আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
কাবুল বিমানবন্দরে হামলার ‘পরিকল্পনাকারী’ আইএস নেতাকে হত্যা করেছে তালেবান
আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে ভয়াবহ বোমা হামলার পরিকল্পনাকারী জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নেতাকে হত্যা করেছে দেশটির ক্ষমতাসীন তালেবান। মার্কিন কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। ২০২১ সালের আগস্টে এই বোমা হামলা হয়। হামলায় ১৭০ জন বেসামরিক মানুষ নিহত হন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ১৩ জন সেনা প্রাণ হারান।কাবুল বিমানবন্দরে এমন একসময় হামলা হয়েছিল, যখন আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে যাওয়ায় লোকজন দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন।
মার্কিন কর্মকর্তারা বিবিসির সংবাদ অংশীদার সিবিএসকে বলেন, আইএসের এই নেতা কয়েক সপ্তাহ আগে নিহত হন। কিন্তু তাঁর নিহত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করতে তাঁদের সময় লেগেছে। আইএসের যে নেতাকে তালেবান হত্যা করেছে, তাঁর নাম প্রকাশ করা হয়নি। সূত্র: প্রথম আলো


ভারত ও চীনের সেনা কমান্ডার পর্যায়ের বৈঠক
বিরোধ নিরসনে ঐকমত্য
সীমানা বিরোধ নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা জানিয়েছে ভারত ও চীন। দুই দেশের পক্ষ থেকে জানানো হয়েছে, নয়াদিল্লি ও বেইজিংয়ের শীর্ষ কর্মকর্তাদের সর্বশেষ সংলাপে পূর্ব লাদাখে বিদ্যমান স্থবিরতাসংক্রান্ত ‘প্রাসঙ্গিক বিষয়গুলো’ নিষ্পত্তি করতে ‘দ্রুত’ পদক্ষেপ নেওয়ার জন্য দুই পক্ষ সম্মত হয়েছে।ভারতীয় গণমাধ্যম সীমান্ত বিরোধ নিয়ে অগ্রগতির খবর দিয়ে প্রকাশিত সংবাদে জানিয়েছে, সর্বশেষ দফার আলোচনায় সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ব্যাপারে সম্মত হয়েছে বেইজিং ও নয়াদিল্লি। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, চীনা ও ভারতীয় বাহিনীর কমান্ডার পর্যায়ের ১৮তম এ বৈঠক হয়েছে গত রবিবার। চুশুল-মলদো সীমান্তে চীনা ভূখণ্ডে এই মতবিনিময় হয়। ‘সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও)’ সম্মেলন উপলক্ষে চীনা প্রতিরক্ষা মন্ত্রী লি শেংফুর সম্ভাব্য ভারত সফর সামনে রেখে ওই দ্বিপক্ষীয় সীমান্ত আলোচনা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার ও পরদিন শুক্রবার ভারতে এসসিওর সম্মেলন হতে যাচ্ছে। সূত্র: কালের কণ্ঠ
জল্পনা কাটিয়ে প্রার্থিতা ঘোষণা
আবারও নির্বাচনে লড়ার জন্য আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল পুনর্নির্বাচনের প্রচারণায় মার্কিন নাগরিকদের কাছে তাঁর অসমাপ্ত কাজ শেষ করতে আরও চার বছর সময় দেওয়ার আহ্বান জানান। খবর দ্য গার্ডিয়ান।
প্রেসিডেন্ট বাইডেন নস্টালজিকভাবে এই দিনটিকে নির্বাচনী প্রচারণার জন্য বেছে নিয়েছেন। কেননা ঠিক চার বছর আগে ২০১৯ সালের এই দিনে তিনি তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। মার্কিন রাজনীতিতে সর্বোচ্চ পদমর্যাদার নারী এবং দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবারও তাঁর সহযোদ্ধা হবেন। তিনিও একই সময় আগামী নির্বাচনের জন্য নিজের প্রার্থিতা ঘোষণা করেন। সূত্র: বিডি প্রতিদিন।
দু’দশক আগেই গৃহযুদ্ধের বীজ সুদানে
