ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৫
ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
শুক্রবার (২৮ এপ্রিল) দেশটির ডিনিপ্রো ও উমান শহরে এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’র এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।


আল জাজিরা জানিয়েছে, উমান শহরের একটি আবাসিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত করে। এতে ভবনটিকে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের লোকরা ভবনটিতে উদ্ধার অভিযান শুরু করে।
উমান শহরের প্রশাসনিক কর্মকর্তারা জানান, এই শহরে মস্কোর ক্ষেপণাস্ত্র হামলায় ২৩ জন নিহত হয়েছেন।
অন্যদিকে, ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ডিনিপ্রোতের একটি বাড়িতে ক্ষেপণাস্ত্রের আঘাতে দুই বছরের শিশু এবং ৩১ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন।
মস্কো জানিয়েছে, তার (উমান) শহরের যে বাড়িতে হামলা চালিয়েছে সেখানে ইউক্রেনীয় রিজার্ভ সৈন্যদের অবস্থান ছিল।
গত দুই মাসের মধ্যে এটিই ছিলো ইউক্রেনের কোনো এলাকায় রাশিয়ার চালানো সবচেয়ে বড় বিমান হামলার ঘটনা।
সারাদিন/২৯ এপ্রিল/এমবি