ফখরের বিধ্বংসী সেঞ্চুরিতে পাকিস্তানের ইতিহাস গড়া জয়
এবার দ্বিতীয় ম্যাচে আবারও বিধ্বংসী এক সেঞ্চুরি হাঁকিয়েছেন পাকিস্তানি ওপেনার ফখর জামান। এতে নিজেদের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়লো পাকিস্তান। এই ম্যাচে ৭ উইকেটে জয় পেয়েছে বাবর আজমের দল।
শনিবার (২৯ এপ্রিল) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ড্যারিল মিচেলের ১২৯ রানের ইনিংসে ভর করে নির্ধারিত সময়ে ৫ উইকেটে ৩৩৬ রান তুলেছিল নিউজিল্যান্ড।


তবে ফখরের ১৪৪ বলে ১৮০ রানের হার না মানা এক ইনিংসে বড় টার্গেটকে মামুলি বানিয়ে ফেলে পাকিস্তান। ফলে ১০ বল হাতে রেখেই ৭ উইকেটের ব্যবধানে জিতেছে স্বাগতিকরা।
আগের ম্যাচে ফখর জামানের সেঞ্চুরিতে নিজেদের ৫০০তম ওয়ানডে ম্যাচ জয়ের মাইলফলক স্পর্শ করেছিল পাকিস্তান।
পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী বুধবার করাচিতে মুখোমুখি হবে পাকিস্তান। বর্তমানে ২-০ তে এগিয়ে রয়েছে বাবর আজমের দল।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ৩৩৬/৫।
(ইয়াং ১৯, বাওয়েস ৫১, মিচেল ১২৯, ল্যাথাম ৯৮, নিশাম ১৭ , চাপম্যান ১, নিকোলস ৬, নাসিম ১০-০-৪৯-১, ইহসানউল্লাহ ৮-০-৬০-০, রউফ ১০-০-৭৮-৪, নওয়াজ ৭-০-৪০-০, উসামা ১০-০-৬৬-০, সালমান ৫-০-৩৪-০)।
পাকিস্তান: ৪৮.২ ওভারে ৩৩৭/৩।
(ফখর ১৮০*, ইমাম ২৪, বাবর ৬৫, শফিক ৭, রিজওয়ান ৫৪*; হেনরি ৯.২-১-৫৯-১, শিপলি ১০-০-৫৮-১, নিশাম ৯-০-৬৪-০, সোধি ১০-০-৭৯-১, রবীন্দ্র ১০-০-৭৫-০)।
ফল: পাকিস্তান ৭ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ফখর জামান
সারাদিন/৩০ এপ্রিল/এমবি