আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, মে ৬, ২০২৩

বাখমুত ছাড়ার ঘোষণা ওয়াগনারের

রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার বাহিনী আগামী বুধবারের মধ্যে বাখমুত শহর থেকে তার সেনাদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। সম্মুখযুদ্ধের প্রাণকেন্দ্র হয়ে ওঠা এই শহরে রুশ বাহিনীর গোলাবারুদ সরবরাহ নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ প্রকাশ করে আসছিল ওয়াগনাররা। নিহত সেনাদের মরদেহের পাশে হেঁটে চলার এক ভিডিও প্রকাশের পরপরই প্রিগোজিন বাখমুত ছাড়ার বিবৃতি দিলেন। এর আগে তিনি জানান, গোলাবারুদ স্বল্পতার অভাবে তাঁর পাঁচ গুণ সেনা হতাহত হয়েছে। বাখমুত ছাড়ার ঘোষণা ওয়াগনারের ভিডিওতে প্রিগোজিন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে ক্ষোভ ঝাড়েন। তিনি বলেন, ‘শোইগু! গেরাসিমভ! কোথায়…গোলাবারুদ?…তারা এখানে স্বেচ্ছাসেবক হিসেবে এসেছে এবং অফিসে বসা আপনাদের মোটাতাজা করার জন্য মারা গেছে।’ সূত্র: কালের কণ্ঠ

দক্ষিণ কোরিয়ায় কৃষিজমিতে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

দক্ষিণ কোরিয়ায় বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান। আজ শনিবার স্থানীয় সময় সকাল পৌনে ১০টার দিকে দক্ষিণ কোরিয়ার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের ওসান বিমানঘাঁটির পাশে এ ঘটনা ঘটে। দক্ষিণ কোরিয়ায় নিয়োজিত মার্কিন বিমানবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ওসান বিমানঘাঁটিতে এফ-১৬ যুদ্ধবিমানটি নিয়মিত প্রশিক্ষণের কাজে নিয়োজিত ছিল। হঠাৎ সেটি ঘাঁটির পাশের একটি কৃষিজমিতে বিধ্বস্ত হয়। বিধ্বস্তের কারণ তদন্ত করে দেখা হবে।তবে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের এ ঘটনায় কেউ নিহত হননি। পাইলট নিরাপদে যুদ্ধবিমানটি থেকে বের হয়ে আসতে পেরেছেন। তাঁকে পাশের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেসামরিক কেউ হতাহত হননি।দক্ষিণ কোরিয়ার গেয়োনগি প্রদেশের গর্ভনর কিম দং-ইওন টুইটে জানান, যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার পরপর সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে যান। তাঁরা যুদ্ধবিমানটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনেন। সূত্র: প্রথম আলো

কী ভাবছেন সেটিও এখন বুঝতে পারে এআই!

মানুষ মাত্রই চিন্তাশীল। প্রতি মুহূর্তে হাজারো চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। কোনোটা চেতন মনে কোনোটা অবচেতন মনে। যেগুলো কেউ কখনো জানতে পারেনি। তবে এবার হয়তো দিন বদলাচ্ছে। আর এটা করতে পারবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)। সম্প্রতি অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা মানুষের মনের কথা বোঝা বা ‘মাইন্ড রিড’ করার প্রযুক্তি আরও উন্নত করার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি নেচার নিউরোসায়েন্স জার্নালে প্রকাশিত গবেষণায় দাবি করা হয়েছে, এফএমআরআই স্ক্যানের মাধ্যমে মস্তিষ্কের বিভিন্ন অঞ্চলে রক্ত প্রবাহের মাত্রা বিশ্লেষণ করে মানুষের মনের একান্ত ব্যক্তিগত চিন্তাগুলোকে বলে দিতে পারে (ডিকোড) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)। গবেষকরা ইতোমধ্যেই এর জন্য ল্যাংগুয়েজ-ডিকোডিং মেথডস (এআইয়ের বুঝতে পারা মস্তিষ্কের অব্যক্ত ভাবনাগুলো মানুষের ভাষায় অনুবাদ করার প্রযুক্তি) তৈরি করেছেন। মূলত প্যুারালাইজড বা পাঘাতগ্রস্ত হয়ে কথা বলার মতা হারিয়ে ফেলা ব্যক্তিদের জীবনকে একটু সহজ করে তুলতে এই প্রযুক্তি উদ্ভাবন ও উন্নয়নের পদপে নিয়েছেন গবেষকরা। ফলাফলও এসেছে দার”ণভাবে ইতিবাচক। সূত্র: বিডি প্রতিদিন।