টানা ১১ দিনের সেনা-আধাসেনা লড়াইয়ে সুদানের রাজধানী খার্তুম এখন রণক্ষেত্র। শহরের অলিতে-গলিতে ধোঁয়া, ট্যাঙ্ক আর ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য। ভয়ে দোকানপাট খুলছেন না ব্যবসায়ীরা। হাসপাতালও বন্ধ। পৈতৃক ভিটে-বাড়ি ছেড়ে প্রতিদিনই পালাচ্ছেন শত শত নাগরিক। রাষ্ট্রের নিরাপত্তারক্ষক দুই বাহিনীর ক্ষমতা দখলের দ্বন্দ্বে রীতিমতো মৃত্যু উপত্যকা হয়ে উঠেছে আফ্রিকার তৃতীয় বৃহত্তম এই সোনার ভ‚খণ্ড। একজন দেশটির সেনাবাহিনী প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। আরেকজন আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) প্রধান জেনারেল মোহামেদ হামদান দাগালোর। সুদানের আজকের এ পরিণতি হঠাৎ করে শুরু হয়নি। বিশ্লেষকরা বলছেন, দুই দশক আগেই বেশ যত্ন সহকারে ভয়ংকর এই গৃহযুদ্ধের বীজ বুনেছিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশির।প্রায় ৩০ বছরের স্বৈরশাসন, লুটপাট আর গণহত্যার পর প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে অপসারণের মতো একটি দুঃসাহসিক অভ্যুত্থানের ঠিক চার বছর পর শুরু হয় এই সংঘাত। সুদানের রাষ্ট্রীয় ক্ষমতা কার দখলে থাকবে-তা নিয়েই মূলত এই লড়াই। ১৫ এপ্রিল সুদানে শুরু হওয়া ভয়ংকর যুদ্ধের সূচনাটা ২০ বছর আগেই শুরু হয়েছিল দারফুরের প্রান্তিক পশ্চিমাঞ্চলে। বশিরের ক্ষমতায় থাকার সময়ে। সেসময় জানজাওয়েদ নামে পরিচিত একদল যোদ্ধা ও হানাদারদের দ্বারা সরকারের বিরুদ্ধে একটি বিদ্রোহ দমন করা হয়েছিল নির্মমভাবে। সেনাবাহিনী ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন বশির। ১৯৮৯ সালে একটি ইসলামপন্থি সমর্থিত সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছিলেন তিনি। গদিতে বসেই জানজাউইদ বাহিনীকে সমর্থন এবং উপজাতীয় ও জাতিগত পার্থক্যকে উসকে দিয়েছিলেন তিনি। টিকে থাকতে লাখ লাখ মানুষের মৃত্যু, বাস্তুচ্যুত হওয়াসহ নারীদের পরিকল্পিতভাবে ধর্ষণ করা হয়েছিল তার শাসনামলে। সূত্র: যুগান্তর
কৃত্রিম বুদ্ধিমত্তা: কাজ হারাতে পারেন চীনের অর্ধেক চাকরিজীবী
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উত্থানে চীনের অর্ধেক চাকরিজীবী তাদের কাজ হারাতে পারেন। এ জন্য নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে দ্রুত নিজেদের দক্ষতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। খবর- সাউথ চায়না মর্নিং পোস্টের। বিশেষজ্ঞরা মনে করছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে বাড়তি সুবিধা গ্রহণের পাশাপাশি চাকরির বাজারে সুবিধা নিতে হলে নতুন পরিকল্পনা প্রয়োজন হবে। নিজস্ব জনগোষ্ঠীকে দক্ষ করে তুলতে হবে, যেন এআইনির্ভর বিভিন্ন সেবা পরিচালনায় তারা যোগ্য হয়ে ওঠে। সাংহাই ন্যাশনাল অ্যাকাউন্টিং ইনস্টিটিউটের অধ্যাপক লিউ কিন বলেন, এখন সহজেই এআই দিয়ে কোম্পানির ব্যবসায়িক অবস্থা বিশ্লেষণ, আর্থিক ঝুঁকি চিহ্নিত করা এবং আর্থিক প্রতিবেদন তৈরির মতো কাজ সেরে ফেলা যায়। এটি কর্মীদের জন্য একটি চ্যালেঞ্জ। এমন নানা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা।
এদিকে সম্প্রতি মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি চ্যাটজিপিটি, গুগলের বার্ড এবং বাইদুর আনি বট উন্মোচনের পর শীর্ষ এক মার্কিন বিনিয়োগ ব্যাংক শঙ্কা প্রকাশ করেছে, এআই-এর উত্থানে বিশ্বে ৩০ কোটিরও বেশি মানুষ চাকরি হারাতে পারে।
