আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
সুদানে সহিংসতা নিয়ে জাতিসংঘ
দারফুর অঞ্চলে সমাজ ভেঙে পড়েছে
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গতকাল শনিবারও সংঘর্ষ চলেছে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে। খার্তুমে যুদ্ধবিমান থেকে বোমা নিক্ষেপ এবং বিমান বিধ্বংসী যুদ্ধযান থেকে গুলি ছোড়ার খবর মিলেছে। বিভিন্ন এলাকায় বাধাহীনভাবে চলছে লুটপাট। এর মধ্যে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছেন, দারফুর অঞ্চলে সমাজব্যবস্থা ভেঙে পড়েছে।পশ্চিম দারফুর রাজ্যের এল জেনেইনা শহরে চলতি সপ্তাহে ৯৬ জনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘দারফুরে যা ঘটছে তা ভয়ানক। সমাজ ভেঙে পড়ছে। উপজাতিরা নিজেদের অস্ত্রেশস্ত্রে সজ্জিত করছে।’ এর আগে জাতিসংঘ শুক্রবার বলেছে, দারফুর থেকে নিজেদের শেষ কর্মীকে সরিয়ে নিয়েছে সংস্থাটি। ডক্টরস উইদাউট বর্ডার (এমএসএফ) বলেছে, বাস্তুচ্যুত লোকদের ঘরবাড়ি ধ্বংস, লুটপাট ও অগ্নিসংযোগের ব্যাপক খবর মিলছে। এ নিয়ে সংস্থাটির উপব্যবস্থাপক সিলভেইন পেরন বলেন, পশ্চিম দারফুরে নিজেদের প্রায় সব কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছেন তাঁরা। সূত্র: কালের কণ্ঠ
হঠাৎই বার্সেলোনার রেস্তোরাঁয় হাজির ওবামা, স্পিলবার্গ, স্প্রিংস্টিন


একজন সাবেক মার্কিন প্রেসিডেন্ট, বিশ্ব বিখ্যাত এক হলিউড পরিচালক এবং একজন রক সংগীত তারকা একসঙ্গে রেস্তোরাঁয় হাজির। কোনো কৌতুকের সূচনার মতো শোনালেও, গত বৃহস্পতিবার স্পেনের বার্সেলোনা শহরের ‘আমার’ নামের রেস্তোরাঁর কর্মীরা এমনই এক দৃশ্যের সাক্ষী হয়েছেন। ৪৪তম মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, পরিচালক স্টিভেন স্পিলবার্গ এবং সংগীতশিল্পী ব্রুস স্প্রিংস্টিন হঠাৎই ওই রেস্তোরাঁয় হাজির হলে রেস্তোরাঁর কর্মীরা চমকে যান। স্পেনের এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ‘আমার’ রেস্তোরাঁর পাচক জাফরা বলেন, স্প্যানিশ বংশোদ্ভূত মার্কিন রেস্তোরাঁ ব্যবসায়ী হোসে আন্দ্রেসের পরামর্শে ওবামারা সেখানে গিয়েছিলেন।
জাফরা বলেন, হোসে আন্দ্রেস তাঁকে বলেছিলেন যে বুকিংটা গুরুত্বপূর্ণ। আর তখনই তিনি বুঝতে পারলেন যে, স্প্রিংস্টিনের কনসার্টে যোগ দিতে ওবামা, তাঁর স্ত্রী মিশেল ও স্পিলবার্গ ওই শহরে অবস্থান করছেন।রেস্তোরাঁর কর্মীরা বিখ্যাত এই মানুষদের কাছে পেয়ে তাঁদের সঙ্গে ছবি তোলার সুযোগ হাতছাড়া করেননি। পল পেরেলো নামের এক রেস্তোরাঁকর্মী ইনস্টাগ্রামে এ ধরনের একটি ছবি পোস্ট করেছেন। সূত্র: প্রথম আলো
বাড়বে সুদহার
মূল্যস্ফীতির মধ্যেও যুক্তরাষ্ট্রের ভোক্তা ব্যয় অপরিবর্তিত
২০২৩ সালের তৃতীয় মাসে যুক্তরাষ্ট্রের ভোক্তা ব্যয় অপরিবর্তিত ছিল। এ সময়ে বিভিন্ন পরিষেবায় খরচ বেড়ে যাওয়ার কারণেই নাগরিক পর্যায়ে পণ্য ব্যয় উল্লেখযোগ্য হারে কমেছে। কিন্তু অভ্যন্তরীণ মূল্যস্ফীতির চাপে ফেডারেল রিজার্ভ আবার সুদহার বাড়াতে পারে বলে গুঞ্জন রয়েছে। খবর রয়টার্স। সম্প্রতি দেশটিতে চলমান শক্তিশালী উচ্চমূল্যস্ফীতিতে কিছুটা অবনমন হয়েছে। কেননা প্রথম প্রান্তিকে দেশটিতে পারিশ্রমিক বেড়েছিল। শক্তিশালী শ্রমবাজারের কারণে বেসরকারি খাতে বেতন অর্জন কিছুটা বেড়ে যাওয়াই এর কারণ। যেহেতু অর্থনীতি কিছুটা নিম্নমুখী, ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহের মধ্যে প্রত্যাশিত সুদহার বাড়ার যে চক্র তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে। ১৯৮০ সালের পর এবারই সবচেয়ে দ্রুতগতিতে সুদহার বাড়ল।