কুমিল্লায় যুবলীগ নেতা হত্যা: মাইক্রোবাসচালক গ্রেপ্তার

কুমিল্লা সংবাদদাতাকুমিল্লা সংবাদদাতা
প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, মে ৭, ২০২৩

কুমিল্লায় যুবলীগ নেতা জামাল হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাস ও চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (০৬ মে) রাতে নারায়ণগঞ্জের মদনপুর এলাকা থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ বিষয়ে রোববার বেলা ১১টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

রোববার (০৭ মে) দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন গণমাধ্যমকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তি তিতাস উপজেলার লালপুর এলাকার শামসুল হকের ছেলে মাইক্রোবাসচালক সুমন হোসেন।

নিহত ব্যক্তি তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন (৪০)।

Nagad

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, শনিবার (০৬ মে) রাতে অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল রাত সোয়া ৮টার দিকে জামাল এশার নামাজ পড়তে গৌরীপুর পশ্চিম বাজার বায়তুন নূর জামে মসজিদের দিকে যাচ্ছিল। এ সময় বোরকা পরিহিত তিন দুর্বৃত্ত মসজিদ গলিতেই তাকে এলোপাতাড়ি একাধিক গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সারাদিন/০৭ মে/এমবি