শরীর নিয়ে লজ্জার কিছুই নেই: রাধিকা আপ্তে
বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে-কে নিয়ে চর্চা হামেশাই লেগেই রয়েছে৷ এবার পড়াশোনা, ক্যারিয়ার, ওটিটিতে অভিনয় সব নিয়েই মুখ খোলেন অভিনেত্রী রাধিকা। তিনি বলছেন, শরীর নিয়ে লজ্জা পাওয়ার মতো কিছুই নেই।
সম্প্রতি শেহনাজ গিলের জনপ্রিয় চ্যাট শো দেশি ভাইবসে উপস্থিত হয়ে রাধিকা আপ্তে এই কথা বলেন।


শেহনাজের এক প্রশ্নে রাধিকা আপ্তের জবাব, আমার মনে হয় না নিজের শরীর নিয়ে লজ্জার কিছু আছে। যেটা সবচেয়ে খারাপ সেটা হলো, শরীর নিয়ে লজ্জা সমাজ আমাদের উপর চাপিয়ে দিয়েছে। যেটা নিয়ে আদতে লজ্জা পাওয়ার মতো কিছুই নেই। আমরা তো শরীরটা নিয়েই পৃথিবীতে এসেছি, তাই শরীরকে লজ্জা নয় বরং সম্মান করা উচিত।
অভিনেত্রী রাধিকা বলেন, আমার মা ও বাবা দুই জনেই চিকিৎসক। তারা এতটাই শরীর নিয়ে কাটা-ছেঁড়া করেন, তাই এটাকে সাহসী বলে মনেই করি না। বরং এটাকে ভীষণ পিছিয়ে পড়া ভাবনা বলেই মনে হয়।
তিনি আরও বলেন, আমি নিজেও কখনও শরীর নিয়ে লজ্জা পাইনি কারণ, আমি নিজেকে ভালোবাসি এবং নিজের শরীরকেও ভালোবাসি।
সারাদিন/০২ মে/এমবি