সম্প্রতি অর্থনৈতিক বাজারের টালমাটাল পরিস্থিতিতে কঠোর সুদ পরিস্থিতি চলতি বছরে আরো বেশি মন্দার আশঙ্কা তৈরি করেছে। ফেডারেল সরকারের ৩১ দশমিক ৪ ট্রিলিয়ন ঋণমাত্রা নির্ধারণ করার হার অর্থনীতিতে আরো ঝুঁকি তৈরি করেছে। সূত্র: বণিক বার্তা।
রাশিয়ার গ্রামে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২: গভর্নর
রাশিয়ার একটি গ্রামে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন নিহত হয়েছে। রাশিয়ার সীমান্তবর্তী ব্রায়ানস্ক ওবলাস্ট এলাকায় স্থানীয় সময় শনিবার রাতে এই ক্ষেপণাস্ত্র হামলা হয়।আঞ্চলিক গভর্নরের বরাত দিয়ে আজ রোববার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ব্রায়ানস্ক ওবলাস্টের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ জানান, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সীমান্তবর্তী সুজেমকা গ্রামে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় তিনি বলেন, ইউক্রেনীয় জাতীয়তাবাদীদের এই হামলার ফলে দুর্ভাগ্যজনকভাবে দু’জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সূত্র: সমকাল
সেন্ট পিটার্সবার্গে পুতিন
পশ্চিমা নিয়ম মানবে না রাশিয়া
মস্কোকে একঘরে করার চেষ্টা ব্যর্থ : ল্যাভরভ
ইউক্রেনে হামলার পর থেকেই পশ্চিমা দেশগুলোর বহুমুখী নিষেধাজ্ঞার মধ্যে পড়ে রাশিয়া। বিশেষ করে অর্থনৈতিক আগ্রাসন। এবার সেই নিয়ম বা নিষেধাজ্ঞা না মানার হুমকি দিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘পশ্চিমা ও পশ্চিমাপন্থি দেশগুলো দ্বারা উদ্ভাবিত এবং আরোপিত তথাকথিত কোনো নিয়মই মেনে চলবে না মস্কো।’ শুক্রবার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত দেশটির আইনসভা কাউন্সিলের এক সভায় এ ঘোষণা দেন তিনি। রাশিয়ার আইনপ্রণেতাদের উদ্দেশে ভ্লাদিমির পুতিন বলেন, আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো দেশের দীর্ঘমেয়াদি, স্বাধীন এবং সফল উন্নয়নের ভিত্তি তৈরি করা। কিছু দেশ তাদের নিজস্ব নিয়ম চাপিয়ে দিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষয়প্রাপ্ত করেছে। তারা বিভিন্ন আইনি কাঠামো এবং যোগাযোগের চ্যানেলগুলোকে ধ্বংস করছে। তাদের মতামত এবং তথাকথিত নিয়মগুলো সবার ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। বক্তৃতায় পুতিন আরও বলেন, ‘রাশিয়া আত্ম-বিচ্ছিন্ন হতে চায় না। বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে ন্যায্যভাবে সহযোগিতা পূর্ণ সম্পর্ক রাখতে চায়। আমরা ইউরেশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে বাস্তবসম্মত, সমান, পারস্পরিকভাবে উপকারী ও একচেটিয়াভাবে অংশীদারত্বমূলক সম্পর্ক প্রসারিত করব।’ সূত্র: যুগান্তর
আগামী বছর প্রকাশিত হচ্ছে মার্কেসের সেই বহুল আলোচিত অপ্রকাশিত উপন্যাস