ব্যাংকটির প্রতিবেদনমতে, এআইর প্রভাবে বিভিন্ন খাতে পরিবর্তন আসবে, যেখানে প্রশাসনিক কাজের ৪৬ শতাংশ ও আইনি পেশার ৪৪ শতাংশ কাজ স্বয়ংক্রিয় উপায়ে হতে পারে। তবে নির্মাণ ও রক্ষণাবেক্ষণভিত্তিক খাতে যথাক্রমে ৬ ও ৪ শতাংশ ভূমিকা রাখবে এআই। মানুষের চেয়ে অনেক কম খরচেই এসব কাজ করে দেবে এআই। সূত্র: সমকাল
রয়টার্স/ইপসস-এর জরিপ: বাইডেন-ট্রাম্প কাউকেই ২০২৪-এর নির্বাচনে চান না ভোটারেরা
রয়টার্স/ইপসস-এর এক জরিপের তথ্য অনুযায়ী, মার্কিন ডেমোক্রেটদের প্রায় অর্ধেকই মনে করেন আগামী বছর জো বাইডেনের নতুন করে নির্বাচনে লড়া উচিত নয়। খবর রয়টার্স-এর।নতুন করে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য বাইডেনের বয়স অনেক বেশি বলেও মনে করেন তারা।গত সোমবার (২৪ এপ্রিল) তিনদিনের এ জনমত জরিপটি শেষ হয়। আর আজকেই নতুন করে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।জনমত জরিপে এও দেখা গেছে, বাইডেন ও ট্রাম্পের মধ্যে নতুন করে নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতাও দেখতে চান না যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষেরা। জরিপে অংশ নেওয়া দুই-তৃতীয়াংশ মানুষ দুজনের কাউকেই ২০২৪ সালের নির্বাচনে চান না।৪৪ শতাংশ নিবন্ধিত ডেমোক্রেটিক উত্তরদাতারা জানিয়েছেন, বাইডেনের দ্বিতীয়বার নির্বাচন করা উচিত নয়। অন্যদিকে ৩৪ শতাংশ রিপাবলিকানও চান না ট্রাম্প আবারও নির্বাচনের মাঠে নামুক।২০২১ সালের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন শুরু করেন জো বাইডেন। প্রেসিডেন্ট হিসেবে তার পারফরম্যান্সের পক্ষে সায় দিয়েছিলেন কেবল ৪১ শতাংশ মানুষ। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
কাবুল বিমানবন্দরে হামলার প্রধান সন্দেহভাজন নিহত
আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে ২০২১ সালের ভয়াবহ বোমা হামলার প্রধান সন্দেহভাজন আইএস নেতা তালেবানের হাতে নিহত হয়েছেন বলে দাবি করেছেন মার্কিন কর্মকর্তারা। তবে ওই ব্যক্তির নাম প্রকাশ করেননি।২০২১ সালের আগস্টে তালেবান-নিয়ন্ত্রিত আফগানিস্তান ছেড়ে যেতে কাবুলে বিমানবন্দরে ভিড় করেছিলেন হাজার হাজার মানুষ। সে সময় আত্মঘাতী বোমা হামলায় ১৭০ জন বেসামরিক নাগরিক এবং ১৩ মার্কিন সৈন্য নিহত হয়েছিল। মার্কিন কর্মকর্তারা বিবিসির নিউজ পার্টনার সিবিএসকে বলেছেন, ইসলামিক স্টেটের ওই নেতা কয়েক সপ্তাহ আগে মারা গেছেন। তার মৃত্যুর তথ্য নিশ্চিত করতে সময় লেগেছে।গোয়েন্দা তথ্য এবং সরেজমিন পর্যবেক্ষণের মাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। হামলার জন্য ওই ব্যক্তি দায়ী বলে তারা কীভাবে জানতে পেরেছিল সে সম্পর্কে বিস্তারিত জানাননি।নাম প্রকাশ না করার শর্তে ঊর্ধ্বতন এক মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজ-কে বলেছেন, সরকারের বিশেষজ্ঞরা এ ব্যাপারে খুবই আস্থাশীল যে, ওই ব্যক্তিই বোমা হামলার জন্য মূল দায়ী। সূত্র: দেশ রুপান্তর
ইউক্রেনে টি-১৪ আরমাটা ট্যাংক নামাল রাশিয়া
