আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
ফিলিস্তিনিদের খাদ্যসহায়তা বন্ধ করছে জাতিসংঘ
আগামী মাস থেকে দুই লাখের বেশি ফিলিস্তিনিকে খাদ্যসহায়তা বন্ধ করে দিচ্ছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সংস্থাটি জানিয়েছে, ফিলিস্তিনে খাদ্যসহায়তার কার্যক্রম চালাতে তাদের পর্যাপ্ত তহবিল নেই। তাই এ কার্যক্রম বন্ধ করা হচ্ছে। ফিলিস্তিনে নিযুক্ত ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর সামের আবদেলজাবের গতকাল রোববার টেলিফোনে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন। সামের আবদেলজাবের বলেন, ‘তহবিলের তীব্র ঘাটতিতে পড়েছে ডব্লিউএফপি। তাই সীমিত সম্পদ ব্যবহার করতে গিয়ে সংস্থাটি এমন পীড়াদায়ক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আগামী জুন মাস থেকে দুই লাখের বেশি ফিলিস্তিনিকে খাদ্যসহায়তা বন্ধ করে দেওয়া হবে। এ সংখ্যা ডব্লিউএফপির পক্ষ থেকে সহায়তা পাওয়া ফিলিস্তিনিদের ৬০ শতাংশ।’ জাতিসংঘের আওতাভুক্ত সংস্থাটির এমন উদ্যোগের কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন গাজা ও পশ্চিম তীরের বসবাস করা ফিলিস্তিনিরা। কেননা, এসব জায়গায় গরিব মানুষের সংখ্যা বেশি। রয়েছে খাদ্যনিরাপত্তা নিয়ে ঝুঁকি ও উদ্বেগ। সূত্র: প্রথম আলো


মেক্সিকোতে বাংলাদেশিসহ ১১৩ অপহৃত অভিবাসী উদ্ধার
বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অপহৃত ১১৩ জন অভিবাসীকে মেক্সিকো থেকে উদ্ধার করা হয়েছে। উত্তর-পশ্চিম মেক্সিকোতে যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী এলাকার একটি ভবন থেকে তাদের উদ্ধার করা হয়।
রোববার বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে জানানো হয়, মেক্সিকো সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে এসব অভিবাসীরা অপহৃত হয়েছিলেন। অধিকাংশ অপহৃতরা এল সালভাদর, হন্ডুরাস, ডোমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, পেরু, নেপাল, বাংলাদেশ, কিউবা, কলম্বিয়া, ব্রাজিল ও আফগানিস্তানের। তাদের নিরাপদ স্থানে নেওয়া হয়েছে বলে মেক্সিকোর সোনোরা রাজ্যের প্রসিকিউটর অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে।
প্রসিকিউটরের কার্যালয় জানায়, পুলিশের এক অভিযানে তাদের উদ্ধার করা হয়েছে। অভিবাসীদের সঙ্গে অপরাধ করার দায়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ২ জন হন্ডুরান নাগরিক। সূত্র: সমকাল
ঢাকা সফর শেষ করল আইএমএফ
নিট রিজার্ভ প্রকাশ ও খেলাপি হ্রাসের তাগিদ
বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ অর্জন ও খেলাপি ঋণ কমানোর বিষয়ে জোর তাগিদ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তাদের ঋণের শর্ত অনুযায়ী জুনের মধ্যে নিট রিজার্ভ ২৪ দশমিক ৪৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে প্রয়োজন ৪৫০ কোটি ডলার। নির্দিষ্ট সময়ের মধ্যে এটা অর্জন ও প্রকাশের বিষয়ে গুরুত্বারোপ করেন। বর্তমান রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর খেলাপি ঋণের সর্বশেষ অবস্থা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকগুলোতে পড়ে থাকা বাংলাদেশিদের তিন বিলিয়ন মার্কিন