পদ্মা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি খাতের ব্যাংক ‘পদ্মা ব্যাংক লিমিটেড’। এই ব্যাংকটিতে চুক্তি ভিত্তিতে অ্যাসোসিয়েট রিলেশনশিপ অফিসার পদে লোক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: অ্যাসোসিয়েট রিলেশনশিপ অফিসার।


পদসংখ্যা: ১০৫। এর মধ্যে ঢাকা মেট্রোতে ৪০ জন, খুলনা মেট্রোতে ১০ জন, চট্টগ্রাম মেট্রোতে ২০ জন, চট্টগ্রামের লোহাগাড়া ও কেরানিহাটে ১০ জন, বৃহত্তর ময়মনসিংহে ১০ জন, বৃহত্তর কুমিল্লা/চাঁদপুরে ১৫ জন।
শিক্ষাগত যোগ্যতা: সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস হতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩৭ বছর।
বেতন: ব্যাংকের পলিসি অনুসারে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
আবেদন যেভাবে: সদ্য তোলা ছবিসহ প্রার্থীদের এই ই-মেইলে [email protected] সিভি পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: আগামী ১০ মে, ২০২৩।
সূত্র- প্রথম আলো
সারাদিন/০৩ মে/এমবি