Nagad

কঙ্গোতে ভারী বর্ষণে বন্যা, নিহত ১৭৬

কঙ্গোর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ১৭৬ জন নিহত হয়েছেন। সাউথ কিভু প্রদেশের প্রাদেশিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার প্রদেশটিতে ভারী বৃষ্টিপাতের ফলে একটি নদীর পানি উপচে পড়ে এবং বুশুশু ও নিয়ামুকুবি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে। খবর আল-জাজিরার।বন্যায় মৃতের সংখ্যা ১৭৬ জন বলে জানিয়েছেন সাউথ কিভুর গভর্নর থিও এনগওয়াবিদজে কাসি। তিনি বলেন, এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। তবে স্থানীয় নাগরিক সমাজের সদস্য কাসোল মার্টিন বলেছেন, সেখানে ২২৭টি মরদেহ পাওয়া গেছে। তিনি আরও বলেন, মানুষ খোলা জায়গায় ঘুমাচ্ছে। স্কুল ও হাসপাতাল বন্যার পানিতে ভেসে গেছে।
শুক্রবার আকাশ পরিষ্কার হয়ে গেছে, কাদার ঘন স্তরগুলোর নিচ থেকে সমতল ঘরবাড়ি ও টিনের চাল ভেসে আসছে। উথ কিভু প্রদেশে বন্যা এবং ভূমিধস অস্বাভাবিক কোনো ঘটনা নয়। ২০১৪ সালের অক্টোবরে সেখানে এমন বিধ্বংসী বন্যার ঘটনা ঘটেছিল। ওই সময় কঙ্গোর এ অঞ্চলটিতে সাত শতাধিক বাড়িঘর ধ্বংস হয়ে যায়। সূত্র: সমকাল

১৫ দেশের রাজা চার্লসের রাজত্ব কতদিনের

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক আজ। মা রানি দ্বিতীয় এলিজাবেথের উত্তরসূরি হিসাবে রাজাসনে বসবেন তিনি। শুধু ব্রিটেন নয়, প্রথাগত এ আনুষ্ঠানিকতার মাধ্যমে একই সঙ্গে দেশটির সাবেক উপনিবেশ বা কমনওয়েলথভুক্ত আরও ১৪টি দেশের রাজাও হবেন তিনি। তবে চার্লসের রাজতন্ত্রের দৌড় কতদূর তা নিয়ে বরাবরের মতোই আরও ঘোলা হচ্ছে জল। প্রশ্ন উঠেছে, মায়ের মতো জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা ধরে রাখতে পারবেন নাকি অধীনস্ত দেশগুলোতে দিনে দিনে ফুঁসে ওঠা রাজতন্ত্রবিরোধী ঝড়ে ‘রাজা পদ’ থেকে ছিটকে পড়বেন? বিবিসি, গার্ডিয়ান। আজকের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, ব্রাহামাস, বেলিজ, গ্রেনাডা, জ্যামাইকা, পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, টুভালু, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাদাইনসের রাজারও দায়িত্ব নিচ্ছেন চার্লস। কিন্তু দুশ্চিন্তার বিষয় হলো কমনওয়েলথভুক্ত বেশিরভাগ দেশই চার্লসে খুশি না। মাথাব্যথা নেই রাজ্যাভিষেক নিয়েও। আয়োজন নেই, আনন্দ নেই। চার্লসের রাজ্যাভিষেক মন্তব্যে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের প্রধানমন্ত্রী ডেনজিল ডগলাস বলেছেন, ৪০ বছরের স্বাধীনতার পরও দেশটির নিজস্ব পরিচয় এখনো প্রশ্নবিদ্ধ। আমরা গণতন্ত্র নাকি প্রজাতন্ত্রের দিকে তা নিয়েও চলছে বিতর্ক। আরও বলেন, চার্লসের রাজতন্ত্র থেকে বেরিয়ে আসতে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের সংবিধানে জনগণকে গণভোটে ভোট দিতে হবে। একই রব অন্য দেশগুলোতেও। তবে গণভোটের পদ্ধতি ভিন্ন ভিন্ন দেশে বিভিন্ন। সেন্ট লুসিয়া, বাহামা, জ্যামাইকা এবং সেন্ট কিটস অ্যান্ড নেভিসে সংখ্যাগরিষ্ঠ ভোটার প্রয়োজন। এ তো গেল ছোট দেশের কথা। কমনওয়েলথের বড় দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়ার রাস্তায়ও কোনো আভাস নেই চার্লসের রাজ্যাভিষেকের। সেখানেও তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের মতো জনপ্রিয় নন। সূত্র: যুগান্তর