ডলারের ব্যাপারেও জানতে চেয়েছে আইএমএফ। আগামী অর্থবছরে ৬৫ হাজার কোটি টাকার অতিরিক্ত রাজস্ব কিভাবে এবং কোন কৌশলে আহরণ করা হবে সে বিষয়েও তাদের প্রশ্ন রয়েছে। তারা বলেছেন, ‘একটি চ্যালেঞ্জিং পটভূমিতে, বাংলাদেশ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি। এ ধরনের নানা প্রশ্ন উত্থাপন, আলোচনা এবং সংশ্লিষ্টদের সঙ্গে দফায় দফায় বৈঠকের মধ্য দিয়ে রোববার শেষ হয়েছে আইএমএফের প্রতিনিধি দলের ঢাকা সফর। আগামী সেপ্টেম্বরে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের তাগিদ দিয়েছে। এছাড়া আরও কয়েকটি তাগিদের মধ্যে আছে আমদানি রপ্তানি বাণিজ্য ডলারের মূল্য ‘এক রেট’ এবং বৈদেশিক মুদ্রার বিনিয়ম হার বাজারভিত্তিক চালু ও রপ্তানি বাড়ানোর উদ্যোগ। এ ছাড়া সংস্কারসহ ব্যাংক খাতে খেলাপি ঋণ কমানো, সুদ হারে করিডোর ব্যবস্থা চালু ও সংশোধিত ব্যাংক কোম্পানি আইন আগামী সংসদে উত্থাপন। দু’সপ্তাহ্ব্যাপী ঢাকা সফরকালে সংস্থাটির প্রতিনিধিরা এসব বিষয়ে তাগিদ দেন। রোববার এ সফরের সমাপনী টানা হয়। এ ছাড়া ঋণের শর্ত অনুযায়ী কর বাড়াতে এর ব্যবস্থা সংস্কার ও রাজস্ব আয় বাড়ানোর রূপরেখা প্রণয়ন করতে বলা হয়েছে। এ ছাড়া রপ্তানি প্রবৃদ্ধি হ্রাসের কারণ, দেশে বৈদেশিক ঋণের অঙ্ক, কোয়ার্টারভিত্তিক জিডিপির হিসাব চালুর অগ্রগতি প্রসঙ্গ নিয়ে তারা কথা বলেন। সূত্র: যুগান্তর
বিলাওয়াল-জয়শঙ্করের তির্যক মন্তব্য
আরও তলানিতে ভারত-পাকিস্তান সম্পর্ক!
গত কয়েক বছরে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক উত্তেজনাপূর্ণ এবং ২০১৬ সালের পর এই প্রথম পাকিস্তান থেকে কোনো মন্ত্রী ভারতে যান। প্রত্যাশা ছিল বিলাওয়াল ভুট্টোর ভারত সফরের পর দুই দেশের সম্পর্কে উন্নতি হতে পারে। কিন্তু দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের পাল্টাপাল্টি বক্তব্য সামনে আসার পর এখন মনে হচ্ছে দুই দেশের সম্পর্কের চলমান উত্তেজনা এখনো প্রশমিত হয়নি এবং পরিস্থিতি ভালো হবে কি না তা নিয়েও সংশয় আছে। এ নিয়ে পাকিস্তানে বিবিসির সংবাদদাতা শুমাইলা জাফরি বলেন, পাকিস্তানের দৃষ্টিকোণ থেকে বিলাওয়াল ভুট্টো অনেক চিন্তাভাবনা করে এসসিও বৈঠকে যোগ দিয়েছিলেন। কিন্তু দুই দেশের সম্পর্কের বৈরিতা দ্রুত কাটবে বলে মনে হয় না। তবে ভারতীয় জ্যেষ্ঠ সাংবাদিক শেখর আইয়ারও মনে করেন, অন্তত আগামী দেড় বছরের জন্য ‘দুই দেশের সম্পর্কের উত্তেজনা কমার কোনো সম্ভাবনা নেই’। শুমাইলা জাফরি বলছেন, বিলাওয়াল ভুট্টোর ভারত সফর নিয়ে পাকিস্তানের ভিতরে শুরুতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও, তিনি দেশে ফেরার পর পরিস্থিতি কিছুটা বদলেছে। শুমাইলা জাফরি বলেছেন, গত বছরের ডিসেম্বরে বিলাওয়াল ভুট্টো জাতিসংঘে ভারতীয় প্রধানমন্ত্রী সম্পর্কে একটি বিতর্কিত বক্তব্য দিয়েছিলেন। এরপর তাকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়। তিনি বলেন, ‘প্রটোকল অনুযায়ী, দুই নেতার সেখানে করমর্দন করার কথা থাকলেও তা হয়নি।’ বিলাওয়াল যখন কথা বলছিলেন, তখন পেছনে মিডিয়ার ভাষ্য চলতে থাকে। ভারত থেকে ফিরে আসার পর বিলাওয়াল ভুট্টো সংবাদ সম্মেলন করে বলেন, ‘দুই দেশেরই দায়িত্ব আলোচনার পরিবেশ তৈরি করা। কিন্তু পরিস্থিতি দেখে মনে হয় না অদূর ভবিষ্যতে দুই দেশের সম্পর্কের কোনো উন্নতি হবে।’ সূত্র: বিডি প্রতিদিন।
