পনির ও সুগন্ধিযুক্ত ভেষজ ট্যারাগন। উপমহাদেশীয় খাবারের মধ্যে স্ন্যাক্স হিসাবে থাকবে ‘কিশ’। এছাড়াও থাকছে কাস্টার্ড, কেক, পনির, ভেড়ার মাংস, সামুদ্রিক মাছ , স্ট্রবেরি ও জিঞ্জার ট্রাফল। বিবিসি। সূত্র: যুগান্তর
কেন্দ্রের নির্দেশ অমান্য নাকি কৌশল
পাঁচ সিটি নির্বাচন নিয়ে বিএনপি
আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও কাউন্সিলর পদে অংশ নিচ্ছেন দলের অনেকেই। দলীয় প্রতীক না থাকায় কাউন্সিলর পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন তারা। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রচারণাও শুরু করে দিয়েছেন অনেকে। একইভাবে মেয়র পদে প্রার্থী হলে বহিষ্কারের ঝুঁকি থাকলেও এ পদে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করছেন অনেকে। তারা আন্দোলনের অংশ হিসেবেই সিটি নির্বাচনে অংশ নিতে চান। এ নিয়ে কেন্দ্রীয় ও তৃণমূল বিএনপির নেতা-কর্মীদের মাঝে এক ধরনের টানাপোড়েন চলছে। তবে জাতীয় নির্বাচন সামনে রেখে সিটি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে কেন্দ্রকে অযথা কঠোর না হওয়ার বিষয়েও পরামর্শ দিচ্ছেন অনেকে। এ নিয়ে যাতে দলে কোন্দল অধিক মাত্রায় মাথাচাড়া দিয়ে না উঠে সে বিষয়টিও বিবেচনায় রাখার পরামর্শ দিয়েছেন কেউ কেউ। এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয় সিদ্ধান্ত আমরা পরিষ্কার করেছি। জানিয়ে দিয়েছি ১০ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই সরকারের অধীনে বিএনপি কোনো ভোটেই অংশ নেবে না। আমাদের মূল ফোকাস এখন আন্দোলনে। তাই যদি কেউ দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিটি ভোটে অংশ নেয়-তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। নির্ভরযোগ্য সূত্রগুলোর মাধ্যমে জানা গেছে, আসন্ন সিলেট সিটি নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। আগামী ২০ মে সমাবেশ করে প্রার্থিতার বিষয়টি স্পষ্ট করবেন বলে জানিয়েছেন তিনি। গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন সরকার শাহনূর ইসলাম রনি। তিনি কারান্তরিন বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের ছেলে। রনি দলের কোনো পদে নেই। খুলনা সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। তিনিও পরোক্ষভাবে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন। বরিশাল সিটিতে ভোট করার ঘোষণা দিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছেন সাবেক মেয়র আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান রূপন। তার বাবা বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি। ২০১৩-১৮ মেয়াদে বিএনপির হয়ে মেয়র পদে নির্বাচনে জয়ী হয়েছিলেন তিনি। বাবার অনুসারীদের ‘সহানুভূতি’ ছাড়াও দলের নেতা-কর্মীদের একটি অংশের ব্যাপক সাড়া পাচ্ছেন বলে দাবি করেছেন সাবেক ছাত্রদল নেতা রূপন। সূত্র: বিডি প্রতিদিন।
শেখ হাসিনা না ফিরলে গণতন্ত্র ফিরত না
ড. হাছান মাহমুদ, তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ২০০৭ সালের ৭ মে জননেত্রী শেখ হাসিনা যদি সব রক্তচক্ষুকে উপেক্ষা করে, নিষেধাজ্ঞা অমান্য করে, জীবনকে হাতের মুঠোয় নিয়ে দেশে না ফিরতেন, তাহলে বাংলাদেশে গণতন্ত্রও ফিরত না। গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবে ‘বাংলার স্থপতি’
