ইউক্রেনে অত্যাধুনিক ‘টি-১৪ ট্যাঙ্ক’ ব্যবহার করছে রাশিয়া
চলমান যুদ্ধে ইউক্রেনের অবস্থানগুলোতে হামলা চালানোর জন্য অত্যাধুনিক ‘টি-১৪ আরমাটা ট্যাঙ্ক’ ব্যবহার শুরু করছে রাশিয়া। তবে এগুলো এখনও ‘সরাসরি আক্রমণ অভিযানে অংশ নেয়নি’।
মঙ্গলবার (১৫ এপ্রিল) একটি সূত্রকে উদ্ধৃত করে রুশ বার্তা সংস্থা ‘আরআইএ’ এই খবর জানিয়েছে।


বার্তা সংস্থাটি বলছে, টি-১৪ আরমাটা ট্যাংকগুলোতে অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে। রুশ সেনারা ইউক্রেনে এগুলো পরিচালনার প্রশিক্ষণ নিয়েছে।
টি-১৪ ট্যাংকে একটি মনুষ্যবিহীন বুরুজ রয়েছে। এটি দূর থেকে সেনারা নিয়ন্ত্রণ করতে পারে। এটি পরিচালনার ক্রুরা বিচ্ছিন্ন একটি সাঁজোয়া ক্যাপসুলে থাকে। মহাসড়কে এগুলোর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৮০ কিলোমিটার।
সারাদিন/২৬ এপ্রিল/এমবি