দীর্ঘদিনের জল্পনার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে প্রয়াত কলম্বিয়ান উপন্যাসিক গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের অপ্রকাশিত উপন্যাস ‘এন আগোস্তো নোস বেমোস’ (উই উইল সি ইচ আদার ইন অগাস্ট)। আগামী বছর উপন্যাসটি প্রকাশিত হবে বলে জানানো হয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে। ২০২৪ সাল নাগাদ মার্কেসের অদেখ এই উপন্যাস লাতিন আমেরিকাজুড়ে প্রকাশ পাবে বলে শুক্রবার (২৮ এপ্রিল) নিশ্চিত করেছে পেঙ্গুইন র্যান্ডম হাউস। ১৯৯৯ সালে কলম্বিয়ান ম্যাগাজিন ক্যাম্বিওতে মার্কেসের একটি ছোটগল্প প্রকাশিত হওয়ার পর থেকেই অপ্রকাশিত ওই পাণ্ডুলিপিকে ঘিরে শুরু হয় জল্পনা।গল্পটি ছিল আনা ম্যাগডালেনা নামে একজন মধ্যবয়সী নারীকে নিয়ে। মায়ের কবরে ফুল দিতে এক ট্রপিকাল আইল্যান্ডে গিয়ে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। ধারণা করা হয়, এই গল্পটিই অপ্রকাশিত ওই পাণ্ডুলিপির প্রথম অধ্যায়। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
বৈশ্বিক অস্থিরতার নতুন উপলক্ষ
একদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অন্যদিকে তাইওয়ান নিয়ে চীন-যুক্তরাষ্ট্রের ক্রমাগত শীতল সম্পর্ক নতুন এক সামরিক উত্তেজনার শঙ্কা জাগিয়ে রেখেছে। এরই মধ্যে কোরীয় উপদ্বীপে উত্তর-দক্ষিণের রেষারেষির সম্পর্কে যোগ হলো বাড়তি শঙ্কা। সিউলকে পারমাণবিক শক্তির সামরিক সহায়তা দিতে ওয়াশিংটনে হয়ে গেল চুক্তি। ‘ওয়াশিংটন ঘোষণা’ নামের চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র পর্যায়ক্রমে দক্ষিণ কোরিয়ায় পরমাণু সজ্জিত সাবমেরিন মোতায়েন করবে। এছাড়া সিউলকে যুক্তরাষ্ট্রের পারমাণবিক পরিকল্পনা কার্যক্রমে জড়িত করতে সম্মতি প্রদান করা হয়েছে। অথচ যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব পারমাণবিক অস্ত্র কর্মসূচি বাস্তবায়ন করার দায়ে উত্তর কোরিয়াকে কার্যত একঘরে করে রেখেছে। জবাবে উত্তর কোরিয়া প্রায়ই পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ওয়াশিংটন-সিউলের পারমাণবিক সামরিক সহায়তা চুক্তিকে উত্তেজনা ও অস্থিরতা উসকে দেওয়ার প্রচেষ্টা হিসেবে দেখছে রাশিয়া, চীন এবং অবশ্যই উত্তর কোরিয়া। রাশিয়া ‘ওয়াশিংটন ঘোষণাকে’ আঞ্চলিক নিরাপত্তার বড় হুমকি হিসেবে দেখছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক পারমাণবিক চুক্তি আঞ্চলিক নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে এবং বৈশ্বিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে। জাখারোভা বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এমন কিছু সামরিক কর্মসূচি হাতে নিয়েছে, যা বৈশ্বিক কৌশলগত স্থিতিশীলতাকে বিপন্ন করে তুলেছে। তিনি আরও বলেন, আমরা বিশ্বের দেশগুলোর সার্বিক নিরাপত্তা বিঘিœত হয় এমন কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। প্রেসিডেন্ট জো বাইডেন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়েওল চুক্তি সই করার দুদিন পর রাশিয়ার পক্ষ থেকে এ বক্তব্য এলো। সূত্র: দেশ রুপান্তর
ড্রোন হামলায় ক্রিমিয়ার তেলের ডিপোতে আগুন