শীর্ষক বইয়ের প্রকাশনা এবং বইটির গ্রন্থকার অ্যালভীন দীলিপ বাগচীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ খ্রিস্টান যুব কল্যাণ সমিতির সভাপতি ইলারিশ আর গোমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার ও বিশপ থিওটোনিয়াস গোমেজ। তথ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের সভাপতি হিসেবে ১৯৮১ সালের ১৭ মে তিনি প্রথম বাংলাদেশে পদার্পণ করেছিলেন। আজ (গতকাল) ৭ মে তার বিদেশ থেকে দ্বিতীয় দফা প্রত্যাবর্তনের দিন ও প্রকৃতপক্ষে গণতন্ত্র এবং গণতন্ত্রের মানসকন্যার স্বদেশ প্রত্যাবর্তন দিবস।’তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, “আজ ৭ মে একটি ঐতিহাসিক দিন। বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে, গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। প্রথমে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল; এরপর তার দেশে আসার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। বঙ্গবন্ধুকন্যা বলেছিলেন যে, ‘আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, আমি ঢাকায় গিয়ে মামলা লড়বো।’ আমি তখন তার বিশেষ সহকারী হিসেবে কাজ করতাম। বিমানবন্দরে আমি নিজেও গিয়েছিলাম। বিমানবন্দরে যাওয়ার সময় কোনো মানুষ দেখিনি, বিমানবন্দর থেকে তিনি যখন আসছিলেন তখন রাস্তার দুধার ছাপিয়ে লাখ লাখ মানুষ চলে এলো শেখ হাসিনাকে বরণ করার জন্য।” সূত্র: দৈকিন আমাদের সময়।
নিয়োগ ঝুলে থাকে বছরের পর বছর
ফেব্রুয়ারির না গরম না ঠান্ডা আবহাওয়ায়ও তারা দরদর করে ঘামছিলেন। স্লোগান দিতে দিতে বেকারত্বের চাদরে মোড়ানো মুখগুলো ফ্যাকাশে হয়ে উঠেছিল। বাকশক্তিহীন মানুষগুলোর আলটিমেটাম, মার্চের মধ্যে নিয়োগ না হলে মৃত্যুকে আলিঙ্গন করবেন তারা! বলছি, গত ২৩ ফেব্রুয়ারি খাদ্য অধিদপ্তরের সামনে মানববন্ধন করা অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগপ্রত্যাশীদের কথা। মার্চ পেরিয়ে এপ্রিল গেল। মে মাসও গড়িয়ে যাচ্ছে। তাদের আলটিমেটাম আর মানা হয়নি। পাঁচ বছর ধরে তারা চাকরির স্বপ্ন দেখছেন। অংশ নিয়েছেন লিখিত ও মৌখিক পরীক্ষায়। কিন্তু চূড়ান্ত ফল আজ নয়তো কাল করে করেই পাঁচ বছর পার হয়েছে।এই চাকরির জন্য তারা ধরনা দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সচিব ইসমাইল হোসেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সাখাওয়াত হোসেনের কাছে। তারা আশ্বাস দিয়েছেন। ব্যস, ওইটুকুতেই শেষ। এরপর আর অগ্রগতি নেই। চাকরির ফাইল আর নড়েনি। খাদ্য অধিদপ্তরের সামনের আবদুল গণি রোডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব সময় ভিআইপিদের মুভমেন্ট থাকে। ওই পথ ব্যবহার করেই মন্ত্রী-সচিবরা হরদম সচিবালয়ে যাওয়া-আসা করেন। তারা এই বিক্ষোভ দেখলে অধিদপ্তরের ডিজি, মন্ত্রণালয়ের সচিবের কি আর ইজ্জত থাকে? মন্ত্রীর মাথাও কি নিচু হয় না মন্ত্রিসভায় কলিগদের সামনে? সূত্র: দেশ রুপান্তর
জনগণ আওয়ামী লীগকেই ভোট দেবে: শেখ হাসিনা
বিএনপি-জামায়াতকে ‘দুর্নীতিবাজ-খুনী এবং লুটেরা-চোর’ আখ্যা দিয়ে তারা যেন ফের ক্ষমতায় আসতে না পারে, সে বিষয়ে দেশের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, “তারা (বিএনপি-জামায়াত) বাংলাদেশকে ধ্বংস করবে। তাই, সতর্ক থাকুন, যাতে বিএনপি-জামায়াত চক্র আবার ক্ষমতায় না আসে।”আওয়ামী লীগ সবসবসময় জনগণের ‘পাশে’ থেকেছে মন্তব্য করে শেখ হাসিনা বলেছেন তার বিশ্বাস, আগামী নির্বাচনে তার দলকেই মানুষ বেছে নেবে।বাসস জানায়, রোববার যুক্তরাজ্যের লন্ডন ম্যারিয়ট হোটেলে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনষ্ঠানে শেখ হাসিনা এসব কথা বলেন। সূত্র: বিডি নিউজ।
ভালুকার বিলাসবহুল রূপ
