সেলফি তুলতে উরফির টাকা দাবি
সম্প্রতি ভারতীয় টেলিভিশন অভিনেত্রী উরফি জাভেদকে মুম্বাই বিমানবন্দরে দেখা গেছে। তাকে দেখেই ঘিরে ধরেছিল তার ভক্তরা। সেই ভিডিও নিমেষেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, উরফিকে বিমানবন্দর থেকে বেরিয়ে আসতে দেখেই ছবি তোলার জন্য তাকে ঘিরে ধরেছেন ভক্তরা। তবে রাতারাতি দর বাড়িয়ে নিলেন অভিনেত্রী উরফি। সেলফিতে পোজ দেওয়ার আগে সাফ বলে ওঠেন, পয়সা নিকালো। এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি।


হলুদ রঙের কুর্তি পরে উরফিকে দেখে চোখ কপালে উঠেছে ভক্তদের। কুর্তির সাথে কানে বড় রিং এবং চুলে খোপা বেধেছিলেন। ঢাকা পোশাকে উরফিকে দেখে সকলে যেমন অবাক হয়েছেন তেমনই পোশাকের মধ্যে বিশেষত্ব আনতে প্যান্ট ছাড়া রাস্তায় বেরিয়েছিলেন তিনি।
পোশাক নিয়ে আপনার চিন্তাভাবনা যেখানে শেষ হয়, সেখান থেকেই অভিনেত্রী উরফি ছুরি-কাঁচি চালাতে শুরু করেন।
বর্তমানে চর্চিত তারকা উরফি। কেউ কেউ আবার তার জন্য প্রশংসা করছেন। একাধিক মন্তব্যে ভরে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমের পাতা। নিত্য দিনই পোশাক নিয়ে বিতর্কের মুখে পড়েন ভারতীয় এই অভিনেত্রী।
সারাদিন/০৭ মে/এমবি