দ্রুত বাসিন্দাদের জাপোরিজিয়া ত্যাগের নির্দেশ রাশিয়ার
পারমাণবিক দুর্ঘটনার শঙ্কা
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জাপোরিজিয়ায় পারমাণবিক স্থাপনার আশপাশের এলাকা থেকে অতিসত্বর স্থানীয় বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে রাশিয়া। এমন নির্দেশে ওই এলাকার বাসিন্দারা সীমাহীন দুর্ভোগ ও দিশাহারা পরিস্থিতির মধ্যে পড়েছে। কয়েক দিন থেকে খবর আসছেÑ ইউক্রেন পাল্টা হামলা শুরু করবে; এর মধ্যেই জাপোরিজিয়ায় সাধারণ মানুষের দুর্ভোগের খবর এলো। গতকাল বিবিসির খবরে বলা হয়, জাপোরিজিয়ার ১৮টি আবাসিক এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে রাশিয়া। এলাকাগুলোর মধ্যে এনারহোদার পারমাণবিক স্থাপনাও রয়েছে। এদিকে ইউক্রেনের শহর মেলিতপোলের মেয়র ইভান ফিদোরভ বলেছেন, বাসিন্দাদের নিয়ে কয়েক হাজার গাড়ি পাঁচ ঘণ্টা ধরে রাস্তায় আটকে আছে। অন্যদিকে জাতিসংঘের পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, জাপোরিজিয়ায় বেশ কয়েকটি পারমাণবিক দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, এ পরিস্থিতিতে জাপোরিজিয়ায় হামলার শঙ্কা বাড়ছে, যা আমরা অনুমানও করতে পারছি না। পারমাণবিক সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, পারমাণবিক স্থাপনার কর্মীরা সেখানে অবস্থানকালীন তাদের পরিবারের সদস্যদের জন্যও বিপদের শঙ্কা রয়েছে। আর পারমাণবিক স্থাপনার কর্মকর্তারা জানিয়েছেন, তাদের এলাকা ছেড়ে নিকটবর্তী শহর এনেরহোদারে যেতে বলা হয়েছে। এখান থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে; কিন্তু রবিবার ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, এসব বেসামরিক লোক রুশ নিয়ন্ত্রিত অঞ্চলের আরও ভেতরে বার্দিয়ানস্ক ও প্রাইমস্ক শহরে সরিয়ে নেওয়া হচ্ছে। মেলিতপোলের মেয়র ইভান ফিউদর টেলিগ্রামে জানান, খালিকরা এলাকার দোকানগুলোয় পণ্য ও ওষুধ শেষ হয়ে গেছে। তিনি আরও বলেন, এই এলাকায় ইউক্রেন আক্রমণ করলে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ করা হতে পারেÑ এই আশঙ্কায় হাসপাতালগুলো থেকে রোগীরা রাস্তায় নেমে পড়েছে। সূত্র: দৈনিক আমাদের সময়।
চে গুয়েভারাকে গ্রেপ্তার করা বলিভিয়ান জেনারেল মারা গেছেন
কিউবান বিপ্লবী আর্নেস্তো চে গুয়েভারাকে গ্রেপ্তার করেছিলেন বলিভিয়ান জেনারেল গ্যারি প্রাডো সালমন। নিজ দেশে ‘জাতীয় বীর’ হিসেবে পরিচিত এই জেনারেল স্থানীয় সময় শনিবার (৬ মে) ৮৪ বছর বয়সে মারা গেছেন। জেনারেল প্রাডোর ছেলে গ্যারি প্রাডো আরাউজ এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির। ১৯৬৭ সালে গ্যারি প্রাডোর নেতৃত্বেই বলিভিয়ায় সামরিক অভিযান চালানো হয়েছিল। মার্কিন সিক্রেট সার্ভিসের সহযোগিতায় করা এই অভিযানে চে গুয়েভারার নেতৃত্বে থাকা কমিউনিস্ট বিদ্রোহী দলটি পরাজিত হয়। সে সময়ে বলিভিয়ায় ডানপন্থী সামরিক সরকার ক্ষমতায় ছিল। গ্যারি প্রাডোর নেতৃত্বে গ্রেপ্তারের পর মারিও তেরান নামের বলিভিয়ান আরেক সেনা কর্মকর্তার গুলিতে নিহত হন গুয়েভারা। মহান এ বিপ্লবীকে হত্যা করা ওই সেনা কর্মকর্তা গত বছর মৃত্যুবরণ করেছেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে চরম স্নায়ুযুদ্ধ চলতে থাকে। যুক্তরাষ্ট্র তখন লাতিন আমেরিকায় চে গুয়েভারার মতো সমাজতান্ত্রিক বিপ্লবী নেতাদের নিয়ে বেশ উদ্বেগে ছিল। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