ভেঙে যাচ্ছে কি ইউরোপের বৃহত্তম ব্যাংক

এইচএসবিসি ব্যাংক ব্রিটেনের ব্যাংকিং খাতে অনন্য উদাহরণ তৈরি করা একটি নাম। প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৬৫ সালে হংকংয়ে। তখন থেকেই এগিয়ে যেতে থাকে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে সেতুবন্ধ তৈরির প্রকল্প নিয়ে। বিশ্বব্যাপী পরিষেবা পৌঁছানোর সুবিধা বিবেচনা করেই প্রধান কার্যালয় সরিয়ে নেয়া হয় ব্রিটেনে। বর্তমানে প্রায় ৩ ট্রিলিয়ন ডলারের সম্পত্তি নিয়ে স্থান করে নিয়েছে বিশ্বের প্রথম ১০টি ব্যাংকের তালিকায়। ব্যাংক খাতের দুর্দিনেও রয়েছে শক্তিশালী অবস্থানে, পরিণত হয়েছে লাভজনক ও দ্রুতবর্ধনশীল প্রতিষ্ঠানে। তবে সম্প্রতি ব্যাংকটিকে ঘিরে জন্ম নিয়েছে বিতর্ক। প্রশ্ন উঠেছে, শেষ পর্যন্ত বিভাজন ঠেকিয়ে এক থাকতে পারবে তো এইচএসবিসি? এইচএসবিসির সব থেকে বড় বিনিয়োগকারী চীনা ইন্স্যুরেন্স পিং অ্যান। তারা হংকংকে কেন্দ্র করে স্বাধীনভাবে এইচএসবিসির কার্যক্রম চালু করতে আগ্রহী। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ প্রবলভাবে বিরোধিতা জানিয়েছে। দেখিয়েছে সিদ্ধান্ত ব্যয়বহুল ও অকার্যকর হয়ে যাওয়ার ভয়। সে প্রান্তিকতা ধরেই চলছে আলোচনার পর আলোচনা। বিনিয়োগকারীদের নিয়ে পিং অ্যান দুটি প্রস্তাব ধরে এগোচ্ছে। তার প্রধানটিই হলো এইচবিসির এশীয় উইংকে আলাদা করা। পিং অ্যান ২০১৭ সালে প্রথম বিনিয়োগ করে এইচএসবিসি ব্যাংকে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে শেয়ারের ৮ শতাংশ পিং অ্যানের। পিং অ্যান পৃথিবীর বৃহত্তম ইন্স্যুরেন্স কোম্পানি। সেই সঙ্গে রয়েছে স্বাস্থ্য ও ব্যাংকিং পরিষেবা। স্বাভাবিকভাবেই খুব সহজে কাটছে না শঙ্কা। সূত্র: বণিক বার্তা।

