কারামুক্ত হয়ে রুহুল কবির রিজভী যা বললেন

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৩

সংগৃহীত ছবি

কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দীর্ঘ ১৩৯ দিন পর আদালত থেকে সব মামলায় জামিন পেয়ে আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি।

এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। কারাগার থেকে বেরিয়ে এলে জেলগেটে রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তার স্ত্রী আরজুমান আরা বেগমসহ দলীয় নেতাকর্মীরা।

এসময় রুহুল কবির রিজভী বলেন, ছোট কারাগার থেকে বৃহত্তর কারাগারে প্রবেশ করেছি। সারাদেশ এখন কারাগারে পরিণত হয়েছে। কোথাও মানুষের কোনো অধিকার নেই। মানুষের ভোটের অধিকার নেই, কথা বলার অধিকার নেই। গণতন্ত্রের মুক্তি মিললেই মানুষ সব অধিকার ফিরে পাবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণবিষয়ক সহসম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুববিষয়ক সহসম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী প্রমুখ।

এর আগে, বিএনপির ১০ ডিসেম্বরের ঢাকা বিভাগীয় গণসমাবেশকে ঘিরে গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। ওই দিনই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ প্রায় সাড়ে চার শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এরপর সম্প্রতি রিজভী জামিন পান।

রিজভীর আইনজীবীরা জানান, রিজভী গ্রেপ্তার হওয়ার পর থেকে এ পর্যন্ত ৫০টি মামলায় জামিন হয়েছে। গত সাড়ে ৪ মাসে এসব মামলার জামিন নেওয়া হয়। ঈদুল ফিতরের আগে সবশেষ গোপালগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার একটি মামলার জামিন মঞ্জুর করেন।

Nagad

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের পাশাপাশি কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে রয়েছেন রুহুল কবির রিজভী। হুসেইন মুহম্মদ এরশাদবিরোধী আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদারবক্স হলের কাছে রুহুল কবির রিজভী পেটে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছিলেন। এরপর দেশে ও পরে বিদেশে তার পেটে অস্ত্রোপচার হয়। এরপর থেকেই তার পেটের সমস্যা জটিল হয়।

চিকিৎসকের পরামর্শে প্রায় ৩০ বছর ধরে রিজভী হাতের স্পর্শে খাবার খান না। খোলা পানি খেতে পারেন না। বোতলজাত পানি পান করতে হয়। মহামারি করোনাকালেও তিনি করোনায় আক্রান্ত হয়ে প্রায় চার মাস হাসপাতালে ছিলেন। এর আগে তার হার্ট অ্যাটাকও হয়েছিল। চিকিৎসকের পরামর্শে খুবই সতর্কভাবে জীবনযাপন করতে হয় রাকসুর সাবেক ভিপি ও ছাত্রদলের নির্বাচিত সাবেক সভাপতি রিজভীকে।