প্রিমিয়ার লিগের অঘোষিত ফাইনাল রাতে
ইংলিশ প্রিমিয়ার লিগের অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি হতে যাছে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি।
বুধবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১টায় শুরু হতে যাওয়া একে অপরের বিপক্ষে ম্যাচে যারা জয় পাবে তারাই যে শিরোপা দৌঁড়ে অনেকখানি এগিয়ে যাবে সেটি বলাই যায়।


তবে শেষদিকে এসে খেই হারানো আর্সেনাল আছে কিছুটা চাপে। লিগে সবশেষ তিন ম্যাচে জয়ের মুখ দেখেনি মিখাইল আরতেতার দল।
অপরদিকে, সিটি যেন অপ্রতিরোধ্য। প্রিমিয়ার লিগে সবশেষ ৫ ম্যাচেই দেখেছে জয়। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১২ ম্যাচের ১১টিতেই জয় পেয়েছে পেপ গার্দিওলার দল। তার ওপর খেলা ম্যানচেস্টার সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে।
ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের এক এবং দুই নম্বার দল আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। ৭৫ পয়েন্ট নিয়ে আর্সেনাল শীর্ষে থাকলেও ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা সিটি ২টি ম্যাচ কম খেলেছে।
সারাদিন/২৬ এপ্রিল/এমবি