রুশ নিয়ন্ত্রিত ক্রিমিয়ার এক তেলের ডিপোতে ড্রোন হামলায় বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। গতকাল ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে সেভাস্তোপোলের এ এলাকার ওপর ধোঁয়া এবং আগুনের কুণ্ডলী দেখা যাচ্ছে। অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন মস্কোর নিয়োগ করা আঞ্চলিক গভর্নর।শুক্রবার রাশিয়া ইউক্রেনজুড়ে কিছু শহরে হামলা চালিয়েছিল। এতে অন্তত ২৫ জন নিহত হয়। গত কয়েক মাসের মধ্যে এটি ছিল এ ধরনের প্রথম হামলা। রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া দখল করার পর এটি নিজেদের সীমানাভুক্ত করেছিল। কৃষ্ণসাগরে রাশিয়ার যে নৌবহর আছে, তাদের প্রধান ঘাঁটি এই ক্রিমিয়ায়। টেলিগ্রামে এক বার্তায় গভর্নর মিখাইল রাজভোজায়েভ জানান, ‘কাজাছায়া বে এলাকায় একটি তেলের গুদামে আগুন ধরে গেছে। প্রাথমিক যে তথ্য আমরা পেয়েছি, তাতে মনে হচ্ছে ড্রোন হামলার কারণেই আগুন ধরেছে।’ সূত্র: বিডি প্রতিদিন।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত পাঁচ
টেক্সাসের পুলিশ বলছে, বাক বিতণ্ডার জের ধরে প্রতিবেশী পরিবারের পাঁচজনকে গুলি করে হত্যা করেছে এক ব্যক্তি। পুলিশ ধারণা করছে, অভিযুক্ত ব্যক্তির সেমি-অটোম্যাটিক অস্ত্র চালানো নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি হচ্ছিল।নিহতরা সবাই হন্ডুরাসের বাসিন্দা এবং তাদের মধ্যে আট বছরের একটি শিশুও রয়েছে।স্থানীয় সময় শুক্রবার রাতে হিউস্টনের উত্তরে সান জাকিন্টো কাউন্টির ছোট শহর ক্লিভল্যান্ডে এই গোলাগুলির ঘটনা ঘটে।স্থানীয় পুলিশ কর্মকর্তা গ্রেগ ক্যাপার্সের মতে, নিহতদের মধ্যে দুজন নারী ছিলেন যাদেরকে বেঁচে থাকা দুটি শিশুর ওপর উপুড় হয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে।”আমার মতে, তারা আসলে বাচ্চাদের রক্ষা করার জন্য এবং তাদের বাঁচিয়ে রাখার চেষ্টা করছিল,” পুলিশ কর্মকর্তা ক্যাপার্স স্থানীয় সংবাদমাধ্যম কেটিআরকে এই তথ্য জানায়। তিনি আরও বলেন, নিহতদের সবার ঘাড়ের ওপরের অংশে গুলি চালানো হয়েছে অর্থাৎ তাদেরকে নিশ্চিতভাবে খুন করার লক্ষ্যেই ঘাতক মাথায় গুলি করার চেষ্টা করেছে। সূত্র: বিবিসি বাংলা ।
ইরাকে একজন আমেরিকানও ‘অনেক বেশি’, ইরাকি প্রেসিডেন্টকে বললেন খামেনি
যুক্তরাষ্ট্রকে ‘অবিশ্বস্ত বন্ধু’ অ্যাখ্যা দিয়ে সফররত ইরাকি প্রেসিডেন্ট আবদুল লতিফ রশিদকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি বলেছেন, কোনো মার্কিন সেনাকে নিজেদের ভূখণ্ডে থাকতে দেওয়া ইরাকের উচিত হবে না।শনিবার তিনি একথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।ইরাকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা ইরান দীর্ঘদিন ধরেই তার সীমান্ত ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতির বিরোধিতা করে আসছে; পশ্চিমা সামরিক হস্তক্ষেপকে অঞ্চলটির নিরাপত্তাহীনতার মূল কারণও বলছে তারা। “আমেরিকানরা ইরাকের বন্ধু নয়, আমেরিকানরা কারোরই বন্ধু নয়, তারা এমনকী তাদের ইউরোপীয় বন্ধুদের প্রতিও অনুগত নয়,” খামেনি এমনটাই বলেছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। সূত্র: বিডি নিউজ