অর্থনৈতিক কর্মকাণ্ডের বিকশিত এক প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে ময়মনসিংহের ছোট্ট শহর ভালুকা। খুব শিগগিরই সেই অর্জনের মুকুটে জুড়বে আরো পালক – একটি পাঁচ তারকা মানের বিলাসবহুল হোটেল, উচ্চ মানের বেসরকারি আবাসন প্রকল্প, বিশ্বখ্যাত একটি বিদ্যালয়ের শাখা, আর একটি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল। বর্ধনশীল শহরটিকে এখানে চাকরি আর ব্যবসার কাজে বসবাসকারী এবং ভ্রমণে আসা মানুষের জন্য সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধাযুক্ত করতে এসব প্রকল্প নিয়েছে বেস্ট হোল্ডিং লিমিটেড (বিএইচএল)।৮৫০ একর জমির ওপর এসব প্রকল্পে গ্রুপটি বিপুল অঙ্কের বা ৩,৫০০ কোটি টাকা বিনিয়োগ করছে। এতে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে বলে জানান গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশে নির্মাণ খাতের একজন অগ্রদূত আমিন আহমেদ।ভালুকায় বস্ত্র, সিরামিক, ওষুধ ও ফ্লোট গ্লাস-সহ বিবিধ পণ্য উৎপাদন করছে শত শত কারখানা। প্রতিনিয়ত আসছেন দেশি-বিদেশি ব্যবসায়ীরা। তাদের চাহিদা মাথায় রেখে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাওনার কাছে ২২৮ কক্ষের এক বিলাসবহুল হোটেল- ম্যারিয়ট ভালুকা গড়ে তোলা হবে। এটি হবে যুক্তরাষ্ট্র-ভিত্তিক ম্যারিয়ট ইন্টারন্যাশনালের হোটেল। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
সুদান থেকে প্রথম দলে ঢাকা ফিরলেন ১৩৬ জন
সংঘাতের মধ্যে তিন সপ্তাহ সুদানে আটকে থাকার পর সৌদি আরবের জেদ্দা হয়ে দেশে ফিরেছে বাংলাদেশিদের প্রথম দল। ১৩৬ জন বাংলাদেশির ওই দলটি সোমবার ভোরে জেদ্দা থেকে রওনা হয়ে বেলা সাড়ে ১০টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাদের স্বাগত জানান প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ।সুদান থেকে প্রথম দলে ঢাকা ফিরলেন ১৩৬ জন-তিনি বলেন, যারা বাকি আছেন, তাদেরও অতি সত্বর নিয়ে আসা হবে। শুরুতে পোর্ট সুদান থেকে জাহাজে জেদ্দায় নেওয়ার কথা ছিল এই বাংলাদেশিদের। শেষ পর্যন্ত সৌদি বিমান বাহিনীর ফ্লাইটে তিন দফায় তাদের ১৩৬ জনকে অন্য দেশের নাগরিকদের সঙ্গে জেদ্দায় পাঠানো হয়। এ সময় তাদের স্বাগত জানান সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হকও সেখানে উপস্থিত ছিলেন। সূত্র: বিডি নিউজ
সিটি নির্বাচন ঘিরে বিএনপির অস্বস্তি, আইএমএফ মিশনের সফর, রাষ্ট্রপতির সাক্ষাৎকারসহ নানা খবর
সমকালের প্রধান খবর হিসেবে উঠে এসেছে নবনিযুক্ত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সাক্ষাৎকার। খবরের শিরোনাম “প্রয়োজন হলে তখন আমার শুভচিন্তার প্রতিফলন ঘটাব”। সাক্ষাৎকারে উঠে এসেছে, রাষ্ট্রপতির কর্ম জীবন, নতুন দায়িত্বের চ্যালেঞ্জ এবং রাজনৈতিক চিন্তাধারার নানা দিক।সমকালকে তিনি বলেছেন, কিভাবে তিনি রাষ্ট্রপতি পদে মনোনয়নের ডাক পেলেন। তিনি বলেন, “হঠাৎই, সম্ভবত রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র দাখিলের তিন দিন আগে স্বয়ং আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ফোন করেন।””তিনি রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র দাখিলের জন্য প্রস্তুতি নিতে বললেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে কীভাবে ফরম পাব; পূরণ করতে হবে ইত্যাদি বিষয়েও ধারণা দেন,” সমকালকে দেয়া ইন্টারভিউতে বলেন রাষ্ট্রপতি।পাঁচ সিটি নির্বাচনকে ঘিরে নয়া দিগন্তের প্রধান শিরোনাম “গাজীপুর ও বরিশাল নিয়ে চিন্তিত আওয়ামী লীগ”। খবরে বলা হচ্ছে, সিটি নির্বাচনে দলীয়ভাবে মাঠের প্রধান বিরোধী দল বিএনপি অংশ না নেয়ায় রাজনৈতিক অঙ্গনে উত্তাপ কিছুটা কম। সূত্র: বিবিসি বাংলা ।