মিয়ানমারে রেখে আসা গ্রামের অস্তিত্ব দেখেনি রোহিঙ্গারা

মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু থেকে ২০১৭ সালের আগস্ট মাসে পালিয়ে আসার সময় যে গ্রাম রেখে এসেছিলেন তার কোনো অস্তিত্ব দেখেননি রোহিঙ্গা প্রতিনিধিরা। ওখানে এখন সারিবদ্ধ ক্যাম্প তৈরি করা হয়েছে।
প্রত্যাবাসনের পরিবেশ-পরিস্থিতি দেখতে যাওয়া বাংলাদেশে বসবাসরত ২০ রোহিঙ্গাসহ ২৭ সদস্যের প্রতিনিধিদল শুক্রবার বিকাল পৌনে ৫ টায় মিয়ানমার থেকে আসার পর এমন তথ্য জানিয়েছেন সফরকারী দলে রোহিঙ্গা আবু সুফিয়ান।আবু সুফিয়ান জানান, মংডু শহরের আশপাশে কয়েকটি গ্রাম ঘুরে দেখেছেন তারা। ওখানে গ্রামের কোনো অস্তিত্ব ছিল না। সবকিছু পাল্টে গেছে। তবে সারি সারি ক্যাম্প তৈরি করা হয়েছে ওসব জায়গায়। এসব ক্যাম্পেই রোহিঙ্গাদের নিয়ে রাখার পরিকল্পনা করছে মিয়ানমার। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

অন্তরাল থেকে সবার নজরে

কয়েক দশকের প্রেম এবং ১৮ বছরের বিবাহিত জীবন। রাজা তৃতীয় চার্লস অবশেষে আজ শনিবার আনুষ্ঠানিকভাবে মাথায় দেবেন ব্রিটিশ রাজমুকুট। একই সঙ্গে তার ‘প্রিয়তমা স্ত্রী’ ক্যামিলার মাথায় শোভা পাবে রানির মুকুট। এএফপি জানায়, লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠানে রানি ক্যামিলার দিকেও থাকবে সবার দৃষ্টি। কারণ, এই যুগলের সম্পর্ক মেনে নিতে ব্রিটেনের জনতার একটি বড় অংশ একসময় নারাজ ছিল। আজকের জায়গায় এসে পৌঁছাতে তাকে তো কম বাধা-বিপত্তি পেরোতে হয়নি। এতকিছুর পরও ক্যামিলা বিশ্বনেতাদের উপস্থিতিতে রানির মুকুট পরবেন- এটা তো কম কথা নয়। লোকচক্ষুর অন্তরালে থাকা এই নারী যেন আচমকাই সামনের সারিতে চলে এলেন। তার ছেলে টম পার্কার বাওয়েলস বলেছেন, পুরোনো দিনের ভারী পোশাক পরে রানিকে অনেকখানি হাঁটতে হবে। তার বয়স এখন ৭৫, যদিও তিনি কখনো অনুযোগ করেন না।সৎবাবা ৭৪ বছর বয়সী রাজা তৃতীয় চার্লস সম্পর্কে টম পার্কার বলেন, তিনি সদাশয়, বুদ্ধিমান ব্যক্তি যিনি নিজের দায়িত্ব সম্পর্ক সম্পূর্ণ সচেতন। সূত্র: দৈনিক বাংলা।

