অনিয়মের অভিযোগ: বিবিসির চেয়ারম্যান রিচার্ড শার্পের পদত্যাগ
বিবিসির চেয়ারম্যান রিচার্ড শার্প পদত্যাগ করেছেন। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের জন্য ব্যাংক ঋণে মধ্যস্থতা করতে অনিয়মের আশ্রয় নেওয়ার অভিযোগ ওঠায় পদত্যাগ করেন তিনি।
এক তদন্ত প্রতিবেদনে তার এই অনিয়মের বিষয়টি উঠে আসে। কমিশনার ফর পাবলিক অ্যাপয়েন্টমেন্টের ওই তদন্তের নেতৃত্ব দিয়েছেন অ্যাডাম হেপিনস্টল কেসি নামের একজন আইনজীবী।


এদিকে পদত্যাগ করা নিয়ে করা মন্তব্যে শার্প বলেছেন, বিবিসির স্বার্থকে অগ্রাধিকার দিতেই পদত্যাগ করছেন তিনি। সচেতনভাবে অনিয়ম করেননি দাবি করে শার্প বলেন, এটি একটি অনিচ্ছাকৃত ভুল।
তিনি বলেছেন, আমি মনে করি, (উদ্ভূত পরিস্থিতিতে) আমার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত এই পদে থাকলে তা বিভ্রান্তিকর হতে পারে।
প্রসঙ্গত, জনসনকে প্রায় ৮০ হাজার পাউন্ড ঋণ নিতে সাহায্য করেছিলেন তিনি- এমনটাই অভিযোগ উঠেছে। সেই ঋণ পাওয়ার পরেই দ্রুত বিবিসির চেয়ারম্যান পদে নিযুক্ত হন রিচার্ড।
সারাদিন. ২৮ এপ্রিল