রিয়াল বেতিসকে বিধ্বস্ত করলো বার্সেলোনা

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৩

ছবি- সংগৃহীত

লা লিগায় ১০ জনের রিয়াল বেতিসকে বিধ্বস্ত করে শিরোপা জয়ের আরও কাছে গেলো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।

শনিবার (২৯ এপ্রিল) রাতে ঘরের মাঠ কাম্প নউয়ে লা লিগার ম্যাচে ৪-০ গোলে জিতেছে বার্সা। এদিন একটি করে গোল করেছেন রবের্ত লেভানদোভস্কি, রাফিনিয়া ও আন্দ্রেয়াস ক্রিস্তেনসেন। অন্যটি আত্মঘাতী।

লা লিগার ইতিহাসে কেবল তৃতীয় খেলোয়াড় হিসেবে বদলি নামার পর প্রথমার্ধেই দুটি হলুদ কার্ড দেখেন এদগার গনসালেস। এক জন কমে যাওয়ার পর এলোমেলো হয়ে পড়া বেতিস আর ম‍্যাচে ফিরতে পারেনি।

এদিন ম্যাচের ১৪তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। দারুণ হেডে বল জালে জড়ান আন্দ্রেস ক্রিস্তেনসেন। শুরুতে পিছিয়ে পড়লেও জবাব দিতে ভুল করেনি বেতিস। একের পর এক আক্রমণে ব্যাতিব্যস্ত রাখে বার্সার রক্ষণভাগকে।

এরপর ম্যাচের ৩৩তম মিনিটে বড় ধাক্কা খায় বেতিস। বদলী হিসেবে নামা গনঞ্জালেস লার্ল কার্ড পেয়ে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় বেতিস। পরে ম্যাচের ৩৬তম মিনিটে জুলস কুন্দের ক্রসে অনায়াসে জাল গোল করেন লেভান্দোভস্কি।

এরপর ৩৯তম মিনিটে মাঝমাঠ থেকে বল বাড়ান সার্জিও বুসকেটস। ছুটে গিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন রাফিনিয়া। শুরুতে অফসাইডের বাঁশি বাজান রেফারি। পরে ভিএআরের সাহায্য নিয়ে বদলান সিদ্ধান্ত। এতে ৩-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় বার্সা।

Nagad

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৮২তম মিনিটে ব্যবধান ৪-০ করে বার্সেলোনা। তবে এবারের গোলটি আত্নঘাতী। আনসু ফাতির বুলেট গতির শট গিদো রদ্রিগেজের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।

এখন ৩২ ম‍্যাচে ২৬ জয় এবং চার ড্রয়ে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। দিনের অন‍্য ম‍্যাচে আলমেরিয়াকে ৪-২ গোলে হারানো রিয়াল মাদ্রিদ ৬৮ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। আর ৪৯ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে রিয়াল বেতিস।

সারাদিন/৩০ এপ্রিল/এমবি