সংঘাত থেকে পালিয়ে ক্ষুধার মুখে

দফায় দফায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েও সংঘাত থামেনি সুদানের বিবদমান দুপক্ষের। রাজধানী খার্তুমসহ আশপাশের অনেক শহরেই ঘটছে হামলা-পাল্টা হামলার ঘটনা। দফায় দফায় ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ। তিন সপ্তাহের যুদ্ধে মানবিক সংকট আরও তীব্র হয়েছে। দেশটি থেকে পালিয়ে যেতে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে এক লাখের বেশি মানুষ। অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে আরও কয়েক লাখ। তবে বাস্তুভিটা ছেড়ে পালিয়ে যাওয়া মানুষ আপাতত গোলাগুলির হাত থেকে বাঁচলেও পড়েছে ক্ষুধার মুখে। এ অবস্থায় জাতিসংঘের এক কর্মকর্তা বিবদমান দুপক্ষের জেনারেলের সঙ্গে ফোনালাপও করেছিলেন। তবে তাদের কারও মধ্যেই এখনো ‘যুদ্ধ বন্ধ করার কোনো ইচ্ছা নেই’ বলে জানিয়েছেন তিনি। আর এ কারণে সুদানের মানবিক পরিস্থিতি এখন বিপজ্জনক চূড়ায় রয়েছে। জাতিসংঘের মানবিকবিষয়ক উপমহাসচিব এবং জরুরি ত্রাণ সমন্বয়কারী মার্টিন গ্রিফিথস সম্প্রতি যুদ্ধ বন্ধ করতে আলোচনার জন্য পোর্ট সুদানে গিয়েছিলেন। তিনি ফোনে নিয়মিত সেনাবাহিনীর প্রধান আবদেল ফাত্তাহ আল বুরহান ও র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) নামক আধাসামরিক বাহিনীর প্রধান মোহাম্মাদ হামদান দাগালোর সঙ্গে কথা বলেছেন। কিন্তু তারা কেউই যুদ্ধবিরতিতে যেতে ইচ্ছুক নয় বলে জানিয়েছেন গ্রিফিথস। পোর্ট সুদান সফরের কয়েক ঘণ্টা পর বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সবচেয়ে কঠোর বাস্তবতা হচ্ছে, লড়াইরত দুপক্ষই যুদ্ধ চালিয়ে যেতে আগ্রহী। সূত্র: দেশ রুপান্তর

রাজা তৃতীয় চার্লসের ঐতিহাসিক অভিষেকের অপেক্ষায় ব্রিটেন
৭০ বছরে প্রথম কোন রাজ্যাভিষেক শুরু হবে যুক্তরাজ্য সময় শনিবার সকাল থেকে। যা ঘিরে রাজা তৃতীয় চার্লস এবং রানিকে ঘোড়ার গাড়িতে করে নিয়ে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে যাওয়ার জন্য শেষ মূহুর্তের প্রস্তুতি চলছে। বৃষ্টির পূর্বাভাস সত্ত্বেও রাজার বাহন যে পথে যাবে সেখানে এরইমধ্যে ভিড় করতে শুরু করেছেন দর্শনার্থীরা।প্রায় ১০০টি দেশের প্রধানের উপস্থিতি ঘিরে সেন্ট্রাল লন্ডনে থাকছে ব্যাপক নিরাপত্তা।একইসাথে রাজতন্ত্রের বিপক্ষে যারা তারা তাদের কথামতো প্রতিবাদও শুরু করেছে।অভিষেক অনুষ্ঠান প্রায় ২ ঘন্টা ধরে চলবে। যা একেবারে সামনাসামনি বসে দেখবেন ২৩০০ বিশেষ অতিথি। যার মধ্যে আছেন প্রিন্স হ্যারি, ডিউক অফ সাসেক্স, যিনি যুক্তরাষ্ট্র থেকে শুক্রবার এক সাধারণ ফ্লাইটে এসে পৌঁছেছেন।এর আগে প্রিন্স হ্যারি তার ভাই প্রিন্স উইলিয়াম, প্রিন্স অফ ওয়েলসের সাথে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন এমন কথা জানানোর পর এই প্রথমবার কোন রাজকার্যে দেখা যাচ্ছে তাকে। সূত্র: বিবিসি বাংলা।