ইউক্রেনের অবস্থানগুলোয় হামলা চালাতে নতুন টি-১৪ আরমাটা ট্যাংক ব্যবহার শুরু করেছে রাশিয়া। তবে এগুলো এখনো ‘সরাসরি আক্রমণ অভিযানে অংশ নেয়নি’। রুশ বার্তা সংস্থা রিয়া জানায়, ট্যাংকগুলো রুশ বাহিনীর অতিরিক্ত সুরক্ষাব্যবস্থায় সংযুক্ত করা হয়েছে। ট্যাংকের ক্রুরা ইউক্রেনের প্রশিক্ষণ গ্রাউন্ডে এটি ব্যবহারের জন্য ‘যুদ্ধ সমন্বয়’ করেছে।রয়টার্স জানায়, টি-১৪ আরমাটা হচ্ছে রাশিয়ার মানববিহীন ট্যাংক। ক্রুরা একটি পৃথক সাঁজোয়া ক্যাপসুল থেকে দূরনিয়ন্ত্রিত যন্ত্রের সহায়তায় ট্যাংকটিকে পরিচালনা করে। হাইওয়েতে ট্যাংকগুলোর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার।গত জানুয়ারিতে ব্রিটিশ সামরিক গোয়েন্দা বাহিনী জানায়, ইউক্রেনে রুশ বাহিনী তাদের ‘শোচনীয় পরিস্থিতির’ কারণে ট্যাংকগুলোর প্রথম চালান গ্রহণ করতে অনিচ্ছুক ছিল। কারণ রণাঙ্গনে এই ট্যাংকটির কার্যকারিতার ওপর রুশ কমান্ডারদের খুব বেশি আস্থা নেই। ইউক্রেন যুদ্ধে ট্যাংকটির ব্যবহার সম্ভবত রাশিয়ার জন্য ‘একটি উচ্চ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত’ হতে পারে বলেও জানান ব্রিটিশ গোয়েন্দারা। সূত্র: দৈনিক বাংলা ।
ক্যাপ্টেন-ক্রু ছাড়া স্ব-চালিত কন্টেইনার জাহাজ বেশি দূরে নয়
নরওয়ের দক্ষিণে ফ্রায়ার ফিয়র্ড নামে সাগরের সাথে যুক্ত দীর্ঘ এবং গভীর জলপথ দিয়ে এগিয়ে চলা ইয়ারা বার্কল্যান্ড নামের কন্টেইনার-বাহী জাহাজটিকে বাইরে থেকে দেখে অস্বাভাবিক কিছুই মনে হবেনা। কিন্তু এই জাহাজটিকে নিয়ে এখন এমন পরীক্ষা-নিরীক্ষা চলছে যা ভবিষ্যতে বাণিজ্যিক জাহাজে করে পণ্য পরিবহনের চরিত্র বদলে দিতে পারে।এ বছরের শেষ নাগাদ ইয়ারা বার্কল্যান্ডে মাত্র দুজন ক্রু থাকবে। এবং সবকিছু যদি পরিকল্পনামত এগোয় তাহলে দু বছরের মধ্যে জাহাজটি চলবে কোনও ক্রু ছাড়াই।তখন জাহাজের ব্রিজটি – যেখান থেকে ক্রুরা জাহাজটি নিয়ন্ত্রণ করে এবং যেখানে তাদের থাকা-খাওয়ার জায়গা – ভেঙ্গে সরিয়ে ফেলা হবে। সুত্র: বিবিসি বাংলা।
এশীয় ব্যবসায় বিপ্লব আনছে ফিনটেক
এশীয় ব্যবসায় বিপ্লব এনেছে ফিনটেকের প্রসার। বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রসার ঘটেছে অপ্রত্যাশিত গতিতে। পরিবর্তন এসেছে অর্থনৈতিক কাঠামো ও আঞ্চলিক বাণিজ্যের ধারণায়ও। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট। ফাইন্যান্সিয়াল টেকনোলজি বা ফিনটেক বলতে এমন সফটওয়্যার, মোবাইল অ্যাপ্লিকেশন কিংবা প্রযুক্তিকে বোঝানো হয়, যার মধ্য দিয়ে ব্যবসায়িক লেনদেন সম্পাদন করা যায়। এশীয় অঞ্চলে গত এক দশকে লেনদেনের জনপ্রিয় মাধ্যমে পরিণত হয়েছে ফিনটেক। চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারত ও সিঙ্গাপুরের ডিজিটাল লেনদেন মাধ্যম হিসেবে ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) ও পে-নাউ সংযুক্ত হয়। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে ১০০ কোটি ডলারের লেনদেন সহজ হয়ে ওঠে। একই মাসে ভারতীয় প্রতিষ্ঠান ফোনপে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেয়া শুরু করে আন্তর্জাতিক পরিষেবা। ফোনপে অ্যাপ্লিকেশনে ব্যবহারকারীরা তাদের যেকোনো ভারতীয় ব্যাংক অ্যাকাউন্ট থেকে আরব আমিরাত, সিঙ্গাপুর, মরিশাস, নেপাল ও ভুটানের পণ্য ক্রয় করতে পারবেন। স্বাভাবিকভাবেই এ সম্পর্ক প্রচলিত ব্যাংকের জটিলতা কমিয়ে এনেছে। তৈরি করেছে লেনদেনের নতুন সুযোগ। অবশ্য প্রথমবার দুটি ডিজিটাল মাধ্যমের সংযুক্তি ধারণার শুরু হয় ২০২১ সালে। সিঙ্গাপুর ও থাইল্যান্ড দুটি প্রতিষ্ঠান পে-নাউ ও প্রম্পটপে যুক্ত হয় তখন। সূত্র: বণিক বার্তা।