পেরুর স্বর্ণখনিতে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭
লাতিন আমেরিকার দেশ পেরুর একটি স্বর্ণখনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এছাড়া আরো পৌনে দুইশো মানুষকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে। সেখানে আর কেউ বেঁচে নেই বলেই ধারণা উদ্ধার কর্মকর্তাদের। দক্ষিণ আমেরিকার এ দেশটির দক্ষিণাঞ্চলীয় আরেকুইপা অঞ্চলের একটি খনিতে আগুন লাগার পর প্রাণহানির এই ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় ধারণা সংশ্লিষ্টদের। খবর বিবিসি। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে গণমাধ্যমটি বলছে, খনিটি পুনরায় ব্যবহার উপযোগী করতে ৩০ জনের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে রওয়ানা হয়েছে। ১৭৫ জন খনি শ্রমিককে উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডের শিকার এই খনিটি দেশটির দক্ষিণে অবস্থিত আরেকুইপা অঞ্চলের ছোট একটি খনি। সূত্র: বণিক বার্তা।
রুশ প্রতিরক্ষায় স্পষ্ট ফাটল
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া যখন ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে তখন ধারণা করা হয়েছিল, কয়েক দিনেই ইউক্রেনকে কবজা করে নেবে মহাশক্তিধর রুশ বাহিনী। কিন্তু বাস্তবে তা হয়নি। উল্টো ইউক্রেনের প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয় রাশিয়ার সেনারা। ইউক্রেনে সামরিক অচলাবস্থার জন্য রাশিয়ার পক্ষ থেকে উঠছে সমালোচনা। এরই মধ্যে ইউক্রেনের বাখমুত শহর থেকে নিজের সেনাদের প্রত্যাহারের হুমকি দেন ভাড়াটে সেনা দল ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। কয়েক দিন ধরেই বাখমুতে ওয়াগনার অস্ত্রসংকটে ভুগছে জানিয়ে আসছিলেন তিনি। তিনি অভিযোগ করেন, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তার চাহিদা অনুযায়ী মাত্র ৩২ শতাংশ অস্ত্র সরবরাহ করছে।
সর্বশেষ এক ভিডিও বার্তায় নিজের সেনাদের মৃতদেহ দেখিয়ে প্রিগোজিন অতিদ্রুত প্রয়োজনীয় গোলাবারুদ দাবি করেন। না হলে ১০ মে তিনি নিজ সেনাদের প্রত্যাহার করে নেওয়ার হুমকি দেন। ওই ভিডিওতে প্রচণ্ড ক্ষুব্ধ চেহারায় প্রিগোজিন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সেগেই শোইগু ও চিফ অব দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভের সমালোচনা করেন। ওয়াগনারপ্রধান জবাব দাবি করে বলেন, ‘শোইগু! গেরাসিমভ! গোলাবারুদ কোথায়? ওয়াগনার সেনারা স্বেচ্ছাসেবক হিসেবে লড়তে এসে মারা যাচ্ছে মেহগনি কাঠের দপ্তরে তোমাদের মোটাতাজা হওয়ার জন্য।’ যদিও শোইগু-গেরাসিমভকে দেওয়া প্রিগোজিনের হুমকি আপাতত কাজে লেগেছে। রুশ বার্তাসংস্থা তাস জানিয়েছে, ওয়াগনারকে পর্যাপ্ত গোলাবারুদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রিগোজিনের ভিডিওকে তার আত্মপ্রচার ও প্রভাব বিস্তারের অংশ হিসেবে দেখছে পশ্চিমা গণমাধ্যম। ভক্স, বিবিসির মতো সংবাদমাধ্যমের মতে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের প্রতিরোধ মোকাবিলায় সব যুদ্ধক্ষেত্রে অস্ত্র-গোলাবারুদ সমন্বয় করছে। কিন্তু ওয়াগনারপ্রধান শুধু নিজের বাখমুতকেই প্রাধান্য দিচ্ছেন। ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো রব লি ভক্সকে বলেন, ‘বাখমুতে দীর্ঘদিন ধরে রাশিয়ার গোলন্দাজ বাহিনীর সহায়তা পেয়ে আসছে ওয়াগনার, সবদিক দিয়ে তাদের বেশ প্রাধান্যও দেওয়া হয়েছে।’ সূত্র: দেশ রুপান্তর
অভিষেকের পর রাজা চার্লসকে এখন যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে
গত বছরের ৮ সেপ্টেম্বরে যেদিন রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যান, তার ৪৮ ঘণ্টার মধ্যেই ব্রিটেনের নতুন রাজা হিসেবে দায়িত্ব নেন চার্লস। এরও আট মাস পর গতকাল আনুষ্ঠানিকভাবে মুকুট পরিয়ে তার অভিষেক সম্পন্ন হলো। তবে নতুন রাজার জন্য সবকিছু যত সহজ বলে মনে হচ্ছে, ততটা সহজ নয়। রাজা তৃতীয় চার্লস এমন এক সময়ে রাজসিংহাসনের ভার নিয়েছেন, যখন যুক্তরাজ্য এবং ব্রিটিশ রাজপরিবারের সামনে অনেক চ্যালেঞ্জ। বিবিসি যেসব ইতিহাসবিদের সাক্ষাৎকার নিয়েছে তারা বিশ্বাস করেন নতুন রাজা “অভূতপূর্ব চ্যালেঞ্জের” মুখে পড়বেন। যুক্তরাজ্যে জ্বালানি সংকটের মারাত্মক প্রভাব পড়ছে সবকিছুর ওপর। অন্যদিকে রানি এলিজাবেথের ৭০ বছরের শাসনকাল শেষ হওয়ার পর রাজপরিবার সম্পর্কে মানুষের মনোভাব বদলে যাচ্ছে। সব মিলিয়ে রাজা তৃতীয় চার্লসের সামনে কঠিন পরীক্ষা।নতুন রাজাকে এখন যেসব ইস্যুর মোকাবেলা করতে হবে, এখানে তার কয়েকটি: বাস্তবতা-বোধ সম্পন্ন রাজতন্ত্র? ইউক্রেন যুদ্ধের পর হতে ব্রিটিশ জনগণ মারাত্মক জ্বালানি সংকটে ভুগছে। গত শীতে জ্বালানির দাম বৃদ্ধির কারণে তাদের সাংঘাতিক ভুগতে হয়েছে। অনেক পূর্বাভাসে বলা হচ্ছে, প্রায় সাড়ে চার কোটি মানুষ তাদের জ্বালানির বিল শোধ করতে রীতিমত হিমসিম খাবে, অর্থাৎ ব্রিটেনের দুই-তৃতীয়াংশ মানুষ। সূত্র: বিবিসি বাংলা।
যুক্তরাষ্ট্রের সীমান্ত শহরে চলন্ত গাড়ির ধাক্কায় নিহত ৮
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সীমান্ত শহর ব্রাউনসভিলে চলন্ত গাড়ির ধাক্কায় আটজন নিহত হয়েছেন।
রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে মেক্সিকোর সীমান্ত সংলগ্ন শহরটির একটি গৃহহীন ও অভিবাসী আশ্রয় কেন্দ্রের কাছে বাসস্টপে একদল লোকের ওপর একটি এসইইভ উঠে পড়ে, এতে ওই পথচারীরা নিহত হওয়ার পাশাপাশি আরও অন্তত পাঁচজন আহত হন বলে জানিয়েছে পুলিশ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছে তারা।ওই এসইউভির চালককে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে বলে ব্রাউনসভিল পুলিশ বিভাগের কর্মকর্তা লেফটেন্যান্ট মার্টিন স্যান্ডোভাল জানিয়েছেন। তবে ঘটনাটি ইচ্ছাকৃত কিনা তা পরিষ্কার হওয়া যায়নি। তদন্তের পর ওই গাড়ি চালকের বিরুদ্ধে আরও অভিযোগ আনা হতে পারে বলে স্যান্ডোভাল জানিয়েছেন। এর আগে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে দেওয়া উদ্ধৃতিতে পুলিশ জানিয়েছিল, ঘটনাটিকে একটি ইচ্ছাকৃত হামলা বলেই মনে হয়েছে। সূত্র: বিডি নিউজ